কাল রাষ্ট্রীয় শোক: বীর যোদ্ধাকে বিদায় জানাতে প্রস্তুত দেশ
অনলাইন ডেস্ক:
১৯-১২-২০২৫ রাত ৯:৪
কাল রাষ্ট্রীয় শোক: বীর যোদ্ধাকে বিদায় জানাতে প্রস্তুত দেশ
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম লড়াকু যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।
পেছনের ঘটনা: ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার চলাকালীন গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। টানা সাত দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন এই তরুণ নেতা।
অনলাইন ডেস্ক:
১৯-১২-২০২৫ রাত ৯:৪
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম লড়াকু যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।
পেছনের ঘটনা: ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার চলাকালীন গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। টানা সাত দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন এই তরুণ নেতা।