ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপিত
আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি
২৬-১১-২০২৫ রাত ১১:৪৬
ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপিত
"দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি" প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।বুধবার (২৬নভেম্বর) ময়মনসিংহ প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী,এনডিসি।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ শুধু একটি খাত নয় -এটি গ্রামীণ জীবনের হৃদস্পন্দন, কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা ভিত্তি, আর জাতির পুষ্টির প্রধান উৎস। তিনি আরো বলেন, প্রাণিসম্পদ একটি বহুমুখী সম্পদ, যা বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভাপতি বক্তব্যে বলেন, খামারিরা যাতে উৎপাদনের ক্ষেত্রে নিরাপদ খাবার উৎপাদন নিশ্চিত করে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।কারণ এসব উৎপাদিত দুধ, ডিম ও মাংস আমরা নিজেরাই গ্রহণ করছি। তাই উৎপাদন ক্ষেত্রে উৎপাদিত পণ্যের সর্বোচ্চ মান বজায় রাখতে হবে।
এদিন সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাগণ, জেলা- উপজেলার খামারিগণ এবং সাংবাদিকবৃন্দ।
আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি
২৬-১১-২০২৫ রাত ১১:৪৬
"দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি" প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।বুধবার (২৬নভেম্বর) ময়মনসিংহ প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী,এনডিসি।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ শুধু একটি খাত নয় -এটি গ্রামীণ জীবনের হৃদস্পন্দন, কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা ভিত্তি, আর জাতির পুষ্টির প্রধান উৎস। তিনি আরো বলেন, প্রাণিসম্পদ একটি বহুমুখী সম্পদ, যা বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভাপতি বক্তব্যে বলেন, খামারিরা যাতে উৎপাদনের ক্ষেত্রে নিরাপদ খাবার উৎপাদন নিশ্চিত করে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।কারণ এসব উৎপাদিত দুধ, ডিম ও মাংস আমরা নিজেরাই গ্রহণ করছি। তাই উৎপাদন ক্ষেত্রে উৎপাদিত পণ্যের সর্বোচ্চ মান বজায় রাখতে হবে।
এদিন সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাগণ, জেলা- উপজেলার খামারিগণ এবং সাংবাদিকবৃন্দ।