শিরোনামঃ
পুরান ঢাকা সাংবাদিক ফোরামের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড পেলেন দেশ টিভির সাংবাদিক শাহাদাত নিশাদ বেগম পাড়ায় নয়, মাঠেই জামায়াত: রুকন সম্মেলনে আমীরের ঘোষণা যৌথ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে ইস্টার্ন ও গাম্বিয়ার আইওইউ ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ জাতীয় বেতন স্কেলে বৈষম্য, প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত রাজনৈতিক প্রতিহিংসার শিকার ডেমরা থানা বিএনপির দুই শীর্ষ নেতা এবি পার্টি দক্ষিণ মহানগরের নতুন কমিটি ঘোষণা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কারে ভূষিত দেশ টিভির শাহাদাত নিশাদ ফ্যাসিবাদ রোধে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে জাতীয় সংলাপ

ওয়ানপ্লাস নর্ড সিরিজে এলো গেমিং দানব ও মেগা ব্যাটারি

#
news image

বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নর্ড সিরিজের দুটি নতুন স্মার্টফোন—ওয়ানপ্লাস নর্ড ৫ ও নর্ড সিই ৫। বুধবার এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এসব ডিভাইস বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। পাশাপাশি উন্মোচন করা হয় ওয়ানপ্লাসের নতুন স্মার্টওয়াচ, বাডস ও ট্যাবলেটও।

নতুন নর্ড ৫ মডেলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট, যা এখন পর্যন্ত নর্ড সিরিজের সবচেয়ে শক্তিশালী প্রসেসর। এই চিপের সঙ্গে যুক্ত হয়েছে এলপিডিডিআর৫এক্স র্যাম, যার আন্টুটু স্কোর ১৫ দশমিক ৯ লাখের বেশি। গেমিংয়ের জন্য রয়েছে স্ন্যাপড্রাগন এলিট গেমিং™, কাইরো ভিসি কুলিং, এবং এইচডিআর-নাইট পোর্ট্রেট ক্যামেরা প্রযুক্তি।

অন্যদিকে নর্ড সিই ৫ তে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০-অ্যাপেক্স চিপসেট, ৩.দশমিক ৩৫ গিগাহার্জ স্পিডের অক্টা কোর প্রসেসর এবং ১৪ দশসিক ৭ লাখ আন্টুটু স্কোর। এতে রয়েছে ৭১০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

নর্ড ৫-এ থাকছে ৬৮০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি, যা একবার চার্জে দুই দিন পর্যন্ত চলতে পারে। আর নর্ড সিই৫ মডেলে রয়েছে আরও বড় ৭১০০ এমএএইচের ব্যাটারি এবং ৮০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং। ফোনটি মাত্র ৫৬ মিনিটেই সম্পূর্ণ চার্জ করা যায়। ব্যাটারি হেলথ ম্যাজিক ও বাইপাস চার্জিং প্রযুক্তির সাহায্যে ফোনগুলো স্মার্টভাবে শক্তি ব্যয় করে, তাপ কমায় এবং দীর্ঘ সময় গেমিং ও কাজের ব্যাকআপ দেয়। এতে ব্যবহারকারীরা নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে পারবেন।

ওয়ানপ্লাস একই ইভেন্টে ঘোষণা দিয়েছে আরও কয়েকটি নতুন ডিভাইসের-ওয়ানপ্লাস ওয়াচ ৩: ১৬ দিনের ব্যাটারি, ৬০ সেকেন্ডে হেলথ চেক, ১০০+ স্পোর্টস মোড। ওয়ানপ্লাস বাডস ৪: ৪৫ ঘণ্টার ব্যাটারি, রিয়েলটাইম ট্রান্সলেশন, স্টেডি কানেক্ট। ওয়ানপ্লাস প্যাড ৩: ১৩.২” ৩.৪কে ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ এলিট, ১৫৫ হার্জ রিফ্রেশ রেট, স্টাইলো ও কভারসহ। প্যাড লাইট, স্মার্ট কিবোর্ড, ওয়ানপ্লাস ওয়ান ৩ ও বার্ডস ৪ – শিগগিরই পাওয়া যাবে। 

বাংলাদেশে ওয়ানপ্লাস নর্ড ৫ ফাইভজি এবং নর্ড সিই৫ ফাইভজি আগামী ১৬ জুলাই থেকে অনলাইনে দারাজ, পিকাবু, ডলবেয়ার, গ্যাজেট অ্যান্ড গিয়ারে এবং একইসঙ্গে অফলাইনে পাওয়া যাবে। মার্বেল স্যান্ড ও প্যান্টম গ্রে রঙে নর্ড ৫ (১২+৫১২জিবি) পাওয়া যাবে ৫৩,৯৯৯ টাকায় এবং মার্বেল মিস্ট ও ব্ল্যাক ইনফিনিটি রঙে নর্ড সিই৫ (৮+২৫৬জিবি) পাওয়া যাবে ৩৫,৯৯৯ টাকায়। 

ডিভাইসগুলো ৯ থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডারের থাকছে এক বছরের ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুযোগ এবং র্যাফেল ড্রতে পুরস্কার হিসেবে থাকছে একটি কিনলে আরেকটি জেতার সুযোগ অথবা প্রিমিয়াম ব্যাক কাভার।

নিজস্ব প্রতিনিধি

১৪-৭-২০২৫ রাত ১০:৫০

news image

বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নর্ড সিরিজের দুটি নতুন স্মার্টফোন—ওয়ানপ্লাস নর্ড ৫ ও নর্ড সিই ৫। বুধবার এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এসব ডিভাইস বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। পাশাপাশি উন্মোচন করা হয় ওয়ানপ্লাসের নতুন স্মার্টওয়াচ, বাডস ও ট্যাবলেটও।

নতুন নর্ড ৫ মডেলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট, যা এখন পর্যন্ত নর্ড সিরিজের সবচেয়ে শক্তিশালী প্রসেসর। এই চিপের সঙ্গে যুক্ত হয়েছে এলপিডিডিআর৫এক্স র্যাম, যার আন্টুটু স্কোর ১৫ দশমিক ৯ লাখের বেশি। গেমিংয়ের জন্য রয়েছে স্ন্যাপড্রাগন এলিট গেমিং™, কাইরো ভিসি কুলিং, এবং এইচডিআর-নাইট পোর্ট্রেট ক্যামেরা প্রযুক্তি।

অন্যদিকে নর্ড সিই ৫ তে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০-অ্যাপেক্স চিপসেট, ৩.দশমিক ৩৫ গিগাহার্জ স্পিডের অক্টা কোর প্রসেসর এবং ১৪ দশসিক ৭ লাখ আন্টুটু স্কোর। এতে রয়েছে ৭১০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

নর্ড ৫-এ থাকছে ৬৮০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি, যা একবার চার্জে দুই দিন পর্যন্ত চলতে পারে। আর নর্ড সিই৫ মডেলে রয়েছে আরও বড় ৭১০০ এমএএইচের ব্যাটারি এবং ৮০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং। ফোনটি মাত্র ৫৬ মিনিটেই সম্পূর্ণ চার্জ করা যায়। ব্যাটারি হেলথ ম্যাজিক ও বাইপাস চার্জিং প্রযুক্তির সাহায্যে ফোনগুলো স্মার্টভাবে শক্তি ব্যয় করে, তাপ কমায় এবং দীর্ঘ সময় গেমিং ও কাজের ব্যাকআপ দেয়। এতে ব্যবহারকারীরা নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে পারবেন।

ওয়ানপ্লাস একই ইভেন্টে ঘোষণা দিয়েছে আরও কয়েকটি নতুন ডিভাইসের-ওয়ানপ্লাস ওয়াচ ৩: ১৬ দিনের ব্যাটারি, ৬০ সেকেন্ডে হেলথ চেক, ১০০+ স্পোর্টস মোড। ওয়ানপ্লাস বাডস ৪: ৪৫ ঘণ্টার ব্যাটারি, রিয়েলটাইম ট্রান্সলেশন, স্টেডি কানেক্ট। ওয়ানপ্লাস প্যাড ৩: ১৩.২” ৩.৪কে ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ এলিট, ১৫৫ হার্জ রিফ্রেশ রেট, স্টাইলো ও কভারসহ। প্যাড লাইট, স্মার্ট কিবোর্ড, ওয়ানপ্লাস ওয়ান ৩ ও বার্ডস ৪ – শিগগিরই পাওয়া যাবে। 

বাংলাদেশে ওয়ানপ্লাস নর্ড ৫ ফাইভজি এবং নর্ড সিই৫ ফাইভজি আগামী ১৬ জুলাই থেকে অনলাইনে দারাজ, পিকাবু, ডলবেয়ার, গ্যাজেট অ্যান্ড গিয়ারে এবং একইসঙ্গে অফলাইনে পাওয়া যাবে। মার্বেল স্যান্ড ও প্যান্টম গ্রে রঙে নর্ড ৫ (১২+৫১২জিবি) পাওয়া যাবে ৫৩,৯৯৯ টাকায় এবং মার্বেল মিস্ট ও ব্ল্যাক ইনফিনিটি রঙে নর্ড সিই৫ (৮+২৫৬জিবি) পাওয়া যাবে ৩৫,৯৯৯ টাকায়। 

ডিভাইসগুলো ৯ থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডারের থাকছে এক বছরের ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুযোগ এবং র্যাফেল ড্রতে পুরস্কার হিসেবে থাকছে একটি কিনলে আরেকটি জেতার সুযোগ অথবা প্রিমিয়াম ব্যাক কাভার।