শিরোনামঃ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে তীব্র শীত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ উগান্ডায় প্রেসিডেন্ট ভোটের পর বিরোধী নেতা ববি ওয়াইনকে হেলিকপ্টারে তুলে নেওয়ার অভিযোগ সিলেটে বাস সংঘর্ষে ২ নিহত, ১০ আহত আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পতন ‘অবশ্যম্ভাবী’, দেশে ফেরার ঘোষণা ক্রাউন প্রিন্স রেজা পাহলভির গ্রিনল্যান্ডে আগ্রহ: ট্রাম্প শুল্ক আরোপের কথা বলেছেন সুনামগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ১ নিহত, ২ আহত পাকিস্তানের সরগোধায় কুয়াশায় ট্রাক দুর্ঘটনা, নিহত ১৪

বন্যা নিয়ে সচেতনতা বাড়াতে টিকটকের নতুন সার্চ গাইড চালু

#
news image

প্রাকৃতিক দুর্যোগের সময় যেন বিভ্রান্তি না ছড়ায়—এমন লক্ষ্য নিয়েই নতুন এক উদ্যোগ নিয়েছে টিকটক। বর্ষাকালে বাংলাদেশে ঘনঘন দেখা দেওয়া বন্যা পরিস্থিতি সম্পর্কে ব্যবহারকারীদের সঠিক, নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক তথ্য দিতে টিকটক সম্প্রতি চালু করেছে একটি ‘বন্যা সার্চ গাইড’।

এই গাইডের মাধ্যমে টিকটকের বাংলাদেশি ইউজাররা সরাসরি জানতে পারবেন বন্যার পূর্বাভাস, সতর্কতা ও প্রস্তুতি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য। প্ল্যাটফর্মটিতে এখন থেকে কেউ “flood”, “বন্যা” বা সম্পর্কিত কোনো শব্দ সার্চ করলেই একটি বিশেষ ব্যানার দেখা যাবে। সেই ব্যানারের মাধ্যমে ব্যবহারকারীরা পাঠানো হবে বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC) সহ নির্ভরযোগ্য সংস্থার তথ্যভান্ডারে।

এছাড়া, ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্য সহায়তায় টিকটকের ‘ট্র্যাজিক ইভেন্ট সাপোর্ট গাইড’ এবং প্ল্যাটফর্মের ‘সেফটি সেন্টার’ লিংকও এখানে সংযুক্ত করা হয়েছে।

এই গাইডে বর্ণনা করা হয়েছে যে, কোন কোন বিষয় ‘মর্মান্তিক ঘটনা’ হিসেবে বিবেচিত এবং কিভাবে এসব বিষয় নিয়ে দায়িত্বের সাথে কনটেন্ট তৈরি, শেয়ার বা রিপোর্ট করা উচিত। এতে ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা সংবেদনশীল বিষয়ে গুজব বা ভুল তথ্য না ছড়ায়।

টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। যারা দুর্যোগে সরাসরি মাঠে কাজ করেন, তাদের সহযোগিতায় আমরা চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য সহজে পৌঁছে দিতে, যাতে সবাই সচেতন হতে পারে ও নিরাপদ থাকতে পারে।”

টিকটক বিশ্বাস করে, প্রযুক্তির সাহায্যে তথ্যভিত্তিক সচেতনতা গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব। তাই ব্যবহারকারীদের জন্য একটি সুরক্ষিত, সহানুভূতিশীল এবং তথ্যসমৃদ্ধ ডিজিটাল স্পেস গড়ে তুলতেই এ উদ্যোগ।

আরও জানতে ভিজিট করুন: www.tiktok.com/safety

নিজস্ব প্রতিনিধি

১৪-৭-২০২৫ রাত ১২:১৪

news image

প্রাকৃতিক দুর্যোগের সময় যেন বিভ্রান্তি না ছড়ায়—এমন লক্ষ্য নিয়েই নতুন এক উদ্যোগ নিয়েছে টিকটক। বর্ষাকালে বাংলাদেশে ঘনঘন দেখা দেওয়া বন্যা পরিস্থিতি সম্পর্কে ব্যবহারকারীদের সঠিক, নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক তথ্য দিতে টিকটক সম্প্রতি চালু করেছে একটি ‘বন্যা সার্চ গাইড’।

এই গাইডের মাধ্যমে টিকটকের বাংলাদেশি ইউজাররা সরাসরি জানতে পারবেন বন্যার পূর্বাভাস, সতর্কতা ও প্রস্তুতি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য। প্ল্যাটফর্মটিতে এখন থেকে কেউ “flood”, “বন্যা” বা সম্পর্কিত কোনো শব্দ সার্চ করলেই একটি বিশেষ ব্যানার দেখা যাবে। সেই ব্যানারের মাধ্যমে ব্যবহারকারীরা পাঠানো হবে বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC) সহ নির্ভরযোগ্য সংস্থার তথ্যভান্ডারে।

এছাড়া, ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্য সহায়তায় টিকটকের ‘ট্র্যাজিক ইভেন্ট সাপোর্ট গাইড’ এবং প্ল্যাটফর্মের ‘সেফটি সেন্টার’ লিংকও এখানে সংযুক্ত করা হয়েছে।

এই গাইডে বর্ণনা করা হয়েছে যে, কোন কোন বিষয় ‘মর্মান্তিক ঘটনা’ হিসেবে বিবেচিত এবং কিভাবে এসব বিষয় নিয়ে দায়িত্বের সাথে কনটেন্ট তৈরি, শেয়ার বা রিপোর্ট করা উচিত। এতে ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা সংবেদনশীল বিষয়ে গুজব বা ভুল তথ্য না ছড়ায়।

টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। যারা দুর্যোগে সরাসরি মাঠে কাজ করেন, তাদের সহযোগিতায় আমরা চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য সহজে পৌঁছে দিতে, যাতে সবাই সচেতন হতে পারে ও নিরাপদ থাকতে পারে।”

টিকটক বিশ্বাস করে, প্রযুক্তির সাহায্যে তথ্যভিত্তিক সচেতনতা গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব। তাই ব্যবহারকারীদের জন্য একটি সুরক্ষিত, সহানুভূতিশীল এবং তথ্যসমৃদ্ধ ডিজিটাল স্পেস গড়ে তুলতেই এ উদ্যোগ।

আরও জানতে ভিজিট করুন: www.tiktok.com/safety