শিরোনামঃ
কাস্টমসের মারুফের হাতে ‘আলাদিনের চেরাগ ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য আইপিএম এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেন ব্যারিস্টার মোহাম্মদ রুকুনুজ্জামান: ঠাকুরগাঁওয়ের ন্যায়বিচার ও উন্নয়নের নতুন দিগন্তের স্বপ্নদ্রষ্টা আসছে হাবিবুর রহমান বাবু অভিনীত মিউজিক্যাল ফিল্ম: বলবো কাকে দুটো মনের কথা সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে হাবিব হাসনাতের উঠান বৈঠক গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের শিক্ষা : হাবিব হাসনাত কনকর্ড এন্টারটেইনমেন্ট ও কিষোয়ান গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি ইস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু বসুন্ধরা সিটিতে শুরু হলো দুই সপ্তাহব্যাপী “ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট” আর-রাহা হসপিটাল এন্ড ডায়াগনস্টিকস লিঃ-এ নবজাতকদের জন্য ফ্রি ইপিআই সেবা উদ্বোধন

দুই ট্রফি নিয়ে রংপুর আসছে রংপুর রাইডার্স # বিজ্ঞপ্তি

#
news image

দেশের ইতিহাসে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি দল বিদেশে গিয়ে ট্রফি নিয়ে ফিরেছিল। গ্লোবাল সুপার লিগ জিতে দেশের ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিল রংপুর রাইডার্স। এবার দলটা সেই চকচকে ট্রফি নিয়ে ঘুরতে যাবে নিজেদের ঢেরা রংপুরে। সাথে থাকবে আরেকটি ট্রফিও, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিপিএল ট্রফিও একইসাথে নিয়ে যাবে রংপুর রাইডার্স।

২০ ডিসেম্বরের এই ট্রফি ট্যুরে নানান আয়োজন করেছে রংপুর রাইডার্স। দলটার ক্রিকেটাররা হেলিকপ্টারে এসে যোগ দেবে রংপুরে। সেখানে দুই ট্রফি (জিএসএল, বিপিএল) নিয়ে থাকছে নানান কার্যক্রমও।

দেড় হাজার জার্সি ফ্যানদের দেওয়া হবে পুরো রংপুরে। বিপিএল মাসকট ‘ডানা ৩৬’ ও থাকছে এই আয়োজনে। দুপুর একটায় দুই ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবে রংপুর রাইডার্স। দুপুর দুইটায় রংপুর ক্রিকেট গার্ডেনে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট।

এমনকি ট্রফির সাথেও ছবি তোলার সুযোগ থাকবে সাধারণ ক্রিকেটপ্রেমীদের। বিকেল তিনটা থেকে কনসার্টও আয়োজন হচ্ছে। থাকবেন দেশ বরেণ্য ব্যান্ড ‘এভোয়ড রাফা’।

এর আগে ২০২৪ এর ৬ ডিসেম্বরে গায়নায় গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতেছিল রংপুর। যেখানে পাঁচ দলের এই টুর্নামেন্টে ভিন্ন পাঁচ দেশের সেরা পাঁচ দল অংশ নিয়েছিল। ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে রংপুর জিতেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বে।

দুই ট্রফির বিশাল আয়োজনে প্রস্তুত রংপুর রাইডার্স। আপনি প্রস্তুত তো?

ডেস্ক রিপোর্ট

২০-১-২০২৫ রাত ১১:১২

news image

দেশের ইতিহাসে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি দল বিদেশে গিয়ে ট্রফি নিয়ে ফিরেছিল। গ্লোবাল সুপার লিগ জিতে দেশের ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিল রংপুর রাইডার্স। এবার দলটা সেই চকচকে ট্রফি নিয়ে ঘুরতে যাবে নিজেদের ঢেরা রংপুরে। সাথে থাকবে আরেকটি ট্রফিও, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিপিএল ট্রফিও একইসাথে নিয়ে যাবে রংপুর রাইডার্স।

২০ ডিসেম্বরের এই ট্রফি ট্যুরে নানান আয়োজন করেছে রংপুর রাইডার্স। দলটার ক্রিকেটাররা হেলিকপ্টারে এসে যোগ দেবে রংপুরে। সেখানে দুই ট্রফি (জিএসএল, বিপিএল) নিয়ে থাকছে নানান কার্যক্রমও।

দেড় হাজার জার্সি ফ্যানদের দেওয়া হবে পুরো রংপুরে। বিপিএল মাসকট ‘ডানা ৩৬’ ও থাকছে এই আয়োজনে। দুপুর একটায় দুই ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবে রংপুর রাইডার্স। দুপুর দুইটায় রংপুর ক্রিকেট গার্ডেনে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট।

এমনকি ট্রফির সাথেও ছবি তোলার সুযোগ থাকবে সাধারণ ক্রিকেটপ্রেমীদের। বিকেল তিনটা থেকে কনসার্টও আয়োজন হচ্ছে। থাকবেন দেশ বরেণ্য ব্যান্ড ‘এভোয়ড রাফা’।

এর আগে ২০২৪ এর ৬ ডিসেম্বরে গায়নায় গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতেছিল রংপুর। যেখানে পাঁচ দলের এই টুর্নামেন্টে ভিন্ন পাঁচ দেশের সেরা পাঁচ দল অংশ নিয়েছিল। ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে রংপুর জিতেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বে।

দুই ট্রফির বিশাল আয়োজনে প্রস্তুত রংপুর রাইডার্স। আপনি প্রস্তুত তো?