শিরোনামঃ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে তীব্র শীত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ উগান্ডায় প্রেসিডেন্ট ভোটের পর বিরোধী নেতা ববি ওয়াইনকে হেলিকপ্টারে তুলে নেওয়ার অভিযোগ সিলেটে বাস সংঘর্ষে ২ নিহত, ১০ আহত আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পতন ‘অবশ্যম্ভাবী’, দেশে ফেরার ঘোষণা ক্রাউন প্রিন্স রেজা পাহলভির গ্রিনল্যান্ডে আগ্রহ: ট্রাম্প শুল্ক আরোপের কথা বলেছেন সুনামগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ১ নিহত, ২ আহত পাকিস্তানের সরগোধায় কুয়াশায় ট্রাক দুর্ঘটনা, নিহত ১৪

আইসিএমএবি’র ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

#
news image

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ঢাকার নীলক্ষেতস্থ আইসিএমএ ভবনের রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যবৃন্দ, সাবেক সভাপতিসহ কাউন্সিলের সদস্যরা অংশগ্রহণ করেন। এজিএম-এ প্রতিষ্ঠানের গত বছরের কার্যক্রম ও অর্জন পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কৌশলগত দিকনির্দেশনা তুলে ধরা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আইসিএমএবি’র নির্বাহী পরিচালক জনাব মো. মাহবুব-উল-আলম, এফসিএমএ স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পেশাগত উৎকর্ষ সাধনে প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি ও অঙ্গীকারের কথা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন আইসিএমএবি’র সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ। তিনি সদস্যদের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে তিনি সিএমএ পেশায় উদ্ভাবন, রূপান্তর ও পেশাগত উৎকর্ষ নিশ্চিত করতে চলতি বছরে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।

সিএমএ পরীক্ষা ব্যবস্থার বছরব্যাপী কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন সহ-সভাপতি জনাব আবদুল মতিন পাটোয়ারী, এফসিএমএ। অপর সহ-সভাপতি জনাব মো. কাউসার আলম, এফসিএমএ ২০২৫ সালে সিএমএ শিক্ষা সংক্রান্ত কার্যক্রম ও উন্নয়ন বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। 

আইসিএমএবি’র সচিব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এফসিএমএ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও অর্জনের পাশাপাশি নিরীক্ষিত হিসাব ও আর্থিক বিবরণী সভায় উপস্থাপন করেন।

এজিএম-এ উন্মুক্ত আলোচনার সুযোগ থাকায় সদস্যরা বার্ষিক প্রতিবেদন ও বিভিন্ন পেশাগত বিষয়ে গঠনমূলক মতামত প্রদান করেন। প্রশ্নোত্তর পর্বে ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যদের সক্রিয় অংশগ্রহণ সভায় স্বচ্ছতা, জবাবদিহি ও সম্পৃক্ততার শক্তিশালী চিত্র তুলে ধরে। 

এজিএমের পাশাপাশি একই দিনে আইসিএমএবি কাউন্সিল নির্বাচন এবং ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল (ডিবিসি) নির্বাচনও অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তি

২৯-১২-২০২৫ রাত ১১:৩০

news image

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ঢাকার নীলক্ষেতস্থ আইসিএমএ ভবনের রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যবৃন্দ, সাবেক সভাপতিসহ কাউন্সিলের সদস্যরা অংশগ্রহণ করেন। এজিএম-এ প্রতিষ্ঠানের গত বছরের কার্যক্রম ও অর্জন পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কৌশলগত দিকনির্দেশনা তুলে ধরা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আইসিএমএবি’র নির্বাহী পরিচালক জনাব মো. মাহবুব-উল-আলম, এফসিএমএ স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পেশাগত উৎকর্ষ সাধনে প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি ও অঙ্গীকারের কথা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন আইসিএমএবি’র সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ। তিনি সদস্যদের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে তিনি সিএমএ পেশায় উদ্ভাবন, রূপান্তর ও পেশাগত উৎকর্ষ নিশ্চিত করতে চলতি বছরে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।

সিএমএ পরীক্ষা ব্যবস্থার বছরব্যাপী কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন সহ-সভাপতি জনাব আবদুল মতিন পাটোয়ারী, এফসিএমএ। অপর সহ-সভাপতি জনাব মো. কাউসার আলম, এফসিএমএ ২০২৫ সালে সিএমএ শিক্ষা সংক্রান্ত কার্যক্রম ও উন্নয়ন বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। 

আইসিএমএবি’র সচিব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এফসিএমএ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও অর্জনের পাশাপাশি নিরীক্ষিত হিসাব ও আর্থিক বিবরণী সভায় উপস্থাপন করেন।

এজিএম-এ উন্মুক্ত আলোচনার সুযোগ থাকায় সদস্যরা বার্ষিক প্রতিবেদন ও বিভিন্ন পেশাগত বিষয়ে গঠনমূলক মতামত প্রদান করেন। প্রশ্নোত্তর পর্বে ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যদের সক্রিয় অংশগ্রহণ সভায় স্বচ্ছতা, জবাবদিহি ও সম্পৃক্ততার শক্তিশালী চিত্র তুলে ধরে। 

এজিএমের পাশাপাশি একই দিনে আইসিএমএবি কাউন্সিল নির্বাচন এবং ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল (ডিবিসি) নির্বাচনও অনুষ্ঠিত হয়।