শিরোনামঃ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে তীব্র শীত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ উগান্ডায় প্রেসিডেন্ট ভোটের পর বিরোধী নেতা ববি ওয়াইনকে হেলিকপ্টারে তুলে নেওয়ার অভিযোগ সিলেটে বাস সংঘর্ষে ২ নিহত, ১০ আহত আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পতন ‘অবশ্যম্ভাবী’, দেশে ফেরার ঘোষণা ক্রাউন প্রিন্স রেজা পাহলভির গ্রিনল্যান্ডে আগ্রহ: ট্রাম্প শুল্ক আরোপের কথা বলেছেন সুনামগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ১ নিহত, ২ আহত পাকিস্তানের সরগোধায় কুয়াশায় ট্রাক দুর্ঘটনা, নিহত ১৪

ভেনেজুয়েলার তেল রপ্তানি অচল করার নির্দেশ ট্রাম্পের, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি মাদুরোর

#
news image

ভেনেজুয়েলার অর্থনীতি ও তেল রপ্তানি কার্যত অচল করে দিতে দেশটির ওপর ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ নৌ-অবরোধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই পদক্ষেপকে সরাসরি ‘যুদ্ধোন্মাদ হুমকি’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে নিকোলাস মাদুরোর সরকার। বিবিসি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প ভেনেজুয়েলা সরকারকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করেন।

ট্রাম্পের অভিযোগ ও কঠোর অবস্থান
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে দাবি করেন, মাদুরো সরকার মাদক পাচার, মানব পাচার এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদে অর্থায়নের সঙ্গে জড়িত। তিনি লেখেন:

নৌ-অবরোধ: ভেনেজুয়েলা এখন দক্ষিণ আমেরিকার ইতিহাসের ‘সবচেয়ে বড় নৌবহর’ দিয়ে ঘেরা অবস্থায় রয়েছে। ভবিষ্যতে এই অবরোধ আরও শক্তিশালী করা হবে।

তৈল সম্পদ নিয়ে অভিযোগ: ট্রাম্পের দাবি, মাদুরো প্রশাসন ‘চুরি করা তেল’ বিক্রি করে অর্জিত অর্থ দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

সামরিক উপস্থিতি: ইতোমধ্যে ক্যারিবীয় সাগরে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড ফোর্ড’সহ হাজার হাজার সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন।

ভেনেজুয়েলার পাল্টা প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র তাদের প্রাকৃতিক সম্পদ লুট করার পায়তারা করছে। সম্প্রতি ভেনেজুয়েলার উপকূল থেকে ‘স্কিপার’ নামের একটি তেলবাহী জাহাজ জব্দ করার ঘটনাকে তিনি ‘চুরি’ এবং নাবিকদের ‘অপহরণ’ বলে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে মার্কিন অভিযানে এখন পর্যন্ত অন্তত ৯০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

খোদ যুক্তরাষ্ট্রেও সমালোচনা
ট্রাম্পের এই কঠোর অবস্থান নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জোয়াকিন কাস্ত্রো এই পদক্ষেপকে ‘সরাসরি যুদ্ধের শামিল’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, ভেনেজুয়েলার সঙ্গে এই শত্রুতা বন্ধে প্রেসিডেন্টকে নির্দেশ দিতে কংগ্রেসে একটি প্রস্তাবের ওপর ভোটের প্রস্তুতি চলছে।

সংকটের নেপথ্যে
বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেলের মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার অর্থনীতি এখন খাদের কিনারে। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় তেল উৎপাদন ও রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরের নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও বিরোধী দলগুলো মাদুরো সরকারকে ‘অবৈধ’ ঘোষণার পর থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই ‘সর্বাত্মক অবরোধ’ কার্যকর হলে ভেনেজুয়েলার অর্থনীতি পুরোপুরি ধসে পড়তে পারে, যা ওই অঞ্চলে এক ভয়াবহ মানবিক ও রাজনৈতিক সংকটের সৃষ্টি করবে।

আন্তর্জাতিক ডেস্ক 

১৭-১২-২০২৫ বিকাল ৭:৩১

news image

ভেনেজুয়েলার অর্থনীতি ও তেল রপ্তানি কার্যত অচল করে দিতে দেশটির ওপর ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ নৌ-অবরোধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই পদক্ষেপকে সরাসরি ‘যুদ্ধোন্মাদ হুমকি’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে নিকোলাস মাদুরোর সরকার। বিবিসি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প ভেনেজুয়েলা সরকারকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করেন।

ট্রাম্পের অভিযোগ ও কঠোর অবস্থান
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে দাবি করেন, মাদুরো সরকার মাদক পাচার, মানব পাচার এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদে অর্থায়নের সঙ্গে জড়িত। তিনি লেখেন:

নৌ-অবরোধ: ভেনেজুয়েলা এখন দক্ষিণ আমেরিকার ইতিহাসের ‘সবচেয়ে বড় নৌবহর’ দিয়ে ঘেরা অবস্থায় রয়েছে। ভবিষ্যতে এই অবরোধ আরও শক্তিশালী করা হবে।

তৈল সম্পদ নিয়ে অভিযোগ: ট্রাম্পের দাবি, মাদুরো প্রশাসন ‘চুরি করা তেল’ বিক্রি করে অর্জিত অর্থ দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

সামরিক উপস্থিতি: ইতোমধ্যে ক্যারিবীয় সাগরে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড ফোর্ড’সহ হাজার হাজার সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন।

ভেনেজুয়েলার পাল্টা প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র তাদের প্রাকৃতিক সম্পদ লুট করার পায়তারা করছে। সম্প্রতি ভেনেজুয়েলার উপকূল থেকে ‘স্কিপার’ নামের একটি তেলবাহী জাহাজ জব্দ করার ঘটনাকে তিনি ‘চুরি’ এবং নাবিকদের ‘অপহরণ’ বলে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে মার্কিন অভিযানে এখন পর্যন্ত অন্তত ৯০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

খোদ যুক্তরাষ্ট্রেও সমালোচনা
ট্রাম্পের এই কঠোর অবস্থান নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জোয়াকিন কাস্ত্রো এই পদক্ষেপকে ‘সরাসরি যুদ্ধের শামিল’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, ভেনেজুয়েলার সঙ্গে এই শত্রুতা বন্ধে প্রেসিডেন্টকে নির্দেশ দিতে কংগ্রেসে একটি প্রস্তাবের ওপর ভোটের প্রস্তুতি চলছে।

সংকটের নেপথ্যে
বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেলের মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার অর্থনীতি এখন খাদের কিনারে। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় তেল উৎপাদন ও রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরের নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও বিরোধী দলগুলো মাদুরো সরকারকে ‘অবৈধ’ ঘোষণার পর থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই ‘সর্বাত্মক অবরোধ’ কার্যকর হলে ভেনেজুয়েলার অর্থনীতি পুরোপুরি ধসে পড়তে পারে, যা ওই অঞ্চলে এক ভয়াবহ মানবিক ও রাজনৈতিক সংকটের সৃষ্টি করবে।