শিরোনামঃ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে তীব্র শীত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ উগান্ডায় প্রেসিডেন্ট ভোটের পর বিরোধী নেতা ববি ওয়াইনকে হেলিকপ্টারে তুলে নেওয়ার অভিযোগ সিলেটে বাস সংঘর্ষে ২ নিহত, ১০ আহত আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পতন ‘অবশ্যম্ভাবী’, দেশে ফেরার ঘোষণা ক্রাউন প্রিন্স রেজা পাহলভির গ্রিনল্যান্ডে আগ্রহ: ট্রাম্প শুল্ক আরোপের কথা বলেছেন সুনামগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ১ নিহত, ২ আহত পাকিস্তানের সরগোধায় কুয়াশায় ট্রাক দুর্ঘটনা, নিহত ১৪

খালেদা জিয়ার মৃত্যুর পর তিন আসনে বিএনপির বিকল্প প্রার্থীরাই লড়াইয়ে থাকছেন

#
news image

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল হলেও বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ আসনে নির্বাচন প্রক্রিয়া স্বাভাবিকভাবেই এগিয়ে যাবে। এসব আসনে বিএনপির দেওয়া বিকল্প প্রার্থীরাই চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকায় খালেদা জিয়ার নাম অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই। তবে তাঁর পক্ষে জমা দেওয়া বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র যথাযথ থাকলে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন।

সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিএনপি বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার পাশাপাশি বিকল্প তিনজন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা বিবেচনায় রেখেই দলটি আগেই এই সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার ভোর ৬টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর নির্বাচন স্থগিত কিংবা তপশিল পরিবর্তন নিয়ে নানা আলোচনা শুরু হলেও নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, ঘোষিত তপশিল অনুযায়ীই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র যাচাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং পরবর্তী সব কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে।

বিজ্ঞপ্তি

৩০-১২-২০২৫ রাত ১১:৪৯

news image

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল হলেও বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ আসনে নির্বাচন প্রক্রিয়া স্বাভাবিকভাবেই এগিয়ে যাবে। এসব আসনে বিএনপির দেওয়া বিকল্প প্রার্থীরাই চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকায় খালেদা জিয়ার নাম অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই। তবে তাঁর পক্ষে জমা দেওয়া বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র যথাযথ থাকলে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন।

সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিএনপি বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার পাশাপাশি বিকল্প তিনজন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা বিবেচনায় রেখেই দলটি আগেই এই সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার ভোর ৬টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর নির্বাচন স্থগিত কিংবা তপশিল পরিবর্তন নিয়ে নানা আলোচনা শুরু হলেও নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, ঘোষিত তপশিল অনুযায়ীই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র যাচাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং পরবর্তী সব কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে।