শিরোনামঃ
আফগান যুবাদের শক্তি সত্ত্বেও বাংলাদেশের রানের তাড়া সফল ইউরোপকে বাদ দিয়ে বৈশ্বিক শক্তির নতুন ছক? ট্রাম্পের ‘কোর-৫’ ভাবনায় বিতর্ক নথিপত্রহীন জ্বালানি পরিবহন, ১৮ বিদেশি ক্রুসহ ট্যাঙ্কার আটক ইরানের জলসীমায় আমদানি বাড়লেও কমছে না পেঁয়াজের দাম, বাজারে ভারতীয় পেঁয়াজ ১২০ টাকা পর্যন্ত প্রার্থীদের ওপর হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না: সালাহউদ্দিন আহমদ শহীদ বুদ্ধিজীবী দিবস: গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার আহ্বান তারেক রহমানের ভুয়া ফটোকার্ড ও এআই ছবি ঘিরে বিতর্ক: জামায়াতের প্রতিবাদ, রিজভীর ক্ষমাপ্রার্থনা তপশিল ঘোষণার পর ইসি কার্যালয়ে হামলা, শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারের নির্দেশ নেট-জিরো বাস্তবায়নে পোশাক ও টেক্সটাইল গ্রাহকদের সাথে প্রাইম ব্যাংকের সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের 

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের 

#
news image

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ বছরের প্রতিযোগিতায় কমনওয়েলথের ৫৪টি দেশের মোট ৫৩,৪৩৪ শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণের নতুন মাইলফলক। বিশ্বের সবচেয়ে পুরানো ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অসাধারণ এ সাফল্য উদযাপন করেছে স্কুলটি। 

প্রতিযোগিতায় গ্রেড-৯ -এর শিক্ষার্থী আনা তাসনুভা, গ্রেড-১০ -এর আরিশা আহমেদ রায়না এবং গ্রেড-১১ -এর মো: ফারজান আলি লেখার ক্ষেত্রে অনন্য প্রতিভার জন্য স্বর্ণ পদক জিতে নেয়। অন্যদিকে, রৌপ্য পদক অর্জন করেছে গ্রেড ৬ -এর উমাইযা শামস ও গ্রেড ৯ -এর কাজী আফসান রওনাক আনান। আর ব্রোঞ্জ পদক জিতে নেয় গ্রেড ৭-এর শিক্ষার্থী আনজার সাইফান এবং মো: ফাইজান আলি। 

শিক্ষার্থীদের এই সাফল্য যেমন তাদের কঠোর পরিশ্রমের ফল, তেমনি স্কুলের অঙ্গীকারেরও প্রমাণ। শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে, ভাবনার প্রকাশে ও নেতৃত্বদানে সক্ষম করে তুলতে নিবেদিতভাবে কাজ করছে স্কুল কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তি

১৩-১২-২০২৫ রাত ১১:৩৭

news image

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ বছরের প্রতিযোগিতায় কমনওয়েলথের ৫৪টি দেশের মোট ৫৩,৪৩৪ শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণের নতুন মাইলফলক। বিশ্বের সবচেয়ে পুরানো ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অসাধারণ এ সাফল্য উদযাপন করেছে স্কুলটি। 

প্রতিযোগিতায় গ্রেড-৯ -এর শিক্ষার্থী আনা তাসনুভা, গ্রেড-১০ -এর আরিশা আহমেদ রায়না এবং গ্রেড-১১ -এর মো: ফারজান আলি লেখার ক্ষেত্রে অনন্য প্রতিভার জন্য স্বর্ণ পদক জিতে নেয়। অন্যদিকে, রৌপ্য পদক অর্জন করেছে গ্রেড ৬ -এর উমাইযা শামস ও গ্রেড ৯ -এর কাজী আফসান রওনাক আনান। আর ব্রোঞ্জ পদক জিতে নেয় গ্রেড ৭-এর শিক্ষার্থী আনজার সাইফান এবং মো: ফাইজান আলি। 

শিক্ষার্থীদের এই সাফল্য যেমন তাদের কঠোর পরিশ্রমের ফল, তেমনি স্কুলের অঙ্গীকারেরও প্রমাণ। শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে, ভাবনার প্রকাশে ও নেতৃত্বদানে সক্ষম করে তুলতে নিবেদিতভাবে কাজ করছে স্কুল কর্তৃপক্ষ।