আওয়ামী লীগ নিষিদ্ধ, নির্বাচনী রাজনীতিতে বড় শূন্যতা
নিজস্ব প্রতিবেদক
২৪-১২-২০২৫ রাত ১১:২৫
আওয়ামী লীগ নিষিদ্ধ, নির্বাচনী রাজনীতিতে বড় শূন্যতা
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগ—এ অবস্থান আবারও স্পষ্ট করেছে অন্তর্বর্তী সরকার।
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে। ফলে দলটির নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।
তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার। যেহেতু দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তাই নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না।
চলতি বছরের মে মাসে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের অন্যতম বড় রাজনৈতিক দল নির্বাচনের বাইরে থাকায় আসন্ন নির্বাচন ও রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব পড়তে পারে। একই সঙ্গে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও বাড়তি নজর কাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক
২৪-১২-২০২৫ রাত ১১:২৫
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগ—এ অবস্থান আবারও স্পষ্ট করেছে অন্তর্বর্তী সরকার।
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে। ফলে দলটির নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।
তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার। যেহেতু দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তাই নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না।
চলতি বছরের মে মাসে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের অন্যতম বড় রাজনৈতিক দল নির্বাচনের বাইরে থাকায় আসন্ন নির্বাচন ও রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব পড়তে পারে। একই সঙ্গে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও বাড়তি নজর কাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।