শিরোনামঃ
গণহত্যার দায়ে নেতানিয়াহুসহ ৩৭ ইসরায়েলি নেতার নামে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা ১৬টি পর্যবেক্ষক সংস্থার বিষয়ে আপত্তি আহ্বান করেছে ইসি এনসিসি ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর বাজারে এলো ব্র্যান্ড নিউ প্লাগ-ইন হাইব্রিড গাড়ি ডিপল এস-০৫ ‘ইকুইটির মূল্য শূন্য’—পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ, বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে রোনালদো বললেন ‘বিশ্বকাপ সব নয়’, মেসির পাল্টা: ‘এটাই জীবনের শীর্ষ অর্জন’! চার দশকের পথচলার অবসান, রাজনীতি থেকে বিদায় নিলেন ন্যান্সি পেলোসি ফেব্রুয়ারিতে ভোট, আগে গণভোটের দাবি জামায়াত আমিরের ইটভাটার বিরুদ্ধে অভিযানে ২৪ লাখ টাকা জরিমানা, ১ জনের কারাদণ্ড কালিয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ পালিত

ইউনূস-জামায়াত-এনসিপি বৈঠক: নির্বাচনী নিরপেক্ষতার আশ্বাস, আলোচনায় জুলাই সনদ ও গণভোট

#
news image

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন আলোচনার কেন্দ্রবিন্দু ‘জুলাই সনদ’ ও নির্বাচনকালীন প্রশাসনের নিরপেক্ষতা—তখনই পৃথক বৈঠকে বসলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই দুই বৈঠককে রাজনৈতিক মহল নির্বাচনের আগে সংলাপ-উদ্যোগের ধারাবাহিক অংশ হিসেবেই দেখছে।

বৈঠকে ইউনূস আশ্বাস দেন—অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা করবে। তিনি বলেন, “নির্বাচন যেন সব দলের অংশগ্রহণে উৎসবমুখর হয়, সেটিই আমাদের লক্ষ্য।”

এনসিপির সঙ্গে বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ ও গণভোটের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নাহিদ ইসলাম বলেন, “জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সনদের বাস্তবায়নে সরকারের দৃঢ়তা প্রয়োজন।”

প্রধান উপদেষ্টা জবাবে জানান, “জাতীয় ঐকমত্য কমিশন ইতিমধ্যে এ বিষয়ে কাজ করছে। এনসিপিসহ সব পক্ষের অংশগ্রহণ জরুরি।”

অন্যদিকে জামায়াত নেতারা জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদে গণভোটের দাবি জানান। নায়েবে আমির ডা. আবদুল্লাহ তাহের বলেন, “নির্বাচনের আগেই গণভোট হওয়া প্রয়োজন, অন্যথায় ভোট প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি থাকবে।”

প্রধান উপদেষ্টা তাঁদের আশ্বস্ত করেন, প্রশাসনের যেকোনো পরিবর্তন তিনি নিজে তদারকি করবেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে পদক্ষেপ নেবেন।

বিশ্লেষকদের মতে, এই বৈঠকগুলো আসন্ন জাতীয় নির্বাচনের রাজনৈতিক গতিপথে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে—বিশেষত জুলাই সনদকে ঘিরে সরকারের অবস্থান ও বিরোধী দলের কৌশল এখনই স্পষ্ট হচ্ছে।

সূত্র: বাসস

ডেস্ক রিপোর্ট

২৩-১০-২০২৫ রাত ১২:৪

news image

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন আলোচনার কেন্দ্রবিন্দু ‘জুলাই সনদ’ ও নির্বাচনকালীন প্রশাসনের নিরপেক্ষতা—তখনই পৃথক বৈঠকে বসলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই দুই বৈঠককে রাজনৈতিক মহল নির্বাচনের আগে সংলাপ-উদ্যোগের ধারাবাহিক অংশ হিসেবেই দেখছে।

বৈঠকে ইউনূস আশ্বাস দেন—অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা করবে। তিনি বলেন, “নির্বাচন যেন সব দলের অংশগ্রহণে উৎসবমুখর হয়, সেটিই আমাদের লক্ষ্য।”

এনসিপির সঙ্গে বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ ও গণভোটের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নাহিদ ইসলাম বলেন, “জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সনদের বাস্তবায়নে সরকারের দৃঢ়তা প্রয়োজন।”

প্রধান উপদেষ্টা জবাবে জানান, “জাতীয় ঐকমত্য কমিশন ইতিমধ্যে এ বিষয়ে কাজ করছে। এনসিপিসহ সব পক্ষের অংশগ্রহণ জরুরি।”

অন্যদিকে জামায়াত নেতারা জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদে গণভোটের দাবি জানান। নায়েবে আমির ডা. আবদুল্লাহ তাহের বলেন, “নির্বাচনের আগেই গণভোট হওয়া প্রয়োজন, অন্যথায় ভোট প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি থাকবে।”

প্রধান উপদেষ্টা তাঁদের আশ্বস্ত করেন, প্রশাসনের যেকোনো পরিবর্তন তিনি নিজে তদারকি করবেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে পদক্ষেপ নেবেন।

বিশ্লেষকদের মতে, এই বৈঠকগুলো আসন্ন জাতীয় নির্বাচনের রাজনৈতিক গতিপথে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে—বিশেষত জুলাই সনদকে ঘিরে সরকারের অবস্থান ও বিরোধী দলের কৌশল এখনই স্পষ্ট হচ্ছে।

সূত্র: বাসস