চট্টগ্রামের বিপক্ষে ফাইনালের স্বপ্ন দেখছে রাজশাহী
ক্রিকেট ডেস্ক
২০-১-২০২৬ দুপুর ১০:৫৮
চট্টগ্রামের বিপক্ষে ফাইনালের স্বপ্ন দেখছে রাজশাহী
৩০ ম্যাচের লড়াইয়ের পর শেষ রোমাঞ্চের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL)। ১২তম আসরের কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়্যারিয়র্স। মিরপুরে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার ম্যাচ।
টেবিলের শীর্ষে থাকা রাজশাহী কোয়ালিফায়ার খেলতে নামছে চট্টগ্রামের বিপক্ষে। দলের ছন্দ বজায় থাকায় ফাইনালের স্বপ্ন দেখছেন রাজশাহীর বিদেশি অলরাউন্ডার জিমি নিশাম। শুরুতে কম ম্যাচ চুক্তি সত্ত্বেও এখন তিনি রাজশাহীর ভালোবাসায় ফাইনাল পর্যন্ত খেলতে রাজি হয়েছেন।
জিমি নিশাম বলেন, “গত বছর ট্রফি জিতেছিলাম, তবে বরিশালের শিরোপা জয়ে আমার অবদান খুব বেশি ছিল না। এবার নতুন অভিজ্ঞতা, দায়িত্বও অনেক বেশি। যেকোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে লক্ষ্য থাকে ট্রফি জয় করা। আমাদের টপ টু, প্লে-অফে থাকার কারণে ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশি। দলও ভালো, সবাই আত্মবিশ্বাসী। এখন মোমেন্টাম ধরে রাখতে হবে।”
তবে প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস শিবিরে দেখা যাচ্ছে কম হুলস্থূল। তারা নতুন কোনো বিদেশি তারকা আনেনি এবং টানা ম্যাচ খেলার ক্লান্তিতে সোমবার আনুষ্ঠানিক অনুশীলনও করেনি। হোটেলে বসেই রাজশাহীকে আটকানোর পরিকল্পনা করছেন বাশার, বাবুল, শেখ মেহেদীরা। শরিফুল-তানভীরদের সঙ্গে বিদেশি খেলোয়াড় মোহাম্মদ হারিস ও আমির জামিলদের নিয়েই শিরোপার স্বপ্নে মগ্ন চট্টগ্রামের দল।
ক্রিকেট ডেস্ক
২০-১-২০২৬ দুপুর ১০:৫৮
৩০ ম্যাচের লড়াইয়ের পর শেষ রোমাঞ্চের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL)। ১২তম আসরের কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়্যারিয়র্স। মিরপুরে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার ম্যাচ।
টেবিলের শীর্ষে থাকা রাজশাহী কোয়ালিফায়ার খেলতে নামছে চট্টগ্রামের বিপক্ষে। দলের ছন্দ বজায় থাকায় ফাইনালের স্বপ্ন দেখছেন রাজশাহীর বিদেশি অলরাউন্ডার জিমি নিশাম। শুরুতে কম ম্যাচ চুক্তি সত্ত্বেও এখন তিনি রাজশাহীর ভালোবাসায় ফাইনাল পর্যন্ত খেলতে রাজি হয়েছেন।
জিমি নিশাম বলেন, “গত বছর ট্রফি জিতেছিলাম, তবে বরিশালের শিরোপা জয়ে আমার অবদান খুব বেশি ছিল না। এবার নতুন অভিজ্ঞতা, দায়িত্বও অনেক বেশি। যেকোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে লক্ষ্য থাকে ট্রফি জয় করা। আমাদের টপ টু, প্লে-অফে থাকার কারণে ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশি। দলও ভালো, সবাই আত্মবিশ্বাসী। এখন মোমেন্টাম ধরে রাখতে হবে।”
তবে প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস শিবিরে দেখা যাচ্ছে কম হুলস্থূল। তারা নতুন কোনো বিদেশি তারকা আনেনি এবং টানা ম্যাচ খেলার ক্লান্তিতে সোমবার আনুষ্ঠানিক অনুশীলনও করেনি। হোটেলে বসেই রাজশাহীকে আটকানোর পরিকল্পনা করছেন বাশার, বাবুল, শেখ মেহেদীরা। শরিফুল-তানভীরদের সঙ্গে বিদেশি খেলোয়াড় মোহাম্মদ হারিস ও আমির জামিলদের নিয়েই শিরোপার স্বপ্নে মগ্ন চট্টগ্রামের দল।