শিরোনামঃ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে তীব্র শীত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ উগান্ডায় প্রেসিডেন্ট ভোটের পর বিরোধী নেতা ববি ওয়াইনকে হেলিকপ্টারে তুলে নেওয়ার অভিযোগ সিলেটে বাস সংঘর্ষে ২ নিহত, ১০ আহত আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পতন ‘অবশ্যম্ভাবী’, দেশে ফেরার ঘোষণা ক্রাউন প্রিন্স রেজা পাহলভির গ্রিনল্যান্ডে আগ্রহ: ট্রাম্প শুল্ক আরোপের কথা বলেছেন সুনামগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ১ নিহত, ২ আহত পাকিস্তানের সরগোধায় কুয়াশায় ট্রাক দুর্ঘটনা, নিহত ১৪

খালেদা জিয়ার অসুস্থতা বিশ্বমিডিয়ায়-রাজনীতিতে চাপ, নেতাকর্মীদের দুশ্চিন্তা বাড়ল

#
news image

ৎবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি শুধু দেশে নয়, আন্তর্জাতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বখ্যাত বার্তা সংস্থা ও গণমাধ্যমগুলো যেভাবে তাঁর অসুস্থতার খবরে একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে-তা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন চাপ এবং হিসাব-নিকাশ তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, এএফপি, রয়টার্স, আল-জাজিরা থেকে শুরু করে টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু-প্রতিটি গণমাধ্যমের নজর খালেদা জিয়ার চিকিৎসার দিকে। এতে বোঝা যায়, জাতীয় রাজনীতির গতিপথে তাঁর ভূমিকা এখনও আন্তর্জাতিকভাবে তাৎপর্যপূর্ণ।

এএফপির রিপোর্টে তাঁর ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থা উল্লেখ করা এবং বিদেশে নেওয়ার প্রস্তুতির কথা বলা-রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন তুলেছে। বিদেশে নেওয়ার অনুমতি, সরকারি অবস্থান, আন্তর্জাতিক চাপ-সব মিলিয়ে পরিস্থিতি জটিল হচ্ছে বলে রাজনৈতিক গবেষকেরা মনে করছেন।

এদিকে বিএনপির পক্ষ থেকে লাগাতার ব্রিফিং, তারেক রহমানের আবেগঘন বক্তব্য, নেতাকর্মীদের উদ্বেগ-সব মিলিয়ে দলীয় মহলে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে।

রবিবার রুহুল কবির রিজভীর বক্তব্যে সেই উদ্বেগ আরও স্পষ্ট-“কোনো উন্নতি হয়নি; অবস্থা একই রকম জটিল।”

রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্ত যেমন মানবিক ইস্যু, তেমনি এটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ও। আন্তর্জাতিক গণমাধ্যমের বাড়তি নজর এ ইস্যুটিকে আরও গুরুত্ববহ করে তুলেছে।

তানভীর সানি

১-১২-২০২৫ রাত ১২:৩

news image

ৎবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি শুধু দেশে নয়, আন্তর্জাতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বখ্যাত বার্তা সংস্থা ও গণমাধ্যমগুলো যেভাবে তাঁর অসুস্থতার খবরে একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে-তা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন চাপ এবং হিসাব-নিকাশ তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, এএফপি, রয়টার্স, আল-জাজিরা থেকে শুরু করে টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু-প্রতিটি গণমাধ্যমের নজর খালেদা জিয়ার চিকিৎসার দিকে। এতে বোঝা যায়, জাতীয় রাজনীতির গতিপথে তাঁর ভূমিকা এখনও আন্তর্জাতিকভাবে তাৎপর্যপূর্ণ।

এএফপির রিপোর্টে তাঁর ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থা উল্লেখ করা এবং বিদেশে নেওয়ার প্রস্তুতির কথা বলা-রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন তুলেছে। বিদেশে নেওয়ার অনুমতি, সরকারি অবস্থান, আন্তর্জাতিক চাপ-সব মিলিয়ে পরিস্থিতি জটিল হচ্ছে বলে রাজনৈতিক গবেষকেরা মনে করছেন।

এদিকে বিএনপির পক্ষ থেকে লাগাতার ব্রিফিং, তারেক রহমানের আবেগঘন বক্তব্য, নেতাকর্মীদের উদ্বেগ-সব মিলিয়ে দলীয় মহলে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে।

রবিবার রুহুল কবির রিজভীর বক্তব্যে সেই উদ্বেগ আরও স্পষ্ট-“কোনো উন্নতি হয়নি; অবস্থা একই রকম জটিল।”

রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্ত যেমন মানবিক ইস্যু, তেমনি এটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ও। আন্তর্জাতিক গণমাধ্যমের বাড়তি নজর এ ইস্যুটিকে আরও গুরুত্ববহ করে তুলেছে।