ইউরোপকে বাদ দিয়ে বৈশ্বিক শক্তির নতুন ছক? ট্রাম্পের ‘কোর-৫’ ভাবনায় বিতর্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৪-১২-২০২৫ রাত ১২:৯
ইউরোপকে বাদ দিয়ে বৈশ্বিক শক্তির নতুন ছক? ট্রাম্পের ‘কোর-৫’ ভাবনায় বিতর্ক
‘কোর-৫’ নামে একটি সম্ভাব্য বৈশ্বিক জোটের ধারণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বরাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন হতে পারে বলে মনে করছেন মার্কিন জাতীয় নিরাপত্তা বিশ্লেষকরা। যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এই নথির অস্তিত্ব অস্বীকার করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হান্না কেলি জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত ৩৩ পৃষ্ঠার সরকারি নথির কোনো বিকল্প, গোপন বা ব্যক্তিগত সংস্করণ নেই। তবে বিশেষজ্ঞদের মতে, কোর-৫ ধারণাটি ট্রাম্পের চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ইউরোপীয় বিষয়ক পরিচালক টরি টসিগ বলেন, ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অ-আদর্শবাদী এবং শক্তিশালী রাষ্ট্রগুলোর সঙ্গে বাস্তববাদী সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাঁর মতে, কোর-৫ জোটে ইউরোপের অনুপস্থিতি ইউরোপীয় দেশগুলোর জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।
অন্যদিকে, ট্রাম্পের প্রথম মেয়াদে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের সহকারী মাইকেল সবোলিক বলেন, প্রথম ট্রাম্প প্রশাসন ‘বৃহৎ শক্তি প্রতিযোগিতা’ ধারণায় বিশ্বাসী ছিল। তবে রাশিয়া ও চীনকে নিয়ে একই জোট গঠন করা হলে তা যুক্তরাষ্ট্রের প্রচলিত চীন নীতি থেকে বড় ধরনের সরে আসা হবে।
বিশ্লেষকদের মতে, কোর-৫ বাস্তবায়িত হলে তা বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে এবং ইউরোপকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দেবে।
আন্তর্জাতিক ডেস্ক
১৪-১২-২০২৫ রাত ১২:৯
‘কোর-৫’ নামে একটি সম্ভাব্য বৈশ্বিক জোটের ধারণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বরাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন হতে পারে বলে মনে করছেন মার্কিন জাতীয় নিরাপত্তা বিশ্লেষকরা। যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এই নথির অস্তিত্ব অস্বীকার করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হান্না কেলি জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত ৩৩ পৃষ্ঠার সরকারি নথির কোনো বিকল্প, গোপন বা ব্যক্তিগত সংস্করণ নেই। তবে বিশেষজ্ঞদের মতে, কোর-৫ ধারণাটি ট্রাম্পের চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ইউরোপীয় বিষয়ক পরিচালক টরি টসিগ বলেন, ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অ-আদর্শবাদী এবং শক্তিশালী রাষ্ট্রগুলোর সঙ্গে বাস্তববাদী সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাঁর মতে, কোর-৫ জোটে ইউরোপের অনুপস্থিতি ইউরোপীয় দেশগুলোর জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।
অন্যদিকে, ট্রাম্পের প্রথম মেয়াদে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের সহকারী মাইকেল সবোলিক বলেন, প্রথম ট্রাম্প প্রশাসন ‘বৃহৎ শক্তি প্রতিযোগিতা’ ধারণায় বিশ্বাসী ছিল। তবে রাশিয়া ও চীনকে নিয়ে একই জোট গঠন করা হলে তা যুক্তরাষ্ট্রের প্রচলিত চীন নীতি থেকে বড় ধরনের সরে আসা হবে।
বিশ্লেষকদের মতে, কোর-৫ বাস্তবায়িত হলে তা বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে এবং ইউরোপকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দেবে।