ব্যালন ডি’অর পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষে হ্যারি কেইন, তালিকায় মেসিও
স্পোর্টস ডেস্ক
২৬-১২-২০২৫ রাত ১২:০
ব্যালন ডি’অর পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষে হ্যারি কেইন, তালিকায় মেসিও
ইউরোপিয়ান ফুটবল লিগগুলোর শীতকালীন বিরতির আগ পর্যন্ত পারফরম্যান্স বিশ্লেষণ করে ব্যালন ডি’অরের পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোল। ১০ জনের এই তালিকায় জায়গা পেয়েছেন বর্তমান মৌসুমে আলোচনায় থাকা শীর্ষ তারকারা। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসিও আছেন তালিকায়।
পাওয়ার র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনি ৩৫ গোল করেছেন এবং তিন গোলে সহায়তা দিয়েছেন। এরই মধ্যে জিতেছেন জার্মান সুপারকাপ।
দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হালান্ড মৌসুমে ৩৮ গোল করেছেন এবং ছয় গোলে সহায়তা দিয়েছেন। সম্ভাব্য সব শিরোপা জয়ের লড়াইয়ে রয়েছে তার দল। তিন নম্বরে আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ৩৮ গোলের পাশাপাশি তিনি আট গোলে সহায়তা দিয়েছেন।
চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার তরুণ বিস্ময় লামিন ইয়ামাল। তিনি করেছেন ১০ গোল, সহায়তা দিয়েছেন ১৪ গোলে। এরপর পাঁচ থেকে সাত নম্বরে রয়েছেন তিন মিডফিল্ডার—আর্সেনালের ডেক্লান রাইস, পিএসজির ভিতিনহা ও বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিস।
অষ্টম স্থানে আছেন বায়ার্নে যোগ দেওয়া কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ। তিনি ১৫ গোল করেছেন এবং নয় গোলে সহায়তা দিয়েছেন। নবম স্থানে থাকা লিওনেল মেসি ইউরোপ ছেড়ে ইন্টার মায়ামিতে খেলেও ২২ গোল ও ১৯ গোলে সহায়তা দিয়ে এমএলএস শিরোপা জিতেছেন।
তালিকায় থাকা একমাত্র ডিফেন্ডার হলেন মরক্কোর আশরাফ হাকিমি।
স্পোর্টস ডেস্ক
২৬-১২-২০২৫ রাত ১২:০
ইউরোপিয়ান ফুটবল লিগগুলোর শীতকালীন বিরতির আগ পর্যন্ত পারফরম্যান্স বিশ্লেষণ করে ব্যালন ডি’অরের পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোল। ১০ জনের এই তালিকায় জায়গা পেয়েছেন বর্তমান মৌসুমে আলোচনায় থাকা শীর্ষ তারকারা। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসিও আছেন তালিকায়।
পাওয়ার র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনি ৩৫ গোল করেছেন এবং তিন গোলে সহায়তা দিয়েছেন। এরই মধ্যে জিতেছেন জার্মান সুপারকাপ।
দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হালান্ড মৌসুমে ৩৮ গোল করেছেন এবং ছয় গোলে সহায়তা দিয়েছেন। সম্ভাব্য সব শিরোপা জয়ের লড়াইয়ে রয়েছে তার দল। তিন নম্বরে আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ৩৮ গোলের পাশাপাশি তিনি আট গোলে সহায়তা দিয়েছেন।
চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার তরুণ বিস্ময় লামিন ইয়ামাল। তিনি করেছেন ১০ গোল, সহায়তা দিয়েছেন ১৪ গোলে। এরপর পাঁচ থেকে সাত নম্বরে রয়েছেন তিন মিডফিল্ডার—আর্সেনালের ডেক্লান রাইস, পিএসজির ভিতিনহা ও বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিস।
অষ্টম স্থানে আছেন বায়ার্নে যোগ দেওয়া কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ। তিনি ১৫ গোল করেছেন এবং নয় গোলে সহায়তা দিয়েছেন। নবম স্থানে থাকা লিওনেল মেসি ইউরোপ ছেড়ে ইন্টার মায়ামিতে খেলেও ২২ গোল ও ১৯ গোলে সহায়তা দিয়ে এমএলএস শিরোপা জিতেছেন।
তালিকায় থাকা একমাত্র ডিফেন্ডার হলেন মরক্কোর আশরাফ হাকিমি।