আচরণবিধি মেনে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর
ডেস্ক রিপোর্ট
৮-১-২০২৬ রাত ১২:৩০
আচরণবিধি মেনে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরকে ধর্মীয় ও সামাজিক কর্মসূচি হিসেবে উল্লেখ করা হয়েছে। ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত নয়টি জেলা সফরের সময় তিনি জুলাই যোদ্ধা, গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন।
এছাড়া আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, এই সফরে নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না।
চিঠিতে সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট
৮-১-২০২৬ রাত ১২:৩০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরকে ধর্মীয় ও সামাজিক কর্মসূচি হিসেবে উল্লেখ করা হয়েছে। ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত নয়টি জেলা সফরের সময় তিনি জুলাই যোদ্ধা, গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন।
এছাড়া আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, এই সফরে নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না।
চিঠিতে সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।