শিরোনামঃ
পুরান ঢাকা সাংবাদিক ফোরামের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড পেলেন দেশ টিভির সাংবাদিক শাহাদাত নিশাদ বেগম পাড়ায় নয়, মাঠেই জামায়াত: রুকন সম্মেলনে আমীরের ঘোষণা যৌথ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে ইস্টার্ন ও গাম্বিয়ার আইওইউ ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ জাতীয় বেতন স্কেলে বৈষম্য, প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত রাজনৈতিক প্রতিহিংসার শিকার ডেমরা থানা বিএনপির দুই শীর্ষ নেতা এবি পার্টি দক্ষিণ মহানগরের নতুন কমিটি ঘোষণা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কারে ভূষিত দেশ টিভির শাহাদাত নিশাদ ফ্যাসিবাদ রোধে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে জাতীয় সংলাপ

"মর্যাদাপূর্ণ 'নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪' পেলেন লায়ন এম এ এলাহী শিমুল"

#
news image

নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশন (এনবিএফএ) বিগত ২০/০৪/২৪ইং তারিখ বিকেলে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে দুই বন্ধুপ্রতিম দেশের পর্যটন ব্যবসা এগিয়ে নিতে বাংলাদেশ নেপাল এলায়েন্স গঠন করে। 
 
এনবিএফএ এই বিষয়ে একটি যুগান্তকারী আলোচনা এবং নেপাল ও বাংলাদেশের স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
 
নেপাল এক্সিভিশন বোর্ডের ট্যুরিজম বোর্ড হলে মর্যাদাপূর্ণ 'Nepal International Excellence Award-2024' অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় দেশের বিশেষ অতিথিবৃন্দ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী দোল প্রসাদ আরিয়াল।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী, শিশু ও সিনিয়ার সিটিজেন বিষয়ক মন্ত্রী শ্রীমতি ভগবতী চৌধুরী। 
 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড: নারায়ন খারকা (মেম্বার অব দ্যা হাউস রিপ্রেজেন্টেটিভ অফ নেপাল), ড: ভোলা রিজাল (বীর মুক্তিযোদ্ধা), মোহন বাহাদুর বাসনেত (সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী) ও নেপাল চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ।
 
'Nepal International Excellence Award-2024' এবং "Tourism Development, business Promote program" শীর্ষক এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত দুই দেশের নেতৃবৃন্দ পর্যটন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং পর্যটন ব্যবসা এগিয়ে নিতে নেপাল বাংলাদেশ অ্যালায়েন্স গঠন করেন।

নিজস্ব প্রতিবেদক :

২৮-৪-২০২৪ রাত ১০:২৪

news image

নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশন (এনবিএফএ) বিগত ২০/০৪/২৪ইং তারিখ বিকেলে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে দুই বন্ধুপ্রতিম দেশের পর্যটন ব্যবসা এগিয়ে নিতে বাংলাদেশ নেপাল এলায়েন্স গঠন করে। 
 
এনবিএফএ এই বিষয়ে একটি যুগান্তকারী আলোচনা এবং নেপাল ও বাংলাদেশের স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
 
নেপাল এক্সিভিশন বোর্ডের ট্যুরিজম বোর্ড হলে মর্যাদাপূর্ণ 'Nepal International Excellence Award-2024' অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় দেশের বিশেষ অতিথিবৃন্দ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী দোল প্রসাদ আরিয়াল।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী, শিশু ও সিনিয়ার সিটিজেন বিষয়ক মন্ত্রী শ্রীমতি ভগবতী চৌধুরী। 
 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড: নারায়ন খারকা (মেম্বার অব দ্যা হাউস রিপ্রেজেন্টেটিভ অফ নেপাল), ড: ভোলা রিজাল (বীর মুক্তিযোদ্ধা), মোহন বাহাদুর বাসনেত (সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী) ও নেপাল চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ।
 
'Nepal International Excellence Award-2024' এবং "Tourism Development, business Promote program" শীর্ষক এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত দুই দেশের নেতৃবৃন্দ পর্যটন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং পর্যটন ব্যবসা এগিয়ে নিতে নেপাল বাংলাদেশ অ্যালায়েন্স গঠন করেন।