বিদেশি গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যু: ‘বাংলাদেশের রাজনীতির এক যুগের অবসান
নিজস্ব প্রতিবেদক
৩০-১২-২০২৫ দুপুর ৩:৩১
বিদেশি গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যু: ‘বাংলাদেশের রাজনীতির এক যুগের অবসান
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ান, কাতারভিত্তিক আলজাজিরাসহ বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যমগুলো তাঁকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দীর্ঘ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রীয় চরিত্র হিসেবে তুলে ধরেছে।
নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে কয়েক দশক ধরে চলা প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পত্রিকাটি লিখেছে, এই দুই নারী নেত্রীর দ্বন্দ্ব দক্ষিণ এশিয়ার অন্যতম জনবহুল রাষ্ট্রটির রাজনীতিকে দীর্ঘদিন প্রভাবিত করেছে।
আলজাজিরা খালেদা জিয়া ও শেখ হাসিনার দ্বন্দ্বকে ‘ব্যাটলিং বেগমস’ হিসেবে আখ্যায়িত করে লিখেছে, খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে তিন দশকের বেশি সময় ধরে চলা এক অধ্যায়ের সমাপ্তি ঘটল। প্রতিবেদনে আরও বলা হয়, সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়েই তাঁর রাজনৈতিক উত্থান ঘটে।
বিবিসি লিখেছে, দীর্ঘ সময় বিরোধী রাজনীতিতে থেকে খালেদা জিয়া প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছিলেন। বিশেষ করে শেখ হাসিনার টানা শাসনামলে তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রধান মুখ হিসেবে পরিচিত ছিলেন।
ভারত, পাকিস্তান, চীনসহ প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর গণমাধ্যমও খালেদা জিয়ার মৃত্যু সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। অধিকাংশ প্রতিবেদনে তাঁর রাজনৈতিক সংগ্রাম, ক্ষমতায় থাকার সময়কাল এবং অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
৩০-১২-২০২৫ দুপুর ৩:৩১
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ান, কাতারভিত্তিক আলজাজিরাসহ বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যমগুলো তাঁকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দীর্ঘ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রীয় চরিত্র হিসেবে তুলে ধরেছে।
নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে কয়েক দশক ধরে চলা প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পত্রিকাটি লিখেছে, এই দুই নারী নেত্রীর দ্বন্দ্ব দক্ষিণ এশিয়ার অন্যতম জনবহুল রাষ্ট্রটির রাজনীতিকে দীর্ঘদিন প্রভাবিত করেছে।
আলজাজিরা খালেদা জিয়া ও শেখ হাসিনার দ্বন্দ্বকে ‘ব্যাটলিং বেগমস’ হিসেবে আখ্যায়িত করে লিখেছে, খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে তিন দশকের বেশি সময় ধরে চলা এক অধ্যায়ের সমাপ্তি ঘটল। প্রতিবেদনে আরও বলা হয়, সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়েই তাঁর রাজনৈতিক উত্থান ঘটে।
বিবিসি লিখেছে, দীর্ঘ সময় বিরোধী রাজনীতিতে থেকে খালেদা জিয়া প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছিলেন। বিশেষ করে শেখ হাসিনার টানা শাসনামলে তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রধান মুখ হিসেবে পরিচিত ছিলেন।
ভারত, পাকিস্তান, চীনসহ প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর গণমাধ্যমও খালেদা জিয়ার মৃত্যু সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। অধিকাংশ প্রতিবেদনে তাঁর রাজনৈতিক সংগ্রাম, ক্ষমতায় থাকার সময়কাল এবং অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে।