শিরোনামঃ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে তীব্র শীত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ উগান্ডায় প্রেসিডেন্ট ভোটের পর বিরোধী নেতা ববি ওয়াইনকে হেলিকপ্টারে তুলে নেওয়ার অভিযোগ সিলেটে বাস সংঘর্ষে ২ নিহত, ১০ আহত আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পতন ‘অবশ্যম্ভাবী’, দেশে ফেরার ঘোষণা ক্রাউন প্রিন্স রেজা পাহলভির গ্রিনল্যান্ডে আগ্রহ: ট্রাম্প শুল্ক আরোপের কথা বলেছেন সুনামগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ১ নিহত, ২ আহত পাকিস্তানের সরগোধায় কুয়াশায় ট্রাক দুর্ঘটনা, নিহত ১৪

শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের প্রতিশ্রুতি বিএনপির

#
news image

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের আয়োজনে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা’ বিষয়ক মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, “রাষ্ট্রের সুরক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। প্রতিটি মানুষের ভেতরে সুপ্ত প্রতিভা আছে— সেটি বিকশিত করতে হবে। ক্ষমতায় গেলে শিক্ষাখাতে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে।”

তিনি আরও বলেন, “পুরো শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করতে হবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির যুগে দক্ষ মানবসম্পদ তৈরি করাই এখন সময়ের দাবি।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, দলটির ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে একটি বিশেষজ্ঞ টিম ইতোমধ্যেই শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ শুরু করেছে।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিক স্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি করে শিক্ষক নিয়োগ দেবে।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “যে জাতি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে সমুন্নত থাকে, সে জাতি কখনো পরাজিত হয় না।”

তিনি আরও বলেন, “বিগত সময়ে কিছু সংগঠনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে। নীতি-নৈতিকতাবিবর্জিত জাতি কখনো শক্তিশালী হতে পারে না।”

নিজস্ব প্রতিবেদক

২৫-১০-২০২৫ রাত ১০:৫২

news image

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের আয়োজনে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা’ বিষয়ক মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, “রাষ্ট্রের সুরক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। প্রতিটি মানুষের ভেতরে সুপ্ত প্রতিভা আছে— সেটি বিকশিত করতে হবে। ক্ষমতায় গেলে শিক্ষাখাতে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে।”

তিনি আরও বলেন, “পুরো শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করতে হবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির যুগে দক্ষ মানবসম্পদ তৈরি করাই এখন সময়ের দাবি।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, দলটির ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে একটি বিশেষজ্ঞ টিম ইতোমধ্যেই শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ শুরু করেছে।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিক স্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি করে শিক্ষক নিয়োগ দেবে।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “যে জাতি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে সমুন্নত থাকে, সে জাতি কখনো পরাজিত হয় না।”

তিনি আরও বলেন, “বিগত সময়ে কিছু সংগঠনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে। নীতি-নৈতিকতাবিবর্জিত জাতি কখনো শক্তিশালী হতে পারে না।”