শিরোনামঃ
বক্তব্য সম্পাদনা বনাম মানহানি: বিবিসির সঙ্গে ট্রাম্পের আইনি লড়াই কতটা গুরুতর? হায়দরাবাদ থেকে সিডনি: সাজিদ আকরামের উগ্রপন্থায় জড়িয়ে পড়ার পথ ও আন্তর্জাতিক উদ্বেগ প্রবাসী ভোটে নতুন দিগন্ত? পোস্টাল ভোট অ্যাপে আগ্রহ বাড়ছে, তবে চ্যালেঞ্জও কম নয় মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নড়িয়া সরকারি কলেজে মহান বিজয় দিবস উদযাপন কলাপাড়ায় বিজয় দিবসে শেখ হাসিনার ছবি যুক্ত ব্যানার ঘিরে বিতর্ক ফুডপ্যান্ডার ‘পাউ-পাউ প্লাশি চ্যালেঞ্জ’ ক্যাম্পেইন চালু  ঢাকা, পানি ও যানজট—সমাধানের রূপরেখা দিলেন তারেক রহমান অনারের ‘বিজয়’ অফারে মিলছে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা ২০২৫ সালে তরুণদের পছন্দের তালিকায় ইনফিনিক্সের যেসব স্মার্টফোন

নড়িয়া সরকারি কলেজে মহান বিজয় দিবস উদযাপন

#
news image

প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শরীয়তপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নড়িয়া সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর নড়িয়া সরকারি কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম ছাইদুর রহমানের নেতৃত্বে শহীদ স্মৃতি বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সকাল দশটায় কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক নাজিম উদ্দিন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম ছাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-কর্মকর্তা পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহীন মিয়া। এছাড়াও কলেজের অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এস এম ছাইদুর রহমান বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরব, ত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই আজকের প্রজন্মের প্রধান চ্যালেঞ্জ। এজন্য শিক্ষার্থীদের সচেতন, দেশপ্রেমিক ও সত্যনিষ্ঠ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে কলেজ মাঠে শিক্ষক-ছাত্র প্রীতি ভলিবল ম্যাচ আয়োজন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিজ্ঞপ্তি

১৬-১২-২০২৫ রাত ১১:৫৮

news image

প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শরীয়তপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নড়িয়া সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর নড়িয়া সরকারি কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম ছাইদুর রহমানের নেতৃত্বে শহীদ স্মৃতি বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সকাল দশটায় কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক নাজিম উদ্দিন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম ছাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-কর্মকর্তা পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহীন মিয়া। এছাড়াও কলেজের অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এস এম ছাইদুর রহমান বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরব, ত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই আজকের প্রজন্মের প্রধান চ্যালেঞ্জ। এজন্য শিক্ষার্থীদের সচেতন, দেশপ্রেমিক ও সত্যনিষ্ঠ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে কলেজ মাঠে শিক্ষক-ছাত্র প্রীতি ভলিবল ম্যাচ আয়োজন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি হয়।