শিরোনামঃ
‘ইকুইটির মূল্য শূন্য’—পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ, বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে রোনালদো বললেন ‘বিশ্বকাপ সব নয়’, মেসির পাল্টা: ‘এটাই জীবনের শীর্ষ অর্জন’! চার দশকের পথচলার অবসান, রাজনীতি থেকে বিদায় নিলেন ন্যান্সি পেলোসি ফেব্রুয়ারিতে ভোট, আগে গণভোটের দাবি জামায়াত আমিরের ইটভাটার বিরুদ্ধে অভিযানে ২৪ লাখ টাকা জরিমানা, ১ জনের কারাদণ্ড কালিয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ পালিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৩তম পর্ষদ সভা অনুষ্ঠিত কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং-এ সাউথইস্ট শাকিব খানের ঢাকা ফিরছে আরও শক্তভাবে বিপিএলে ঘোষিত হলো ২৭ সদস্যের বাংলাদেশ দল, কোচের ভরসা পুরোনো মুখে

আসছে হাবিবুর রহমান বাবু অভিনীত মিউজিক্যাল ফিল্ম: বলবো কাকে দুটো মনের কথা

#
news image

ভাদ্র মাসের তীব্র গরম আর রোদ বৃষ্টির খেলায় মেতে আছে প্রকৃতি। এ সকল কিছুকে উপেক্ষা করে চলছে মানুষের নাগরিক আর্তনাদ। বলবো কাকে দুটো মনের কথা ।

LSB TV এর প্রযোজনায় বিআরএস কথার চিত্রের তত্ত্বাবধানে কবি গীতিকার কামরুল হাসান সোহাগের কথায়, শামীম মাহমুদের সুর ও সঙ্গীতায়োজনে স্বর্গের কন্ঠে গান “বলবো কাকে দুটো মনের কথা” এই শিরোনামের গানের মিউজিক্যাল ফিল্ম শুটিং শেষ হয়েছে।

এই মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক হাবিবুর রহমান বাবু, নবাগত মডেল অভিনেত্রী, নাজনীন, সাথী ও লুৎফরসহ আরো অনেকেই।

গানের প্রসঙ্গে সরল কবি গীতিকার, কামরুল হাসান সোহাগ বলেন, গল্প, গান, উপন্যাস, লেখতে আমার ভালো লাগে, অট্টালিকার এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়। একটা সময় সব কিছুই বিলিন হয়ে যায়। আর মানুষকে বাঁচিয়ে রাখে তার যোগ্য কর্ম। আমিও হয়তো একদিন চলে যাবো নাফেরার দেশে। তবে রেখে যেতে চাই মানুষের হৃদয়ে।

গান প্রসঙ্গে পরিচালক বিশাল আহমেদ ফরহাদ বলেন, কবি কামরুল হাসান সোহাগ সাহেবের লেখা গান “বলবো কাকে দুটো মনের কথা” গানটি শুনে আমার ভালো লাগেছে। মনে হয়েছে বহুদিন পর একটা ভালো মানের গান শুনলাম, তাই চেষ্টা করেছি গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে এ সময়ের গতানুগতিক ধারার একটা প্রেমের গল্প দৃশ্যায়ন করে দর্শকদের মনে একটু যায়গা করে নিতে।

এদিকে নবাগত চিত্রনায়ক হাবিবুর রহমান বাবু পেশায় একজন সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি অভিনয়েও রাখছেন সফলতার স্বাক্ষর। তার অভিনীত বাংলা ছায়াছবি “স্বপ্ন দেখে মন” মুক্তির অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে এই অভিনেতার। এই গানের গল্প নিয়ে হাবিবুর রহমান বাবু বলেন, আসলে গানটি শুনে আমার খুবই ভালো লেগেছে, গানের কথা গুলোর মধ্যে রয়েছে গভীরতা। গানটির লেখক একজন গুণী মানুষ। ভালোলাগা থেকেই এই গানের চিত্রায়নে নিজেকে সংযুক্ত করা। আশা করি দর্শকদের ভালো লাগবে।

নিজস্ব প্রতিনিধি

৩-৯-২০২৫ রাত ৯:১৪

news image

ভাদ্র মাসের তীব্র গরম আর রোদ বৃষ্টির খেলায় মেতে আছে প্রকৃতি। এ সকল কিছুকে উপেক্ষা করে চলছে মানুষের নাগরিক আর্তনাদ। বলবো কাকে দুটো মনের কথা ।

LSB TV এর প্রযোজনায় বিআরএস কথার চিত্রের তত্ত্বাবধানে কবি গীতিকার কামরুল হাসান সোহাগের কথায়, শামীম মাহমুদের সুর ও সঙ্গীতায়োজনে স্বর্গের কন্ঠে গান “বলবো কাকে দুটো মনের কথা” এই শিরোনামের গানের মিউজিক্যাল ফিল্ম শুটিং শেষ হয়েছে।

এই মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক হাবিবুর রহমান বাবু, নবাগত মডেল অভিনেত্রী, নাজনীন, সাথী ও লুৎফরসহ আরো অনেকেই।

গানের প্রসঙ্গে সরল কবি গীতিকার, কামরুল হাসান সোহাগ বলেন, গল্প, গান, উপন্যাস, লেখতে আমার ভালো লাগে, অট্টালিকার এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়। একটা সময় সব কিছুই বিলিন হয়ে যায়। আর মানুষকে বাঁচিয়ে রাখে তার যোগ্য কর্ম। আমিও হয়তো একদিন চলে যাবো নাফেরার দেশে। তবে রেখে যেতে চাই মানুষের হৃদয়ে।

গান প্রসঙ্গে পরিচালক বিশাল আহমেদ ফরহাদ বলেন, কবি কামরুল হাসান সোহাগ সাহেবের লেখা গান “বলবো কাকে দুটো মনের কথা” গানটি শুনে আমার ভালো লাগেছে। মনে হয়েছে বহুদিন পর একটা ভালো মানের গান শুনলাম, তাই চেষ্টা করেছি গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে এ সময়ের গতানুগতিক ধারার একটা প্রেমের গল্প দৃশ্যায়ন করে দর্শকদের মনে একটু যায়গা করে নিতে।

এদিকে নবাগত চিত্রনায়ক হাবিবুর রহমান বাবু পেশায় একজন সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি অভিনয়েও রাখছেন সফলতার স্বাক্ষর। তার অভিনীত বাংলা ছায়াছবি “স্বপ্ন দেখে মন” মুক্তির অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে এই অভিনেতার। এই গানের গল্প নিয়ে হাবিবুর রহমান বাবু বলেন, আসলে গানটি শুনে আমার খুবই ভালো লেগেছে, গানের কথা গুলোর মধ্যে রয়েছে গভীরতা। গানটির লেখক একজন গুণী মানুষ। ভালোলাগা থেকেই এই গানের চিত্রায়নে নিজেকে সংযুক্ত করা। আশা করি দর্শকদের ভালো লাগবে।