শিরোনামঃ
নগরবাসীকে নিরাপদ রাখা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মূল দায়িত্ব: ’মিট দ্যা প্রেস’ এ ডিএমপি কমিশনার বাংলাদেশের ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল কক্সটুডের ১৩ তম বর্ষপূর্তি এভারকেয়ার হসপিটাল ঢাকার আয়োজনে হাটু প্রতিস্থাপন সার্জারি বিষয়ক রোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ড্যাপের বিধিমালা সংশোধন চান ঢাকা শহরের ভূমি-মালিকরা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও যুবদল নেতা সহ  দুই নেতার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভাগিনা মোখলেস এর চায়না লেস জব্দ ঢাকা কাস্টম শুল্ক বিভাগ কর্তৃক ৮ ট্রলি চায়না লেস জব্দ ৩৩তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন এক-এগারোর মতো টার্গেটে ব্যবসায়ীরা! এমডির আশ্বাসে ঘরে ফিরলেন ১০ম গ্রেডের কর্মকর্তারা

টি কে গ্রুপের তত্ত্বাবধায়নে ‘পুষ্টি 'ভার্সেস অফ লাইট ‘– হিফজুল কোরআন প্রতিযোগিতা

#
news image

শুরু হচ্ছে টি কে গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘পুষ্টি 'ভার্সেস অফ লাইট ‘ হিফজুল কোরআন প্রতিযোগিতা।  আনুষ্ঠানিক ঘোষণা দিলো টি কে গ্রুপ । শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। টি কে গ্রুপ আয়োজিত প্রতিযোগিতা দেশের উদীয়মান তরুণ হাফেজদের অসাধারণ প্রতিভা ও পবিত্র কোরআন তেলাওয়াতের দক্ষতাকে সম্মান জানাবে। সংবাদ সম্মেলনে

বিশিষ্ট অতিথিরা তরুণ/ কিশোর হাফেজদের উৎসাহ দেওয়া ও পৃষ্ঠপোষকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। 'কন্ঠে ছড়াক পবিত্র বাণী' এই স্লোগানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ ব্যাপী হিফজুল কোরআনের এই প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে ডিসেম্বর মাস থেকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের পবিত্র কোরআন চর্চায় নিবেদিত যে তরুণরা সুমধুর কন্ঠে কোরআন তেলাওয়াত করে থাকেন তাদের প্রতিভা অন্বেষণে এই আয়োজন।
আগামী পবিত্র রমজান মাসে প্রতিযোগিতা সম্প্রচারিত হবে জনপ্রিয় চ্যানেল ডিবিসি তে। 

(বিশিষ্ট অতিথিদের নাম ও বক্তব্য)
প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন খ্যাতনামা কয়েকজন ইসলামিক স্কলার। প্রধান বিচারক হিসেবে থাকবেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা), চেয়ারম্যান ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহার , সহ আরও থাকবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সৌদি আরবের জেদ্দার আল-কামাল মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা আবদুল কাদের রহমানি এবং জর্ডান থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার হাতেম জামিল মাহমুদ সুহেমাত ।

পুষ্টি 'দি ভার্সেস অফ লাইট' প্রতিযোগিতায় বিজয়ীরা সম্মিলিতভাবে পাচ্ছেন ৪০  লক্ষ টাকার সমমানের পুরস্কার । প্রথম বিজয়ী পাবেন নগদ ৫ লক্ষ টাকা সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ খরচসহ স্কলারশিপ এর সুযোগ। এছাড়াও একজন অভিভাবক সহ ওমরা হজ পালনের ব্যবস্থা। দ্বিতীয় বিজয়ী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ খরচ সহ স্কলারশিপ এ উচ্চশিক্ষার সুযোগ ছাড়াও নগদ ৩ লক্ষ টাকা সাথে ওমরা হজ করার সুযোগ পাবেন। তৃতীয় বিজয়ী পাবেন দুই লক্ষ টাকা। এছাড়াও চতুর্থ থেকে ৩০ তম প্রতিযোগী নগদ অর্থ পুরস্কার হিসেবে অর্জন করতে পারবেন।

এই প্রতিযোগিতায় অনুর্ধ্ব ১৬ বা কম বয়সী তরুণ হাফেজরা অংশ নিতে পারবেন। দেশের  সকল অঞ্চল থেকে তারা নির্বাচিত হবেন । এবং প্রতিটি অঞ্চল শীর্ষ  প্রতিযোগীরা ঢাকায় ফাইনাল রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

পুষ্টি 'ভার্সেস অফ লাইট' আগামী প্রজন্মের হাফেজদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের বিকাশ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার অনন্য উদ্যোগ। এটি তরুণ হাফেজদের অর্জনগুলো উদযাপনের পাশাপাশি দেশজুড়ে ঈমান, ইখলাস, ইলমের চেতনা সৃষ্টিতে পবিত্র রমজান মাসে বিশেষ ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তি

২৩-১১-২০২৪ দুপুর ৩:২০

news image

শুরু হচ্ছে টি কে গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘পুষ্টি 'ভার্সেস অফ লাইট ‘ হিফজুল কোরআন প্রতিযোগিতা।  আনুষ্ঠানিক ঘোষণা দিলো টি কে গ্রুপ । শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। টি কে গ্রুপ আয়োজিত প্রতিযোগিতা দেশের উদীয়মান তরুণ হাফেজদের অসাধারণ প্রতিভা ও পবিত্র কোরআন তেলাওয়াতের দক্ষতাকে সম্মান জানাবে। সংবাদ সম্মেলনে

বিশিষ্ট অতিথিরা তরুণ/ কিশোর হাফেজদের উৎসাহ দেওয়া ও পৃষ্ঠপোষকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। 'কন্ঠে ছড়াক পবিত্র বাণী' এই স্লোগানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ ব্যাপী হিফজুল কোরআনের এই প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে ডিসেম্বর মাস থেকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের পবিত্র কোরআন চর্চায় নিবেদিত যে তরুণরা সুমধুর কন্ঠে কোরআন তেলাওয়াত করে থাকেন তাদের প্রতিভা অন্বেষণে এই আয়োজন।
আগামী পবিত্র রমজান মাসে প্রতিযোগিতা সম্প্রচারিত হবে জনপ্রিয় চ্যানেল ডিবিসি তে। 

(বিশিষ্ট অতিথিদের নাম ও বক্তব্য)
প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন খ্যাতনামা কয়েকজন ইসলামিক স্কলার। প্রধান বিচারক হিসেবে থাকবেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা), চেয়ারম্যান ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহার , সহ আরও থাকবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সৌদি আরবের জেদ্দার আল-কামাল মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা আবদুল কাদের রহমানি এবং জর্ডান থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার হাতেম জামিল মাহমুদ সুহেমাত ।

পুষ্টি 'দি ভার্সেস অফ লাইট' প্রতিযোগিতায় বিজয়ীরা সম্মিলিতভাবে পাচ্ছেন ৪০  লক্ষ টাকার সমমানের পুরস্কার । প্রথম বিজয়ী পাবেন নগদ ৫ লক্ষ টাকা সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ খরচসহ স্কলারশিপ এর সুযোগ। এছাড়াও একজন অভিভাবক সহ ওমরা হজ পালনের ব্যবস্থা। দ্বিতীয় বিজয়ী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ খরচ সহ স্কলারশিপ এ উচ্চশিক্ষার সুযোগ ছাড়াও নগদ ৩ লক্ষ টাকা সাথে ওমরা হজ করার সুযোগ পাবেন। তৃতীয় বিজয়ী পাবেন দুই লক্ষ টাকা। এছাড়াও চতুর্থ থেকে ৩০ তম প্রতিযোগী নগদ অর্থ পুরস্কার হিসেবে অর্জন করতে পারবেন।

এই প্রতিযোগিতায় অনুর্ধ্ব ১৬ বা কম বয়সী তরুণ হাফেজরা অংশ নিতে পারবেন। দেশের  সকল অঞ্চল থেকে তারা নির্বাচিত হবেন । এবং প্রতিটি অঞ্চল শীর্ষ  প্রতিযোগীরা ঢাকায় ফাইনাল রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

পুষ্টি 'ভার্সেস অফ লাইট' আগামী প্রজন্মের হাফেজদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের বিকাশ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার অনন্য উদ্যোগ। এটি তরুণ হাফেজদের অর্জনগুলো উদযাপনের পাশাপাশি দেশজুড়ে ঈমান, ইখলাস, ইলমের চেতনা সৃষ্টিতে পবিত্র রমজান মাসে বিশেষ ভূমিকা রাখবে।