মার্কিন ভিসা বন্ড: “বাংলাদেশের জন্য দুঃখজনক, অস্বাভাবিক নয়”
ডেস্ক রিপোর্ট
৮-১-২০২৬ রাত ১১:৩৪
মার্কিন ভিসা বন্ড: “বাংলাদেশের জন্য দুঃখজনক, অস্বাভাবিক নয়”
যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে বাংলাদেশি নাগরিকদের ৫–১৫ হাজার ডলার নিরাপত্তা জামানত দিতে হবে—এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি বললেন, এটি অস্বাভাবিক নয়।
তৌহিদ হোসেন জানান, ভিসা বন্ড শুধু বাংলাদেশের জন্য নয়, অনেক দেশের নাগরিকদের ওপর প্রযোজ্য। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান অনুযায়ী, অনিয়মিতভাবে সামাজিক সুবিধা নেওয়ার কারণে বাংলাদেশিদের সংখ্যা তুলনামূলক বেশি। তিনি বলেন, সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল, তাই বর্তমান সরকারের দায় সীমিত।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, অনিয়মিত অভিবাসন রোধ করা সরকারের নীতিমূলক লক্ষ্য এবং আইনভঙ্গের ঘটনা প্রতিরোধের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। এছাড়া ক্রিকেট দলের নিরাপত্তা ও বিদেশ যাত্রা সম্পর্কেও তিনি মন্তব্য করেন।
ডেস্ক রিপোর্ট
৮-১-২০২৬ রাত ১১:৩৪
যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে বাংলাদেশি নাগরিকদের ৫–১৫ হাজার ডলার নিরাপত্তা জামানত দিতে হবে—এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি বললেন, এটি অস্বাভাবিক নয়।
তৌহিদ হোসেন জানান, ভিসা বন্ড শুধু বাংলাদেশের জন্য নয়, অনেক দেশের নাগরিকদের ওপর প্রযোজ্য। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান অনুযায়ী, অনিয়মিতভাবে সামাজিক সুবিধা নেওয়ার কারণে বাংলাদেশিদের সংখ্যা তুলনামূলক বেশি। তিনি বলেন, সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল, তাই বর্তমান সরকারের দায় সীমিত।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, অনিয়মিত অভিবাসন রোধ করা সরকারের নীতিমূলক লক্ষ্য এবং আইনভঙ্গের ঘটনা প্রতিরোধের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। এছাড়া ক্রিকেট দলের নিরাপত্তা ও বিদেশ যাত্রা সম্পর্কেও তিনি মন্তব্য করেন।