শিরোনামঃ
বক্তব্য সম্পাদনা বনাম মানহানি: বিবিসির সঙ্গে ট্রাম্পের আইনি লড়াই কতটা গুরুতর? হায়দরাবাদ থেকে সিডনি: সাজিদ আকরামের উগ্রপন্থায় জড়িয়ে পড়ার পথ ও আন্তর্জাতিক উদ্বেগ প্রবাসী ভোটে নতুন দিগন্ত? পোস্টাল ভোট অ্যাপে আগ্রহ বাড়ছে, তবে চ্যালেঞ্জও কম নয় মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নড়িয়া সরকারি কলেজে মহান বিজয় দিবস উদযাপন কলাপাড়ায় বিজয় দিবসে শেখ হাসিনার ছবি যুক্ত ব্যানার ঘিরে বিতর্ক ফুডপ্যান্ডার ‘পাউ-পাউ প্লাশি চ্যালেঞ্জ’ ক্যাম্পেইন চালু  ঢাকা, পানি ও যানজট—সমাধানের রূপরেখা দিলেন তারেক রহমান অনারের ‘বিজয়’ অফারে মিলছে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা ২০২৫ সালে তরুণদের পছন্দের তালিকায় ইনফিনিক্সের যেসব স্মার্টফোন

ফুডপ্যান্ডার ‘পাউ-পাউ প্লাশি চ্যালেঞ্জ’ ক্যাম্পেইন চালু 

#
news image

খাবার অর্ডার করে পাউ-পাউ প্লাশি জিতে নেওয়ার জন্য বিশেষ ক্যাম্পেইন চালুর ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। ‘পাউ-পাউ প্লাশি চ্যালেঞ্জ’ নামে এই ক্যাম্পেইনের আওতায় ১০টি সফল ফুড ডেলিভারি অর্ডার সম্পন্ন করে গ্রাহকরা জিতে নিতে পারবেন লিমিটেড এডিশন এর ‘পাউ-পাউ প্লাশি’।

১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ ক্যাম্পেইন চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। ঢাকার গ্রাহকেরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। প্লাশি জিততে হলে ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহককে ফুডপ্যান্ডা অ্যাপ থেকে অন্তত ১০টি ফুড অর্ডার দিতে হবে এবং প্রতি অর্ডারের ন্যূনতম মূল্য হতে হবে ৬০০ টাকা। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে মোট ৫০০ জনকে সীমিত সংস্করণের পাউ-পাউ প্লাশি উপহার হিসেবে দেওয়া হবে। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একটি প্লাশি জেতার সুযোগ পাবেন।

আগামী ২৮ ডিসেম্বর ক্যাম্পেইন শেষ হওয়ার পর ফুডপ্যান্ডার উদ্যোগে বিজয়ীদের কাছে সরাসরি এই পাউ-পাউ প্লাশি পৌঁছে দেওয়া হবে।

বিজ্ঞপ্তি

১৬-১২-২০২৫ রাত ৯:৪৩

news image

খাবার অর্ডার করে পাউ-পাউ প্লাশি জিতে নেওয়ার জন্য বিশেষ ক্যাম্পেইন চালুর ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। ‘পাউ-পাউ প্লাশি চ্যালেঞ্জ’ নামে এই ক্যাম্পেইনের আওতায় ১০টি সফল ফুড ডেলিভারি অর্ডার সম্পন্ন করে গ্রাহকরা জিতে নিতে পারবেন লিমিটেড এডিশন এর ‘পাউ-পাউ প্লাশি’।

১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ ক্যাম্পেইন চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। ঢাকার গ্রাহকেরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। প্লাশি জিততে হলে ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহককে ফুডপ্যান্ডা অ্যাপ থেকে অন্তত ১০টি ফুড অর্ডার দিতে হবে এবং প্রতি অর্ডারের ন্যূনতম মূল্য হতে হবে ৬০০ টাকা। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে মোট ৫০০ জনকে সীমিত সংস্করণের পাউ-পাউ প্লাশি উপহার হিসেবে দেওয়া হবে। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একটি প্লাশি জেতার সুযোগ পাবেন।

আগামী ২৮ ডিসেম্বর ক্যাম্পেইন শেষ হওয়ার পর ফুডপ্যান্ডার উদ্যোগে বিজয়ীদের কাছে সরাসরি এই পাউ-পাউ প্লাশি পৌঁছে দেওয়া হবে।