শিরোনামঃ
‘ইকুইটির মূল্য শূন্য’—পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ, বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে রোনালদো বললেন ‘বিশ্বকাপ সব নয়’, মেসির পাল্টা: ‘এটাই জীবনের শীর্ষ অর্জন’! চার দশকের পথচলার অবসান, রাজনীতি থেকে বিদায় নিলেন ন্যান্সি পেলোসি ফেব্রুয়ারিতে ভোট, আগে গণভোটের দাবি জামায়াত আমিরের ইটভাটার বিরুদ্ধে অভিযানে ২৪ লাখ টাকা জরিমানা, ১ জনের কারাদণ্ড কালিয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ পালিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৩তম পর্ষদ সভা অনুষ্ঠিত কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং-এ সাউথইস্ট শাকিব খানের ঢাকা ফিরছে আরও শক্তভাবে বিপিএলে ঘোষিত হলো ২৭ সদস্যের বাংলাদেশ দল, কোচের ভরসা পুরোনো মুখে

কালিয়ায় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

#
news image

নড়াইলের কালিয়ায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর তাৎপর্য বিষয়ে ৪ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড, এম, মিজানুর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ,টি,এম মাসুদ হোসেন। 

বক্তারা বলেন, প্রতিবন্ধিতা কেবল একটি ব্যক্তির শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা নয়। এটি একটি সামাজিক ও কাঠামোগত চ্যালেঞ্জ, যা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় মোকাবেলা করতে হবে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অংশগ্রহণ একান্ত অপরিহার্য। সমাজসেবা অধিদপ্ততরের প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপের ২০ অক্টোবর/২৫ এর তথ্যানুযায়ী বাংলাদেশে ৩৬,৭১,৭৪৮ জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। অন্যদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর 'বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস, ২০২৩' অনুযায়ী বাংলাদেশে প্রতি ১০০০ মানুষের বিপরীতে ২৮.২ জন কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার শিকার। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন আরো বেগবান করতে হলে এই বিপুল সংখ্যক মানুষকে রাষ্ট্র ও সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে।

এ সময় বক্তারা প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর তাৎপর্য বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন এবং সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী বিভিন্ন পেশাজীবিদের মতবিনিময় করেন এবং ২০২৫-২৬ অর্থবছরে নড়াইলে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ৩৪১ জন পক্ষান্তরে কালিয়ায় মাত্র ২২ জন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কালিয়া থানার ওসি তদন্ত হাসানুল কবির, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রতিবন্ধী অভিভাবকগন।

মো. মনিরুজ্জামান চৌধুরী কালিয়া, নড়াইল

৪-১১-২০২৫ রাত ৮:১৪

news image

নড়াইলের কালিয়ায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর তাৎপর্য বিষয়ে ৪ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড, এম, মিজানুর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ,টি,এম মাসুদ হোসেন। 

বক্তারা বলেন, প্রতিবন্ধিতা কেবল একটি ব্যক্তির শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা নয়। এটি একটি সামাজিক ও কাঠামোগত চ্যালেঞ্জ, যা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় মোকাবেলা করতে হবে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অংশগ্রহণ একান্ত অপরিহার্য। সমাজসেবা অধিদপ্ততরের প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপের ২০ অক্টোবর/২৫ এর তথ্যানুযায়ী বাংলাদেশে ৩৬,৭১,৭৪৮ জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। অন্যদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর 'বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস, ২০২৩' অনুযায়ী বাংলাদেশে প্রতি ১০০০ মানুষের বিপরীতে ২৮.২ জন কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার শিকার। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন আরো বেগবান করতে হলে এই বিপুল সংখ্যক মানুষকে রাষ্ট্র ও সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে।

এ সময় বক্তারা প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর তাৎপর্য বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন এবং সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী বিভিন্ন পেশাজীবিদের মতবিনিময় করেন এবং ২০২৫-২৬ অর্থবছরে নড়াইলে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ৩৪১ জন পক্ষান্তরে কালিয়ায় মাত্র ২২ জন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কালিয়া থানার ওসি তদন্ত হাসানুল কবির, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রতিবন্ধী অভিভাবকগন।