শিরোনামঃ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে তীব্র শীত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ উগান্ডায় প্রেসিডেন্ট ভোটের পর বিরোধী নেতা ববি ওয়াইনকে হেলিকপ্টারে তুলে নেওয়ার অভিযোগ সিলেটে বাস সংঘর্ষে ২ নিহত, ১০ আহত আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পতন ‘অবশ্যম্ভাবী’, দেশে ফেরার ঘোষণা ক্রাউন প্রিন্স রেজা পাহলভির গ্রিনল্যান্ডে আগ্রহ: ট্রাম্প শুল্ক আরোপের কথা বলেছেন সুনামগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ১ নিহত, ২ আহত পাকিস্তানের সরগোধায় কুয়াশায় ট্রাক দুর্ঘটনা, নিহত ১৪

যৌথ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে ইস্টার্ন ও গাম্বিয়ার আইওইউ

#
news image

ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (আইওইউ), দি গাম্বিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ২২ জুলাই ২০২৫ তারিখে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় যৌথভাবে একটি আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর ২০২৫, ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে। বিশ্বের নানা প্রান্তের গবেষক ও শিক্ষাবিদরা এই আয়োজনে অংশগ্রহণ করে তাদের গবেষণা কার্যক্রম উপস্থাপন করবেন। এতে বৈশ্বিক জ্ঞান, অভিজ্ঞতা ও উদ্ভাবনের আদান-প্রদান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর উপস্থিতিতে এই সমঝোতা স্মারকে সাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ডিসটিংগুইশ প্রফেসর ড. মো. আব্বাস আলী খান এবং আইওইউ, গাম্বিয়ার রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পরিচালক প্রফেসর ড. আফরোজা বুলবুল।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইওইউ-এর ডেপুটি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান (যুক্তরাজ্য থেকে) এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. শফিকুর রহমান (অস্ট্রেলিয়া থেকে)।

এছাড়া উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার, রেজিস্ট্রার, অনুষদ ডিন, বিভাগীয় প্রধান ও প্রশাসনিক কর্মকর্তারা।

এই উদ্যোগকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে।

নিজস্ব প্রতিনিধি

২৪-৭-২০২৫ রাত ১০:৩৪

news image

ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (আইওইউ), দি গাম্বিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ২২ জুলাই ২০২৫ তারিখে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় যৌথভাবে একটি আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর ২০২৫, ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে। বিশ্বের নানা প্রান্তের গবেষক ও শিক্ষাবিদরা এই আয়োজনে অংশগ্রহণ করে তাদের গবেষণা কার্যক্রম উপস্থাপন করবেন। এতে বৈশ্বিক জ্ঞান, অভিজ্ঞতা ও উদ্ভাবনের আদান-প্রদান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর উপস্থিতিতে এই সমঝোতা স্মারকে সাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ডিসটিংগুইশ প্রফেসর ড. মো. আব্বাস আলী খান এবং আইওইউ, গাম্বিয়ার রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পরিচালক প্রফেসর ড. আফরোজা বুলবুল।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইওইউ-এর ডেপুটি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান (যুক্তরাজ্য থেকে) এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. শফিকুর রহমান (অস্ট্রেলিয়া থেকে)।

এছাড়া উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার, রেজিস্ট্রার, অনুষদ ডিন, বিভাগীয় প্রধান ও প্রশাসনিক কর্মকর্তারা।

এই উদ্যোগকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে।