শিরোনামঃ
পুরান ঢাকা সাংবাদিক ফোরামের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড পেলেন দেশ টিভির সাংবাদিক শাহাদাত নিশাদ বেগম পাড়ায় নয়, মাঠেই জামায়াত: রুকন সম্মেলনে আমীরের ঘোষণা যৌথ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে ইস্টার্ন ও গাম্বিয়ার আইওইউ ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ জাতীয় বেতন স্কেলে বৈষম্য, প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত রাজনৈতিক প্রতিহিংসার শিকার ডেমরা থানা বিএনপির দুই শীর্ষ নেতা এবি পার্টি দক্ষিণ মহানগরের নতুন কমিটি ঘোষণা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কারে ভূষিত দেশ টিভির শাহাদাত নিশাদ ফ্যাসিবাদ রোধে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে জাতীয় সংলাপ

আওয়ামী অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা হবে না : যুবদল সভাপতি

#
news image

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আওয়ামী অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা দেওয়া যাবে না। আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের হত্যা, গুম ও নিপীড়ন করেছে। কিন্তু বিএনপি এসব প্রতিহিংসায় বিশ্বাস করে না। আমাদের নাম করে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সবাইকে সজাগ থাকতেও আহ্বান জানান তিনি।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলোনায়তনে যৌথ কর্মীসভায় এ হুঁশিয়ারি দেন যুবদলের এই সভাপতি। এ সময় ছাত্র-জনতার গণবিপ্লবে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আব্দুল মোনায়েম মুন্না আরও বলেন, দলীয় নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে দলের কোনো নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না।

যুবদল সভাপতি বলেন, বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছরে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন। তারা নিজেদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেননি। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দল ও অঙ্গ সংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত।

নিজস্ব প্রতিবেদক

৪-১১-২০২৪ রাত ১১:২০

news image

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আওয়ামী অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা দেওয়া যাবে না। আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের হত্যা, গুম ও নিপীড়ন করেছে। কিন্তু বিএনপি এসব প্রতিহিংসায় বিশ্বাস করে না। আমাদের নাম করে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সবাইকে সজাগ থাকতেও আহ্বান জানান তিনি।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলোনায়তনে যৌথ কর্মীসভায় এ হুঁশিয়ারি দেন যুবদলের এই সভাপতি। এ সময় ছাত্র-জনতার গণবিপ্লবে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আব্দুল মোনায়েম মুন্না আরও বলেন, দলীয় নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে দলের কোনো নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না।

যুবদল সভাপতি বলেন, বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছরে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন। তারা নিজেদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেননি। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দল ও অঙ্গ সংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত।