‘১৮ হাজার বেট’—রেফারি কেলেঙ্কারিতে তুর্কি ফুটবলে আস্থার বড় সংকট
স্পোর্টস ডেস্ক
১-১১-২০২৫ রাত ১১:২০
‘১৮ হাজার বেট’—রেফারি কেলেঙ্কারিতে তুর্কি ফুটবলে আস্থার বড় সংকট
তুর্কি ফুটবলে এক নজিরবিহীন কেলেঙ্কারি তোলপাড় তৈরি করেছে। টিএফএফের তদন্তে উঠে এসেছে, দেশের শতাধিক রেফারি ও সহকারী রেফারি সরাসরি বেটিং বা জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এই ঘটনায় ১৪৯ জনকে সাময়িক নিষিদ্ধ করে ফেডারেশন বলেছে, “এটি কাঠামোগত নয়, নৈতিক সমস্যা।”
ক্রীড়া বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু তুরস্ক নয়, আন্তর্জাতিক ফুটবলেরও এক বড় সতর্কবার্তা। কারণ, রেফারিদের নিরপেক্ষতা ফুটবলের প্রাণভোমরা; তাদেরই যদি বেটিংয়ে সম্পৃক্ততা প্রমাণিত হয়, তবে খেলাটির বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।
ফেডারেশন সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগলু জানিয়েছেন, তদন্তে দেখা গেছে একজন রেফারি ১৮,২২৭ বার বেট করেছেন—যা শোনার মতোই বিস্ময়কর। আরও ৪২ জন রেফারি ১,০০০টির বেশি ম্যাচে বেট করেছেন।
এই তথ্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এত বড় পরিসরে রেফারিদের সম্পৃক্ততা কীভাবে এতদিন ফেডারেশনের চোখ এড়িয়ে গেল?
ফুটবল বিশ্লেষকরা বলছেন, এই কেলেঙ্কারি তুরস্কের ফুটবলে “বিশ্বাসের সংকট” তৈরি করবে এবং রেফারি নিয়োগ ও পর্যবেক্ষণ প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কারের দাবিও বাড়বে।
যদিও ফেডারেশন দাবি করছে, “বেতন সংক্রান্ত কোনো অনিয়ম হয়নি,” তবু এই ঘটনার পর থেকে তুর্কি লিগের ভবিষ্যৎ ও আন্তর্জাতিক মানদণ্ডে তার গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
স্পোর্টস ডেস্ক
১-১১-২০২৫ রাত ১১:২০
তুর্কি ফুটবলে এক নজিরবিহীন কেলেঙ্কারি তোলপাড় তৈরি করেছে। টিএফএফের তদন্তে উঠে এসেছে, দেশের শতাধিক রেফারি ও সহকারী রেফারি সরাসরি বেটিং বা জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এই ঘটনায় ১৪৯ জনকে সাময়িক নিষিদ্ধ করে ফেডারেশন বলেছে, “এটি কাঠামোগত নয়, নৈতিক সমস্যা।”
ক্রীড়া বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু তুরস্ক নয়, আন্তর্জাতিক ফুটবলেরও এক বড় সতর্কবার্তা। কারণ, রেফারিদের নিরপেক্ষতা ফুটবলের প্রাণভোমরা; তাদেরই যদি বেটিংয়ে সম্পৃক্ততা প্রমাণিত হয়, তবে খেলাটির বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।
ফেডারেশন সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগলু জানিয়েছেন, তদন্তে দেখা গেছে একজন রেফারি ১৮,২২৭ বার বেট করেছেন—যা শোনার মতোই বিস্ময়কর। আরও ৪২ জন রেফারি ১,০০০টির বেশি ম্যাচে বেট করেছেন।
এই তথ্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এত বড় পরিসরে রেফারিদের সম্পৃক্ততা কীভাবে এতদিন ফেডারেশনের চোখ এড়িয়ে গেল?
ফুটবল বিশ্লেষকরা বলছেন, এই কেলেঙ্কারি তুরস্কের ফুটবলে “বিশ্বাসের সংকট” তৈরি করবে এবং রেফারি নিয়োগ ও পর্যবেক্ষণ প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কারের দাবিও বাড়বে।
যদিও ফেডারেশন দাবি করছে, “বেতন সংক্রান্ত কোনো অনিয়ম হয়নি,” তবু এই ঘটনার পর থেকে তুর্কি লিগের ভবিষ্যৎ ও আন্তর্জাতিক মানদণ্ডে তার গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।