শিরোনামঃ
কাস্টমসের মারুফের হাতে ‘আলাদিনের চেরাগ ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য আইপিএম এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেন ব্যারিস্টার মোহাম্মদ রুকুনুজ্জামান: ঠাকুরগাঁওয়ের ন্যায়বিচার ও উন্নয়নের নতুন দিগন্তের স্বপ্নদ্রষ্টা আসছে হাবিবুর রহমান বাবু অভিনীত মিউজিক্যাল ফিল্ম: বলবো কাকে দুটো মনের কথা সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে হাবিব হাসনাতের উঠান বৈঠক গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের শিক্ষা : হাবিব হাসনাত কনকর্ড এন্টারটেইনমেন্ট ও কিষোয়ান গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি ইস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু বসুন্ধরা সিটিতে শুরু হলো দুই সপ্তাহব্যাপী “ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট” আর-রাহা হসপিটাল এন্ড ডায়াগনস্টিকস লিঃ-এ নবজাতকদের জন্য ফ্রি ইপিআই সেবা উদ্বোধন

এবি পার্টি দক্ষিণ মহানগরের নতুন কমিটি ঘোষণা

#
news image

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা মহানগর দক্ষিণের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংগঠক সমাবেশে এই কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, “আমরা চাই দক্ষিণ মহানগর মডেল সংগঠন হিসেবে গড়ে উঠুক। বিগত সময়ে আপনারা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখন নতুন নেতৃত্বে আমরা ওয়ার্ড এবং থানাভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো। নতুন কমিটির মেয়াদ চার মাস। এরপর আনুষ্ঠানিক কাউন্সিল অনুষ্ঠিত হবে।”

তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্য, চাকরি করবেন-সমস্যা নেই। কিন্তু এবি পার্টির পরিচয় ব্যবহার করে কোনোভাবে তদবির বাণিজ্য, এমএলএম ব্যবসা বা আদম ব্যবসা করবেন না। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহমাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন।

কমিটি ঘোষণার সময় প্রফেসর ওহাব মিনার বলেন, “ঢাকা মহানগর দক্ষিণের দিকে সারাদেশ তাকিয়ে থাকে। তাই এ অঞ্চলের সংগঠন শক্তিশালী হলে কেন্দ্রও শক্তিশালী হবে। আজ সংগঠকদের মতামতের ভিত্তিতে আহ্বায়ক কমিটি গঠন করা হলো।”

ঘোষিত নতুন কমিটিতে আব্দুল হালিম খোকন-কে আহ্বায়ক এবং আহমেদ বারকাজ নাসির-কে সদস্য সচিব করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধানমন্ডি জোন পরিচালক ফয়সাল মনির, পল্টন থানা আহ্বায়ক মুন্সি আব্দুল কাদের, যাত্রাবাড়ী থানা আহ্বায়ক সুলতান মো. আরিফ, হাতিরঝিল থানা আহ্বায়ক রিয়াজউদ্দিন খানসহ মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিনিধি

১৯-৭-২০২৫ রাত ১১:১৮

news image

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা মহানগর দক্ষিণের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংগঠক সমাবেশে এই কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, “আমরা চাই দক্ষিণ মহানগর মডেল সংগঠন হিসেবে গড়ে উঠুক। বিগত সময়ে আপনারা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখন নতুন নেতৃত্বে আমরা ওয়ার্ড এবং থানাভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো। নতুন কমিটির মেয়াদ চার মাস। এরপর আনুষ্ঠানিক কাউন্সিল অনুষ্ঠিত হবে।”

তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্য, চাকরি করবেন-সমস্যা নেই। কিন্তু এবি পার্টির পরিচয় ব্যবহার করে কোনোভাবে তদবির বাণিজ্য, এমএলএম ব্যবসা বা আদম ব্যবসা করবেন না। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহমাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন।

কমিটি ঘোষণার সময় প্রফেসর ওহাব মিনার বলেন, “ঢাকা মহানগর দক্ষিণের দিকে সারাদেশ তাকিয়ে থাকে। তাই এ অঞ্চলের সংগঠন শক্তিশালী হলে কেন্দ্রও শক্তিশালী হবে। আজ সংগঠকদের মতামতের ভিত্তিতে আহ্বায়ক কমিটি গঠন করা হলো।”

ঘোষিত নতুন কমিটিতে আব্দুল হালিম খোকন-কে আহ্বায়ক এবং আহমেদ বারকাজ নাসির-কে সদস্য সচিব করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধানমন্ডি জোন পরিচালক ফয়সাল মনির, পল্টন থানা আহ্বায়ক মুন্সি আব্দুল কাদের, যাত্রাবাড়ী থানা আহ্বায়ক সুলতান মো. আরিফ, হাতিরঝিল থানা আহ্বায়ক রিয়াজউদ্দিন খানসহ মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ।