তপশিল ঘোষণায় জামায়াতের স্বাগত, বায়তুল মোকাররমে আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক
১১-১২-২০২৫ রাত ১১:৪৪
তপশিল ঘোষণায় জামায়াতের স্বাগত, বায়তুল মোকাররমে আনন্দ মিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তপশিল ঘোষণা করার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে আনন্দ মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত।
মিছিলের আগে কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন বলেন, প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সংসদ নির্বাচন ও গণভোট দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যা কোনোভাবেই বিতর্কিত করা যাবে না।
মিছিলটি পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে জামায়াতের মজলিসে শুরা সদস্য মুহাম্মদ শামছুর রহমানসহ অন্যান্য মহানগর নেতারা অংশ নেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, তপশিল ঘোষণার মাধ্যমে অনিশ্চয়তা দূর হয়েছে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে, এবং নির্বাচন সুষ্ঠু হলে জামায়াত সব ধরনের সহায়তা করবে। তবে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও তিনি মন্তব্য করেন।
নিজস্ব প্রতিবেদক
১১-১২-২০২৫ রাত ১১:৪৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তপশিল ঘোষণা করার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে আনন্দ মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত।
মিছিলের আগে কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন বলেন, প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সংসদ নির্বাচন ও গণভোট দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যা কোনোভাবেই বিতর্কিত করা যাবে না।
মিছিলটি পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে জামায়াতের মজলিসে শুরা সদস্য মুহাম্মদ শামছুর রহমানসহ অন্যান্য মহানগর নেতারা অংশ নেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, তপশিল ঘোষণার মাধ্যমে অনিশ্চয়তা দূর হয়েছে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে, এবং নির্বাচন সুষ্ঠু হলে জামায়াত সব ধরনের সহায়তা করবে। তবে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও তিনি মন্তব্য করেন।