নির্বাচন নিরপেক্ষ না হলে প্রশ্ন উঠবে: ইসলামী আন্দোলনের আমির
ডেস্ক রিপোর্ট
২৫-১-২০২৬ রাত ১১:৩৭
নির্বাচন নিরপেক্ষ না হলে প্রশ্ন উঠবে: ইসলামী আন্দোলনের আমির
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে তা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, ইসলামী আন্দোলনকে ব্যবহার করে কেউ যেন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ করতে না পারে, সে ব্যাপারে দলটি সতর্ক রয়েছে।
রোববার ময়মনসিংহের ত্রিশালে জামিয়া নিয়ামতিয়া মাদ্রাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল শাখার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন কখনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে রাজনীতি করেনি। “আমরা সমঝোতার নির্বাচনের কথা বলেছিলাম ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের জন্য। কিন্তু কেউ কেউ সেই সুযোগে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল। আল্লাহর রহমতে আমরা সে ফাঁদে পা দেইনি।”
তিনি বলেন, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। “যারা নির্বাচনী ব্যানারে ইসলামী ঐক্যের কথা বলে না, বরং প্রচলিত আইনের কথা বলে—তারা ইসলাম বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তা করবে না।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সরকারের কাছে আমাদের প্রত্যাশা—নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা। সুষ্ঠু নির্বাচন না হলে জনগণের আস্থা থাকবে না।”
ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, “ইসলামের পক্ষে একটি মাত্র বাক্স রয়েছে। ইসলামকে ক্ষমতায় আনতে হলে এই বাক্সের পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি দলীয় নেতা-কর্মীদের মাঠে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে বলেন, ঘরে ঘরে গিয়ে হাত পাখা প্রতীকের দাওয়াত পৌঁছে দিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ও ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী এবং ইত্তেফাকুল উলামা ত্রিশাল শাখার সভাপতি মাওলানা এখলাস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট
২৫-১-২০২৬ রাত ১১:৩৭
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে তা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, ইসলামী আন্দোলনকে ব্যবহার করে কেউ যেন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ করতে না পারে, সে ব্যাপারে দলটি সতর্ক রয়েছে।
রোববার ময়মনসিংহের ত্রিশালে জামিয়া নিয়ামতিয়া মাদ্রাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল শাখার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন কখনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে রাজনীতি করেনি। “আমরা সমঝোতার নির্বাচনের কথা বলেছিলাম ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের জন্য। কিন্তু কেউ কেউ সেই সুযোগে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল। আল্লাহর রহমতে আমরা সে ফাঁদে পা দেইনি।”
তিনি বলেন, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। “যারা নির্বাচনী ব্যানারে ইসলামী ঐক্যের কথা বলে না, বরং প্রচলিত আইনের কথা বলে—তারা ইসলাম বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তা করবে না।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সরকারের কাছে আমাদের প্রত্যাশা—নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা। সুষ্ঠু নির্বাচন না হলে জনগণের আস্থা থাকবে না।”
ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, “ইসলামের পক্ষে একটি মাত্র বাক্স রয়েছে। ইসলামকে ক্ষমতায় আনতে হলে এই বাক্সের পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি দলীয় নেতা-কর্মীদের মাঠে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে বলেন, ঘরে ঘরে গিয়ে হাত পাখা প্রতীকের দাওয়াত পৌঁছে দিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ও ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী এবং ইত্তেফাকুল উলামা ত্রিশাল শাখার সভাপতি মাওলানা এখলাস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।