আসামের হোজাইয়ে ট্রেন-হাতি সংঘর্ষে তিন প্রাপ্তবয়স্ক ও চার শাবক মৃত
আন্তর্জাতিক ডেস্ক
২১-১২-২০২৫ রাত ১২:১৩
আসামের হোজাইয়ে ট্রেন-হাতি সংঘর্ষে তিন প্রাপ্তবয়স্ক ও চার শাবক মৃত
আসামের হোজাই এলাকায় শুক্রবার রাতে ঘটে যাত্রা-সুরক্ষার জন্য উদ্বেগজনক এক দুর্ঘটনা। দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনটি প্রাপ্তবয়স্ক এবং চারটি শাবকসহ সাতটি হাতি মারা যায়।
দুর্ঘটনাস্থল গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার পূর্বে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্সে পোস্টে জানিয়েছেন, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করছেন এবং বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন।
রেলওয়েতে বলা হয়েছে, দুর্ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আহত বা ক্ষতিগ্রস্ত যাত্রীদের অন্য বগিতে স্থানান্তর করেন। হাতির পাল রেললাইন অতিক্রম করায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “আজকের এই মর্মান্তিক দুর্ঘটনায় সাতটি হাতির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
আন্তর্জাতিক ডেস্ক
২১-১২-২০২৫ রাত ১২:১৩
আসামের হোজাই এলাকায় শুক্রবার রাতে ঘটে যাত্রা-সুরক্ষার জন্য উদ্বেগজনক এক দুর্ঘটনা। দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনটি প্রাপ্তবয়স্ক এবং চারটি শাবকসহ সাতটি হাতি মারা যায়।
দুর্ঘটনাস্থল গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার পূর্বে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্সে পোস্টে জানিয়েছেন, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করছেন এবং বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন।
রেলওয়েতে বলা হয়েছে, দুর্ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আহত বা ক্ষতিগ্রস্ত যাত্রীদের অন্য বগিতে স্থানান্তর করেন। হাতির পাল রেললাইন অতিক্রম করায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “আজকের এই মর্মান্তিক দুর্ঘটনায় সাতটি হাতির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”