শিরোনামঃ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে তীব্র শীত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ উগান্ডায় প্রেসিডেন্ট ভোটের পর বিরোধী নেতা ববি ওয়াইনকে হেলিকপ্টারে তুলে নেওয়ার অভিযোগ সিলেটে বাস সংঘর্ষে ২ নিহত, ১০ আহত আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পতন ‘অবশ্যম্ভাবী’, দেশে ফেরার ঘোষণা ক্রাউন প্রিন্স রেজা পাহলভির গ্রিনল্যান্ডে আগ্রহ: ট্রাম্প শুল্ক আরোপের কথা বলেছেন সুনামগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ১ নিহত, ২ আহত পাকিস্তানের সরগোধায় কুয়াশায় ট্রাক দুর্ঘটনা, নিহত ১৪

জাককানইবিতে “জার্নি টু ক্যারিয়ার” সেমিনার অনুষ্ঠিত

#
news image

প্রথম আলো বন্ধুসভা ও Bdjobs-এর যৌথ উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে “জার্নি টু ক্যারিয়ার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৬ অক্টোবর ২০২৫) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, সিভি তৈরির কৌশল এবং ইন্টারভিউ প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনি বক্তব্য রাখেন জককানইবি বন্ধুসভার সাধারন সম্পাদক উমি সিদ্দিক।তিনি বলেন, “প্রথম আলো বন্ধুসভা সবসময় চেষ্টা করে শিক্ষার্থীদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে ভূমিকা রাখতে। সমাজসেবা থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মকাণ্ড সব জায়গাতেই বন্ধুসভার সদস্যরা নিজেদের সম্পৃক্ত রাখে। আজকের এই সেমিনার তারই ধারাবাহিক অংশ, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতের কর্মজীবন সম্পর্কে বাস্তব ধারণা পাচ্ছে। আমাদের লক্ষ্য শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পর জীবনের দিকনির্দেশনাও পরিষ্কার করে দেওয়া। ভবিষ্যতে বন্ধুসভার পক্ষ থেকে আরও পেশাভিত্তিক আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।"

এছাড়াও, বক্তব্যে তিনি জাককানইবি বন্ধুসভার বিগত সময়ের কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

মূল বক্তব্য রাখেন Bdjobs-এর সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ। তিনি বলেন, “বর্তমান সময়ে চাকরির বাজার আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। ভালো ফলাফল এখন আর চাকরি পাওয়ার একমাত্র মানদণ্ড নয়। একজন প্রার্থীকে আলাদা করে তোলে তার দক্ষতা, ব্যক্তিত্ব, যোগাযোগের ক্ষমতা, এবং আত্মবিশ্বাস। তাই বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকেই নিজের আগ্রহ ও সক্ষমতা চিহ্নিত করে সেটিকে উন্নয়নের দিকে নিতে হবে। ইন্টারভিউতে সফল হতে হলে কেবল মুখস্থ উত্তর নয়, নিজের চিন্তাশক্তি, স্বতঃস্ফূর্ততা এবং সমস্যা সমাধানের দক্ষতা দেখাতে হয়। পেশাগত জীবনে টিকে থাকতে হলে প্রতিনিয়ত শেখার মানসিকতা থাকা জরুরি। যিনি শিখতে জানেন, তিনি কখনো পিছিয়ে থাকেন না।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওত হোসেন। তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক ভূমিকা রাখে। একাডেমিক জ্ঞানের পাশাপাশি পেশাগত প্রস্তুতিও সমান জরুরি।”

আয়োজক প্রথম আলো বন্ধুসভার সভাপতি আকিব হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বাস্তব জীবনের চাহিদার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে, সে উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন।”

সেমিনারে বিভিন্ন বিভাগ ও বর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী,বন্ধুসভার বন্ধু এবং সাংবাদিকরা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্ধুসভার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুস সায়াদাত সিফাত এবং পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক সুমাইয়া জাহান জিম।

অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপস্থিত শিক্ষার্থীরা এমন উদ্যোগ নিয়মিত আয়োজনের আহ্বান জানান, যাতে তারা ভবিষ্যতের ক্যারিয়ার গঠনে আরও প্রস্তুত হতে পারেন।

আসাদুল্লাহ আল গালিব, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২৭-১০-২০২৫ রাত ১২:৪

news image

প্রথম আলো বন্ধুসভা ও Bdjobs-এর যৌথ উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে “জার্নি টু ক্যারিয়ার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৬ অক্টোবর ২০২৫) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, সিভি তৈরির কৌশল এবং ইন্টারভিউ প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনি বক্তব্য রাখেন জককানইবি বন্ধুসভার সাধারন সম্পাদক উমি সিদ্দিক।তিনি বলেন, “প্রথম আলো বন্ধুসভা সবসময় চেষ্টা করে শিক্ষার্থীদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে ভূমিকা রাখতে। সমাজসেবা থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মকাণ্ড সব জায়গাতেই বন্ধুসভার সদস্যরা নিজেদের সম্পৃক্ত রাখে। আজকের এই সেমিনার তারই ধারাবাহিক অংশ, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতের কর্মজীবন সম্পর্কে বাস্তব ধারণা পাচ্ছে। আমাদের লক্ষ্য শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পর জীবনের দিকনির্দেশনাও পরিষ্কার করে দেওয়া। ভবিষ্যতে বন্ধুসভার পক্ষ থেকে আরও পেশাভিত্তিক আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।"

এছাড়াও, বক্তব্যে তিনি জাককানইবি বন্ধুসভার বিগত সময়ের কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

মূল বক্তব্য রাখেন Bdjobs-এর সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ। তিনি বলেন, “বর্তমান সময়ে চাকরির বাজার আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। ভালো ফলাফল এখন আর চাকরি পাওয়ার একমাত্র মানদণ্ড নয়। একজন প্রার্থীকে আলাদা করে তোলে তার দক্ষতা, ব্যক্তিত্ব, যোগাযোগের ক্ষমতা, এবং আত্মবিশ্বাস। তাই বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকেই নিজের আগ্রহ ও সক্ষমতা চিহ্নিত করে সেটিকে উন্নয়নের দিকে নিতে হবে। ইন্টারভিউতে সফল হতে হলে কেবল মুখস্থ উত্তর নয়, নিজের চিন্তাশক্তি, স্বতঃস্ফূর্ততা এবং সমস্যা সমাধানের দক্ষতা দেখাতে হয়। পেশাগত জীবনে টিকে থাকতে হলে প্রতিনিয়ত শেখার মানসিকতা থাকা জরুরি। যিনি শিখতে জানেন, তিনি কখনো পিছিয়ে থাকেন না।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওত হোসেন। তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক ভূমিকা রাখে। একাডেমিক জ্ঞানের পাশাপাশি পেশাগত প্রস্তুতিও সমান জরুরি।”

আয়োজক প্রথম আলো বন্ধুসভার সভাপতি আকিব হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বাস্তব জীবনের চাহিদার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে, সে উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন।”

সেমিনারে বিভিন্ন বিভাগ ও বর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী,বন্ধুসভার বন্ধু এবং সাংবাদিকরা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্ধুসভার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুস সায়াদাত সিফাত এবং পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক সুমাইয়া জাহান জিম।

অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপস্থিত শিক্ষার্থীরা এমন উদ্যোগ নিয়মিত আয়োজনের আহ্বান জানান, যাতে তারা ভবিষ্যতের ক্যারিয়ার গঠনে আরও প্রস্তুত হতে পারেন।