সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় জনসমুদ্র

#
news image

সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান মঞ্চে উঠলে আলিয়া মাদ্রাসা মাঠ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

তারেক রহমান এর আগে বিমানবন্দর এলাকার গ্র্যান্ড সিলেট হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখান থেকে আলিয়া মাদ্রাসার উদ্দেশে রওনা হলে পথে পথে, বিশেষ করে চৌহ্রাটা মোড় এলাকায় হাজার হাজার নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান।
সমাবেশে অংশ নিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসেন। দলীয় প্রার্থীদের সমর্থকেরা বিভিন্ন রঙের টুপি পরে সমাবেশে যোগ দেন। গতকাল রাত থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে জমায়েত শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করেন। সকাল ১১টার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গার সংকুলান না হওয়ায় পশ্চিম ও দক্ষিণ পাশের সড়ক ও ফুটপাতে অবস্থান নেন অনেক নেতাকর্মী।

সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তিলাওয়াত করেন আম্বরখানা মসজিদের ইমাম মাওলানা ছালিক আহমদ। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভা শুরু হয়।

১১টার দিকে সভাস্থলে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর ১২টার দিকে জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদেরও মঞ্চের পাশে অবস্থান নিতে দেখা গেছে।

 
 
 
 

নিজস্ব প্রতিবেদক

২২-১-২০২৬ দুপুর ১:৩৬

news image

সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান মঞ্চে উঠলে আলিয়া মাদ্রাসা মাঠ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

তারেক রহমান এর আগে বিমানবন্দর এলাকার গ্র্যান্ড সিলেট হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখান থেকে আলিয়া মাদ্রাসার উদ্দেশে রওনা হলে পথে পথে, বিশেষ করে চৌহ্রাটা মোড় এলাকায় হাজার হাজার নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান।
সমাবেশে অংশ নিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসেন। দলীয় প্রার্থীদের সমর্থকেরা বিভিন্ন রঙের টুপি পরে সমাবেশে যোগ দেন। গতকাল রাত থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে জমায়েত শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করেন। সকাল ১১টার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গার সংকুলান না হওয়ায় পশ্চিম ও দক্ষিণ পাশের সড়ক ও ফুটপাতে অবস্থান নেন অনেক নেতাকর্মী।

সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তিলাওয়াত করেন আম্বরখানা মসজিদের ইমাম মাওলানা ছালিক আহমদ। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভা শুরু হয়।

১১টার দিকে সভাস্থলে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর ১২টার দিকে জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদেরও মঞ্চের পাশে অবস্থান নিতে দেখা গেছে।