শিরোনামঃ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে তীব্র শীত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ উগান্ডায় প্রেসিডেন্ট ভোটের পর বিরোধী নেতা ববি ওয়াইনকে হেলিকপ্টারে তুলে নেওয়ার অভিযোগ সিলেটে বাস সংঘর্ষে ২ নিহত, ১০ আহত আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পতন ‘অবশ্যম্ভাবী’, দেশে ফেরার ঘোষণা ক্রাউন প্রিন্স রেজা পাহলভির গ্রিনল্যান্ডে আগ্রহ: ট্রাম্প শুল্ক আরোপের কথা বলেছেন সুনামগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ১ নিহত, ২ আহত পাকিস্তানের সরগোধায় কুয়াশায় ট্রাক দুর্ঘটনা, নিহত ১৪

অভিবাসীদের ওপর কঠোর নীতি: ট্রাম্প প্রশাসনের ‘বৃহত্তম নির্বাসন অভিযান

#
news image

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা আরও কঠোর করে তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ পাস হওয়ার পর ধারাবাহিকভাবে অভিবাসন আইন প্রয়োগে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। ফলে যুক্তরাষ্ট্রের লাখো অভিবাসী নতুন করে মানসিক ও আর্থিক চাপে পড়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনস (সিএফআর) জানিয়েছে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘বৃহত্তম অভ্যন্তরীণ নির্বাসন অভিযান’ শুরু করেছেন। দেশব্যাপী অভিযান চালিয়ে অনথিভুক্ত অভিবাসীদের বহিষ্কার করা হচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের সংস্থাগুলোকেও বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে।

আইন বিশেষজ্ঞ ও অধিকারকর্মীরা বলছেন, ট্রাম্প প্রশাসনের আক্রমণাত্মক কৌশল অভিবাসীদের সুরক্ষা ব্যবস্থা দুর্বল করে দিয়েছে। তাদের দাবি—এভাবে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে।

সাম্প্রতিক একটি ঘটনায়, আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়ালের গোলাগুলির পর ইরানসহ ১৯টি দেশকে কালো তালিকাভুক্ত করে ট্রাম্প প্রশাসন। এসব দেশের নাগরিকদের গ্রিন কার্ড আবেদনও পর্যালোচনায় রাখা হয়েছে।

নানা উদ্যোগের অংশ হিসেবে প্রশাসন সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্তও সাময়িকভাবে স্থগিত করেছে। সীমান্ত সুরক্ষায় জরুরি অবস্থা জারি রেখে কর্মকর্তাদের আদালতের শুনানি ছাড়াই অভিবাসী বহিষ্কারের সুযোগ দিয়েছে।

সূত্র: সিএফআর, বিবিসি, রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক

২-১২-২০২৫ রাত ১২:৯

news image

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা আরও কঠোর করে তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ পাস হওয়ার পর ধারাবাহিকভাবে অভিবাসন আইন প্রয়োগে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। ফলে যুক্তরাষ্ট্রের লাখো অভিবাসী নতুন করে মানসিক ও আর্থিক চাপে পড়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনস (সিএফআর) জানিয়েছে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘বৃহত্তম অভ্যন্তরীণ নির্বাসন অভিযান’ শুরু করেছেন। দেশব্যাপী অভিযান চালিয়ে অনথিভুক্ত অভিবাসীদের বহিষ্কার করা হচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের সংস্থাগুলোকেও বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে।

আইন বিশেষজ্ঞ ও অধিকারকর্মীরা বলছেন, ট্রাম্প প্রশাসনের আক্রমণাত্মক কৌশল অভিবাসীদের সুরক্ষা ব্যবস্থা দুর্বল করে দিয়েছে। তাদের দাবি—এভাবে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে।

সাম্প্রতিক একটি ঘটনায়, আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়ালের গোলাগুলির পর ইরানসহ ১৯টি দেশকে কালো তালিকাভুক্ত করে ট্রাম্প প্রশাসন। এসব দেশের নাগরিকদের গ্রিন কার্ড আবেদনও পর্যালোচনায় রাখা হয়েছে।

নানা উদ্যোগের অংশ হিসেবে প্রশাসন সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্তও সাময়িকভাবে স্থগিত করেছে। সীমান্ত সুরক্ষায় জরুরি অবস্থা জারি রেখে কর্মকর্তাদের আদালতের শুনানি ছাড়াই অভিবাসী বহিষ্কারের সুযোগ দিয়েছে।

সূত্র: সিএফআর, বিবিসি, রয়টার্স