শিরোনামঃ
জাতীয় প্রেস ক্লাবের সামনে নার্সদের মহাসমাবেশ, তোপখানায় তীব্র যানজট টানা ভূকম্পন: রাজধানী–সংলগ্ন স্থানে ভূমিকম্পের ঝুঁকি কি বাড়ছে? মুশফিকের শততম টেস্ট: ‘ব্যাগি গ্রিন’–ই তাঁর সঙ্গী, সেঞ্চুরি উৎসর্গ দাদা-দাদী ও নানা-নানীকে সশস্ত্র বাহিনী দিবসে তারেক রহমানের শুভেচ্ছা, বলিষ্ঠ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা দুদকে সাকিব: শুভেচ্ছাদূত থেকে অভিযুক্ত-কোথায় দাঁড়িয়ে মামলার তদন্ত? এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডকে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে আবাবিল এনজি কোর ব্যাংকিং সিস্টেম এর প্রশিক্ষণ উদ্বোধন বাংলাদেশের প্রথম আন্ত: চেইন হোটেল ডি'মোর লয়্যালটি ক্লাবের যাত্রা শুরু গণতন্ত্র প্রতিষ্ঠায় ‘মব ভায়োলেন্স’ ত্যাগের আহ্বান মির্জা ফখরুলের আদানি চুক্তিতে অনিয়মের অভিযোগ, তদন্ত চলছে

সশস্ত্র বাহিনী দিবসে তারেক রহমানের শুভেচ্ছা, বলিষ্ঠ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা

#
news image

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ও দেশপ্রেমিক ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “আমি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের ও তাদের পরিবারের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি।”

তারেক রহমান আরও বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়। সেই থেকেই দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তিনি শহীদ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি উল্লেখ করেন, দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাদের অবদান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

স্ট্যাটাসে তিনি জানান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে প্রযুক্তি–নির্ভর ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার ভিত্তি স্থাপন করেন। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালেও সশস্ত্র বাহিনী আধুনিকায়নের ধারাবাহিকতা বজায় থাকে বলে তিনি মন্তব্য করেন।

ডেস্ক রিপোর্ট

২০-১১-২০২৫ রাত ১১:৪৬

news image

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ও দেশপ্রেমিক ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “আমি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের ও তাদের পরিবারের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি।”

তারেক রহমান আরও বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়। সেই থেকেই দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তিনি শহীদ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি উল্লেখ করেন, দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাদের অবদান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

স্ট্যাটাসে তিনি জানান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে প্রযুক্তি–নির্ভর ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার ভিত্তি স্থাপন করেন। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালেও সশস্ত্র বাহিনী আধুনিকায়নের ধারাবাহিকতা বজায় থাকে বলে তিনি মন্তব্য করেন।