বিশ্বকাপ ২০২৬—ঘুম ভাঙার আগেই মাঠে ব্রাজিল, জানুন তিন ম্যাচের সময়সূচি
স্পোর্টস ডেস্ক
৮-১২-২০২৫ রাত ১২:২৮
বিশ্বকাপ ২০২৬—ঘুম ভাঙার আগেই মাঠে ব্রাজিল, জানুন তিন ম্যাচের সময়সূচি
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে সমর্থকদের উত্তেজনা বাড়ছে প্রতিদিন। ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল এবারও হেক্সার লক্ষ্যে মাঠে নামবে। বাংলাদেশি ব্রাজিল–ফ্যানদের জন্য সুখবর হলো—তাদের তিনটি ম্যাচই দেখা যাবে ভোর বা সকালের মনোরম সময়ে।
নিচে একনজরে ব্রাজিলের ম্যাচ তালিকা—
১৪ জুন: ব্রাজিল বনাম মরক্কো (ভোর ৪টা, নিউইয়র্ক–নিউ জার্সি)
২০ জুন: ব্রাজিল বনাম হাইতি (সকাল ৭টা, ফিলাডেলফিয়া)
২৫ জুন: ব্রাজিল বনাম স্কটল্যান্ড (ভোর ৪টা, মায়ামি)
মরক্কোকে সামনে রেখে ব্রাজিলের প্রথম ম্যাচটিই ধরা হচ্ছে হাইভোল্টেজ লড়াই হিসেবে। অন্যদিকে তুলনামূলক সহজ দু’টি ম্যাচ হবে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে।
বিশ্লেষকদের মতে, ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ব্রাজিল সহজেই গ্রুপ পর্ব পার হতে সক্ষম হবে।
স্পোর্টস ডেস্ক
৮-১২-২০২৫ রাত ১২:২৮
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে সমর্থকদের উত্তেজনা বাড়ছে প্রতিদিন। ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল এবারও হেক্সার লক্ষ্যে মাঠে নামবে। বাংলাদেশি ব্রাজিল–ফ্যানদের জন্য সুখবর হলো—তাদের তিনটি ম্যাচই দেখা যাবে ভোর বা সকালের মনোরম সময়ে।
নিচে একনজরে ব্রাজিলের ম্যাচ তালিকা—
১৪ জুন: ব্রাজিল বনাম মরক্কো (ভোর ৪টা, নিউইয়র্ক–নিউ জার্সি)
২০ জুন: ব্রাজিল বনাম হাইতি (সকাল ৭টা, ফিলাডেলফিয়া)
২৫ জুন: ব্রাজিল বনাম স্কটল্যান্ড (ভোর ৪টা, মায়ামি)
মরক্কোকে সামনে রেখে ব্রাজিলের প্রথম ম্যাচটিই ধরা হচ্ছে হাইভোল্টেজ লড়াই হিসেবে। অন্যদিকে তুলনামূলক সহজ দু’টি ম্যাচ হবে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে।
বিশ্লেষকদের মতে, ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ব্রাজিল সহজেই গ্রুপ পর্ব পার হতে সক্ষম হবে।