শিরোনামঃ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে তীব্র শীত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ উগান্ডায় প্রেসিডেন্ট ভোটের পর বিরোধী নেতা ববি ওয়াইনকে হেলিকপ্টারে তুলে নেওয়ার অভিযোগ সিলেটে বাস সংঘর্ষে ২ নিহত, ১০ আহত আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পতন ‘অবশ্যম্ভাবী’, দেশে ফেরার ঘোষণা ক্রাউন প্রিন্স রেজা পাহলভির গ্রিনল্যান্ডে আগ্রহ: ট্রাম্প শুল্ক আরোপের কথা বলেছেন সুনামগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ১ নিহত, ২ আহত পাকিস্তানের সরগোধায় কুয়াশায় ট্রাক দুর্ঘটনা, নিহত ১৪

বাউল শিল্পীকে ঘিরে উত্তেজনা: মতবিরোধের জায়গায় সহিংসতা কেন? প্রশ্ন তুলছে এনসিপি

#
news image

মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থান, ধর্ম অবমাননার অভিযোগ এবং ভক্তদের ওপর হামলার ঘটনাকে ঘিরে স্থানীয়ভাবে উত্তেজনা বাড়ছে। এ পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরাসরি সহিংসতার বিরোধিতা করে বলেছে—ধর্মীয় ব্যাখ্যা, মতভিন্নতা কিংবা অভিযোগ যাই থাকুক, তার সমাধান আইনি ও শান্তিপূর্ণ সংলাপের মধ্যেই হওয়া উচিত।

সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় ও সাংস্কৃতিক মতবিরোধকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উত্তেজনার ঘটনা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় দ্রুত, কিন্তু আইন ও শান্তিপূর্ণ সংলাপের চর্চা দুর্বল হয়ে পড়ে। এনসিপি-বিবৃতিও সেই প্রশ্নই তুলেছে—এ ধরনের ইস্যুতে কেন ‘উসকানি ও দলবদ্ধ চাপ’ বাড়ছে?

দলের বিবৃতিতে দেশে বাউল–ফকির–তাসাওফপন্থী ধারার ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে বলা হয়েছে, ধর্মীয় ভিন্নতা থাকা সত্ত্বেও শান্তিপূর্ণ দাওয়াত, ধৈর্য ও প্রজ্ঞার চর্চাই বাংলাদেশের মূলধারা। বিশ্লেষকেরা মনে করেন, এ ধরনের অবস্থান ধর্মীয় সম্প্রীতি জোরদারে ইতিবাচক বার্তা দেয়।

মানিকগঞ্জের ঘটনায় ‘সর্বস্তরের আলেম–ওলামা ও তৌহিদী জনতা’ ব্যানারধারী একদল ব্যক্তির পাল্টাপাল্টি অবস্থান উত্তেজনা বাড়িয়েছে। তার মধ্যেই ঘটে হামলা ও চারজনের আহত হওয়ার ঘটনা। স্থানীয়ভাবে কেউ কেউ বলছেন, আলোচনার বদলে শক্তির প্রদর্শনই সংঘর্ষ বাড়িয়েছে।

এনসিপির দাবি, মতবিরোধের সমাধান হতে হবে আইনের মাধ্যমে। কোনোভাবেই জনতা বা গোষ্ঠীর হাতে বিচার চলে যেতে দেওয়া যাবে না। সাংস্কৃতিক–আধ্যাত্মিক চর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব—এ বার্তাই উঠে এসেছে বিবৃতিতে।

ডেস্ক রিপোর্ট

২৪-১১-২০২৫ রাত ১১:৫৯

news image

মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থান, ধর্ম অবমাননার অভিযোগ এবং ভক্তদের ওপর হামলার ঘটনাকে ঘিরে স্থানীয়ভাবে উত্তেজনা বাড়ছে। এ পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরাসরি সহিংসতার বিরোধিতা করে বলেছে—ধর্মীয় ব্যাখ্যা, মতভিন্নতা কিংবা অভিযোগ যাই থাকুক, তার সমাধান আইনি ও শান্তিপূর্ণ সংলাপের মধ্যেই হওয়া উচিত।

সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় ও সাংস্কৃতিক মতবিরোধকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উত্তেজনার ঘটনা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় দ্রুত, কিন্তু আইন ও শান্তিপূর্ণ সংলাপের চর্চা দুর্বল হয়ে পড়ে। এনসিপি-বিবৃতিও সেই প্রশ্নই তুলেছে—এ ধরনের ইস্যুতে কেন ‘উসকানি ও দলবদ্ধ চাপ’ বাড়ছে?

দলের বিবৃতিতে দেশে বাউল–ফকির–তাসাওফপন্থী ধারার ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে বলা হয়েছে, ধর্মীয় ভিন্নতা থাকা সত্ত্বেও শান্তিপূর্ণ দাওয়াত, ধৈর্য ও প্রজ্ঞার চর্চাই বাংলাদেশের মূলধারা। বিশ্লেষকেরা মনে করেন, এ ধরনের অবস্থান ধর্মীয় সম্প্রীতি জোরদারে ইতিবাচক বার্তা দেয়।

মানিকগঞ্জের ঘটনায় ‘সর্বস্তরের আলেম–ওলামা ও তৌহিদী জনতা’ ব্যানারধারী একদল ব্যক্তির পাল্টাপাল্টি অবস্থান উত্তেজনা বাড়িয়েছে। তার মধ্যেই ঘটে হামলা ও চারজনের আহত হওয়ার ঘটনা। স্থানীয়ভাবে কেউ কেউ বলছেন, আলোচনার বদলে শক্তির প্রদর্শনই সংঘর্ষ বাড়িয়েছে।

এনসিপির দাবি, মতবিরোধের সমাধান হতে হবে আইনের মাধ্যমে। কোনোভাবেই জনতা বা গোষ্ঠীর হাতে বিচার চলে যেতে দেওয়া যাবে না। সাংস্কৃতিক–আধ্যাত্মিক চর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব—এ বার্তাই উঠে এসেছে বিবৃতিতে।