শিরোনামঃ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে তীব্র শীত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ উগান্ডায় প্রেসিডেন্ট ভোটের পর বিরোধী নেতা ববি ওয়াইনকে হেলিকপ্টারে তুলে নেওয়ার অভিযোগ সিলেটে বাস সংঘর্ষে ২ নিহত, ১০ আহত আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পতন ‘অবশ্যম্ভাবী’, দেশে ফেরার ঘোষণা ক্রাউন প্রিন্স রেজা পাহলভির গ্রিনল্যান্ডে আগ্রহ: ট্রাম্প শুল্ক আরোপের কথা বলেছেন সুনামগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ১ নিহত, ২ আহত পাকিস্তানের সরগোধায় কুয়াশায় ট্রাক দুর্ঘটনা, নিহত ১৪

গণতন্ত্রই পথ, শিরিকে নয় মত—তারেকের কড়া বার্তা রাজনৈতিক অঙ্গনে

#
news image

রাজনীতির অঙ্গনে সাম্প্রতিক সময়ে যে ধর্মীয় ‘টিকিট-বাণিজ্য’ ও ‘কনফার্মেশন’-এর আলোচনা চলছে, তাকে সরাসরি ‘শিরিক’ বলে চিহ্নিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্যে স্পষ্ট—ধর্মীয় প্রতিশ্রুতি বেচাকেনা শুধু বিভ্রান্তি নয়, রাজনৈতিকভাবে বিপজ্জনকও।

তারেক রহমানের মন্তব্য রাজনৈতিক পরিমণ্ডলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট কিছু ব্যক্তিকে ইঙ্গিত করে তিনি বলেন—“যেটা একমাত্র আল্লাহর এখতিয়ার, তা মানুষ দিতে পারে না। এ দাবি করা শিরিকের পর্যায়ে পড়ে।”
বিএনপির ভেতরে বার্তা ছিল আরও কঠোর—নেতাকর্মীদের জনগণের ঘরে ঘরে গিয়ে এই বিষয়টি পরিষ্কার করতে হবে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, আসন্ন কঠিন সময় এবং ইসলামী রাজনৈতিক গোষ্ঠীগুলোর পুনর্গঠনের মধ্যে তারেকের বক্তব্য নতুন ধরনের রাজনৈতিক অবস্থান নির্দেশ করছে।

তারেক বলেন, দেশের দুই বড় সংকট—দুর্নীতি ও আইনশৃঙ্খলা—এখন নিয়ন্ত্রণ না করা গেলে অর্থনীতি, শিক্ষা, কৃষি ও নারীর অগ্রগতিসহ প্রতিটি খাত বাধাগ্রস্ত হবে।

বিএনপির ‘স্বাবলম্বী বাংলাদেশ’ ধারণা তুলে ধরে তিনি বলেন—“আমরা সিঙ্গাপুর বানাতে চাই না, চাই একটি ন্যায়ভিত্তিক ও কর্মসংস্থানসমৃদ্ধ বাংলাদেশ।”

সভায় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও অভিযোগ করেন—ধর্মের নামে সমাজে বিভাজন তৈরির চেষ্টা চলছে, যা ১৯৭১-এর চেতনার বিপরীত।

বিশেষ প্রতিনিধি

৮-১২-২০২৫ রাত ১২:১২

news image

রাজনীতির অঙ্গনে সাম্প্রতিক সময়ে যে ধর্মীয় ‘টিকিট-বাণিজ্য’ ও ‘কনফার্মেশন’-এর আলোচনা চলছে, তাকে সরাসরি ‘শিরিক’ বলে চিহ্নিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্যে স্পষ্ট—ধর্মীয় প্রতিশ্রুতি বেচাকেনা শুধু বিভ্রান্তি নয়, রাজনৈতিকভাবে বিপজ্জনকও।

তারেক রহমানের মন্তব্য রাজনৈতিক পরিমণ্ডলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট কিছু ব্যক্তিকে ইঙ্গিত করে তিনি বলেন—“যেটা একমাত্র আল্লাহর এখতিয়ার, তা মানুষ দিতে পারে না। এ দাবি করা শিরিকের পর্যায়ে পড়ে।”
বিএনপির ভেতরে বার্তা ছিল আরও কঠোর—নেতাকর্মীদের জনগণের ঘরে ঘরে গিয়ে এই বিষয়টি পরিষ্কার করতে হবে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, আসন্ন কঠিন সময় এবং ইসলামী রাজনৈতিক গোষ্ঠীগুলোর পুনর্গঠনের মধ্যে তারেকের বক্তব্য নতুন ধরনের রাজনৈতিক অবস্থান নির্দেশ করছে।

তারেক বলেন, দেশের দুই বড় সংকট—দুর্নীতি ও আইনশৃঙ্খলা—এখন নিয়ন্ত্রণ না করা গেলে অর্থনীতি, শিক্ষা, কৃষি ও নারীর অগ্রগতিসহ প্রতিটি খাত বাধাগ্রস্ত হবে।

বিএনপির ‘স্বাবলম্বী বাংলাদেশ’ ধারণা তুলে ধরে তিনি বলেন—“আমরা সিঙ্গাপুর বানাতে চাই না, চাই একটি ন্যায়ভিত্তিক ও কর্মসংস্থানসমৃদ্ধ বাংলাদেশ।”

সভায় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও অভিযোগ করেন—ধর্মের নামে সমাজে বিভাজন তৈরির চেষ্টা চলছে, যা ১৯৭১-এর চেতনার বিপরীত।