নির্বাচন–গণভোট একসঙ্গে আয়োজন প্রশ্নবিদ্ধ: জামায়াতের অভিযোগ, আজ থেকে ৮ দলের সমাবেশ শুরু
তানভীর সানি
২৯-১১-২০২৫ রাত ১১:২৬
নির্বাচন–গণভোট একসঙ্গে আয়োজন প্রশ্নবিদ্ধ: জামায়াতের অভিযোগ, আজ থেকে ৮ দলের সমাবেশ শুরু
আগামী ফেব্রুয়ারিতে একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্তে সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটির মজলিসে শুরায় গৃহীত প্রস্তাবে বলা হয়—সরকার নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে, বরং একই দিনে দুই ভোট আয়োজন বিভ্রান্তি বাড়াচ্ছে।
জামায়াত জানায়, গণভোটে ‘না’ জয়ী হলে সংসদ নির্বাচনের অবস্থান কী হবে—এমন মৌলিক প্রশ্নের কোনো উত্তর নেই। সরাসরি 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে দলটি জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
প্রস্তাবে আরও অভিযোগ করা হয়, চাঁদপুর, নোয়াখালী, জামালপুর, ফেনী, নওগাঁ, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, গাইবান্ধা, জয়পুরহাট ও ঝিনাইদহসহ বিভিন্ন এলাকায় বিএনপি–সমর্থিত সন্ত্রাসীরা জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এতে প্রমাণ হয়—সুষ্ঠু নির্বাচন পরিবেশ নেই।
এদিকে আজ রোববার রাজশাহীতে ৮ দলের বিভাগীয় সমাবেশের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ প্রচারসহ ৫ দফা দাবি তুলে ধরতে আন্দোলন শুরু হচ্ছে। সমাবেশে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ আট দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। আগামীকাল খুলনায় ও ৬ ডিসেম্বর চট্টগ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানিয়েছেন—এসব সমাবেশে লাখো মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
তানভীর সানি
২৯-১১-২০২৫ রাত ১১:২৬
আগামী ফেব্রুয়ারিতে একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্তে সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটির মজলিসে শুরায় গৃহীত প্রস্তাবে বলা হয়—সরকার নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে, বরং একই দিনে দুই ভোট আয়োজন বিভ্রান্তি বাড়াচ্ছে।
জামায়াত জানায়, গণভোটে ‘না’ জয়ী হলে সংসদ নির্বাচনের অবস্থান কী হবে—এমন মৌলিক প্রশ্নের কোনো উত্তর নেই। সরাসরি 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে দলটি জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
প্রস্তাবে আরও অভিযোগ করা হয়, চাঁদপুর, নোয়াখালী, জামালপুর, ফেনী, নওগাঁ, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, গাইবান্ধা, জয়পুরহাট ও ঝিনাইদহসহ বিভিন্ন এলাকায় বিএনপি–সমর্থিত সন্ত্রাসীরা জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এতে প্রমাণ হয়—সুষ্ঠু নির্বাচন পরিবেশ নেই।
এদিকে আজ রোববার রাজশাহীতে ৮ দলের বিভাগীয় সমাবেশের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ প্রচারসহ ৫ দফা দাবি তুলে ধরতে আন্দোলন শুরু হচ্ছে। সমাবেশে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ আট দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। আগামীকাল খুলনায় ও ৬ ডিসেম্বর চট্টগ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানিয়েছেন—এসব সমাবেশে লাখো মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।