শিরোনামঃ
কাস্টমসের মারুফের হাতে ‘আলাদিনের চেরাগ ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য আইপিএম এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেন ব্যারিস্টার মোহাম্মদ রুকুনুজ্জামান: ঠাকুরগাঁওয়ের ন্যায়বিচার ও উন্নয়নের নতুন দিগন্তের স্বপ্নদ্রষ্টা আসছে হাবিবুর রহমান বাবু অভিনীত মিউজিক্যাল ফিল্ম: বলবো কাকে দুটো মনের কথা সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে হাবিব হাসনাতের উঠান বৈঠক গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের শিক্ষা : হাবিব হাসনাত কনকর্ড এন্টারটেইনমেন্ট ও কিষোয়ান গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি ইস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু বসুন্ধরা সিটিতে শুরু হলো দুই সপ্তাহব্যাপী “ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট” আর-রাহা হসপিটাল এন্ড ডায়াগনস্টিকস লিঃ-এ নবজাতকদের জন্য ফ্রি ইপিআই সেবা উদ্বোধন

শ্রমিক কল্যাণ তহবিলে জিপিএইচ ইস্পাতের অনুদান

#
news image

শিল্প শ্রমিকদের কল্যাণে দায়বদ্ধতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলো দেশের শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অর্থ অনুদান প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

জিপিএইচ ইস্পাতের ওয়ার্কারস প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) থেকে এই অর্থ প্রদান করা হয়। রাজধানীর ঢাকায় অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তহবিলের জন্য অনুদানের চেক হস্তান্তর করা হয়। চেক গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চেক হস্তান্তর করেন ডিরেক্টর মোহাম্মদ আশরাফুজ্জামান, চিফ পিপল অফিসার শারমিন সুলতান এবং গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এইচ এম আশরাফ-উজ-জামান এফসিএ।

অনুদান প্রদানের মাধ্যমে জিপিএইচ ইস্পাত তাদের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, শিল্প উন্নয়ন ও শ্রমিক কল্যাণ পরস্পর নির্ভরশীল, এবং শ্রমিকদের প্রকৃত উন্নয়নে অংশীদার হওয়ার প্রত্যয়ই তাদের এ উদ্যোগের পেছনে মূল চালিকা শক্তি।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল দীর্ঘদিন ধরে দেশের শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের জন্য বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। দায়িত্বশীল বেসরকারি খাতের এমন সহযোগিতা এই তহবিলকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তুলছে।

জিপিএইচ ইস্পাত জানায়, তারা একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক শিল্পখাত গঠনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিটি শ্রমিক জাতীয় উন্নয়নের অংশীদার হতে পারবেন।

নিজস্ব প্রতিনিধি

১৫-৭-২০২৫ রাত ১১:৪৫

news image

শিল্প শ্রমিকদের কল্যাণে দায়বদ্ধতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলো দেশের শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অর্থ অনুদান প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

জিপিএইচ ইস্পাতের ওয়ার্কারস প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) থেকে এই অর্থ প্রদান করা হয়। রাজধানীর ঢাকায় অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তহবিলের জন্য অনুদানের চেক হস্তান্তর করা হয়। চেক গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চেক হস্তান্তর করেন ডিরেক্টর মোহাম্মদ আশরাফুজ্জামান, চিফ পিপল অফিসার শারমিন সুলতান এবং গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এইচ এম আশরাফ-উজ-জামান এফসিএ।

অনুদান প্রদানের মাধ্যমে জিপিএইচ ইস্পাত তাদের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, শিল্প উন্নয়ন ও শ্রমিক কল্যাণ পরস্পর নির্ভরশীল, এবং শ্রমিকদের প্রকৃত উন্নয়নে অংশীদার হওয়ার প্রত্যয়ই তাদের এ উদ্যোগের পেছনে মূল চালিকা শক্তি।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল দীর্ঘদিন ধরে দেশের শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের জন্য বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। দায়িত্বশীল বেসরকারি খাতের এমন সহযোগিতা এই তহবিলকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তুলছে।

জিপিএইচ ইস্পাত জানায়, তারা একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক শিল্পখাত গঠনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিটি শ্রমিক জাতীয় উন্নয়নের অংশীদার হতে পারবেন।