প্রার্থীদের ওপর হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না: সালাহউদ্দিন আহমদ
ডেস্ক রিপোর্ট
১৩-১২-২০২৫ রাত ১১:৫৭
প্রার্থীদের ওপর হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না: সালাহউদ্দিন আহমদ
নির্বাচনের তপশিল ঘোষণার পর প্রার্থীদের ওপর হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে এ পরিস্থিতিতে সরকার, রাজনৈতিক দল ও জনগণের সম্মিলিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন ধার্য করে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর পরদিন রাজধানীতে গুলিবিদ্ধ হন ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এ ধরনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। তবে সরকার ও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে, পাশাপাশি জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।’
ইনকিলাব মঞ্চের কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। শাহবাগ বা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্ভাব্য প্রতিরোধ সমাবেশে সর্বাত্মক অংশগ্রহণের বিষয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
ডেস্ক রিপোর্ট
১৩-১২-২০২৫ রাত ১১:৫৭
নির্বাচনের তপশিল ঘোষণার পর প্রার্থীদের ওপর হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে এ পরিস্থিতিতে সরকার, রাজনৈতিক দল ও জনগণের সম্মিলিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন ধার্য করে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর পরদিন রাজধানীতে গুলিবিদ্ধ হন ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এ ধরনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। তবে সরকার ও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে, পাশাপাশি জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।’
ইনকিলাব মঞ্চের কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। শাহবাগ বা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্ভাব্য প্রতিরোধ সমাবেশে সর্বাত্মক অংশগ্রহণের বিষয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।