শিরোনামঃ
মাগুরায় আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল জামায়াতের সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার: আওয়ামী ফ্যাসিবাদিরা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি করতে এভারকেয়ার হসপিটাল ঢাকার র‍্যালি আয়োজন ময়মনসিংহে সাংবাদিকদের নিয়ে প্রযুক্তিনির্ভর জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা ৭ ব্যাংক হিসাব ঘিরে ৫৪ কোটি টাকার লেনদেন: সাঈদ খোকন-শাহানা হানিফের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযোগ জুলাই সনদ থেকে গণভোট- ইউনূস সরকারের ‘নতুন গণতন্ত্রের রূপরেখা’? পূবালী ব্যাংক কর্তৃক এমআইএসটি-কে আর্থিক সহায়তা প্রদান শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯০৭তম সভা অনুষ্ঠিত আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও দীন ইসলামিকের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর বাংলাদেশ-ভারত সম্পর্ক: কূটনৈতিক উত্তেজনা এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ

জামায়াতের সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার: আওয়ামী ফ্যাসিবাদিরা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে

#
news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “কয়েকদিন যাবৎ আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে। সন্ত্রাসী লুটেরা, গণহত্যাকারী, খুনিদের আর এ দেশে ফিরে আসা সম্ভব নয়। জাতি তাদের প্রতিহত করেছে, আজও তারা এ দেশে দাঁড়াতেই পারেনি।”

বুধবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, দক্ষিণের নায়েবে আমীর এড. ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের।

অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, “শেখ হাসিনা ভারতে গিয়ে বাংলাদেশের সব মিডিয়া ব্যবহার করে প্রধান উপদেষ্টাসহ সবাইকে হুমকি দিচ্ছে—এতে আমরা বিস্মিত। যারা অন্যায় ও অপরাধ করেছে, জাতি তাদের আর গ্রহণ করবে না। তাদের মামলার রায়ের তারিখ ঘোষণা হয়েছে, যা জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

তিনি আরও বলেন, “জামায়াতসহ আটটি রাজনৈতিক দল পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আমরা আজ সারাদেশে মিছিল ও সমাবেশ করছি। তারা বাসে, গাড়িতে, প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করছে। কিন্তু আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।”

গোলাম পরওয়ার জুলাই সনদের আদেশ অবিলম্বে জারি ও গণভোট আয়োজনের আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা জামায়াতসহ আটটি রাজনৈতিক দলকে সাক্ষাতের সময় দিয়ে বর্তমান সংকট নিরসনের উদ্যোগ নেবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে তিনি “জাতির প্রত্যাশা পূরণের দিকচিহ্ন” হিসেবে অভিহিত করেন।

জামায়াতের আহ্বানে সাড়া দিয়ে বুধবার ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন, গুলিস্তান, জিরো পয়েন্ট, প্রেস ক্লাব, বায়তুল মোকাররম উত্তর গেট, সাইন্স ল্যাব, যাত্রাবাড়ী, ধানমন্ডি ৩২ এবং উত্তর মহানগরীর মীরপুর, আমিনবাজার, ভাটারা, রামপুরা, মহাখালী, উত্তরা, বাংলামটরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে গোলাম পরওয়ার বলেন, “জাতীয় স্বার্থে গণমাধ্যমকে সত্যনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।”

নিজস্ব প্রতিবেদক

১৪-১১-২০২৫ রাত ১২:২০

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “কয়েকদিন যাবৎ আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে। সন্ত্রাসী লুটেরা, গণহত্যাকারী, খুনিদের আর এ দেশে ফিরে আসা সম্ভব নয়। জাতি তাদের প্রতিহত করেছে, আজও তারা এ দেশে দাঁড়াতেই পারেনি।”

বুধবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, দক্ষিণের নায়েবে আমীর এড. ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের।

অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, “শেখ হাসিনা ভারতে গিয়ে বাংলাদেশের সব মিডিয়া ব্যবহার করে প্রধান উপদেষ্টাসহ সবাইকে হুমকি দিচ্ছে—এতে আমরা বিস্মিত। যারা অন্যায় ও অপরাধ করেছে, জাতি তাদের আর গ্রহণ করবে না। তাদের মামলার রায়ের তারিখ ঘোষণা হয়েছে, যা জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

তিনি আরও বলেন, “জামায়াতসহ আটটি রাজনৈতিক দল পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আমরা আজ সারাদেশে মিছিল ও সমাবেশ করছি। তারা বাসে, গাড়িতে, প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করছে। কিন্তু আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।”

গোলাম পরওয়ার জুলাই সনদের আদেশ অবিলম্বে জারি ও গণভোট আয়োজনের আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা জামায়াতসহ আটটি রাজনৈতিক দলকে সাক্ষাতের সময় দিয়ে বর্তমান সংকট নিরসনের উদ্যোগ নেবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে তিনি “জাতির প্রত্যাশা পূরণের দিকচিহ্ন” হিসেবে অভিহিত করেন।

জামায়াতের আহ্বানে সাড়া দিয়ে বুধবার ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন, গুলিস্তান, জিরো পয়েন্ট, প্রেস ক্লাব, বায়তুল মোকাররম উত্তর গেট, সাইন্স ল্যাব, যাত্রাবাড়ী, ধানমন্ডি ৩২ এবং উত্তর মহানগরীর মীরপুর, আমিনবাজার, ভাটারা, রামপুরা, মহাখালী, উত্তরা, বাংলামটরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে গোলাম পরওয়ার বলেন, “জাতীয় স্বার্থে গণমাধ্যমকে সত্যনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।”