শিরোনামঃ
জাতীয় প্রেস ক্লাবের সামনে নার্সদের মহাসমাবেশ, তোপখানায় তীব্র যানজট টানা ভূকম্পন: রাজধানী–সংলগ্ন স্থানে ভূমিকম্পের ঝুঁকি কি বাড়ছে? মুশফিকের শততম টেস্ট: ‘ব্যাগি গ্রিন’–ই তাঁর সঙ্গী, সেঞ্চুরি উৎসর্গ দাদা-দাদী ও নানা-নানীকে সশস্ত্র বাহিনী দিবসে তারেক রহমানের শুভেচ্ছা, বলিষ্ঠ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা দুদকে সাকিব: শুভেচ্ছাদূত থেকে অভিযুক্ত-কোথায় দাঁড়িয়ে মামলার তদন্ত? এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডকে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে আবাবিল এনজি কোর ব্যাংকিং সিস্টেম এর প্রশিক্ষণ উদ্বোধন বাংলাদেশের প্রথম আন্ত: চেইন হোটেল ডি'মোর লয়্যালটি ক্লাবের যাত্রা শুরু গণতন্ত্র প্রতিষ্ঠায় ‘মব ভায়োলেন্স’ ত্যাগের আহ্বান মির্জা ফখরুলের আদানি চুক্তিতে অনিয়মের অভিযোগ, তদন্ত চলছে

বাংলাদেশের প্রথম আন্ত: চেইন হোটেল ডি'মোর লয়্যালটি ক্লাবের যাত্রা শুরু

#
news image

ডি'মোর হোটেল এন্ড রিসোর্ট পর্যটন খাতে বিনোদন জগতে আবাসনে নতুন মাত্রা যুক্ত করতে বাজারে নিয়ে এলো "ডি'মোর লয়্যালটি ক্লাবের ক্লাসিক মেম্বারশিপ কার্ড”। এ মেম্বারশিপ ক্রয়ের মাধ্যমে লয়্যালটি সাবের সদস্য হয়ে আপনি পাবেন হোটেলে ফ্রী থাকাসহ নানান সুযোগ সুবিধা।

মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই কার্ড ক্রয় করে মেম্বারশিপ গ্রহন করলে কক্সবাজারে হোটেল দ্যা কক্স টুডে সহ বিভিন্ন স্থানে ডি'মোরের আওতাধীন হোটেল সমূহ ব্যবহার করে পাবেন সর্বোচ্চ প্রায় তিন লক্ষাধিক টানার সুযোগ সুবিধা। ডি'মোর লয়্যালিটি ক্লাবের মেম্বারগন পাবেন কক্সবাজারের হোটেল দ্যা কক্স টুদে সাং বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পট গুলোতে বিদ্যমান ডি'মোর হোটেল এন্ড রিসেটি এর আওতাধীন (ডি'মোর ঢাকা হোটেল এন্ড রিসোর্ট, ডি'মোর কুয়াকাটা হোটেল এন্ড রিসেটি, ডি'মোর বান্দরবান হোটেল এন্ড রিনেটি, ডি'মোর সাজেক ভ্যালি হোটেল এন্ড রিসেটি, ডি'মোর চট্টগ্রাম হোটেল এন্ড রিসেটি এবং ডি'মোর শ্রীমঙ্গল হোটেল এন্ড রিসোর্ট) সবগুলো হোটেলে ফ্রী আবাসন সুবিদা সং নানা রকম সার্ভিসে বিশেষ ছাড়।

ডি'মোর লয়‍্যাপাট ক্লাবের উদ্বোধন এবং ক্লাসিক মেম্বারশিপ কার্ডের মোড়ক উন্মোচন করেন, ডি'মোর হোটেল এন্ড রিসেটি এবং হোটেল দ্যা কক্স টুডে এর ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং, জনাব মহিউদ্দিন খান খোকন। ডি'মোর লয়্যালটি ক্লাবের ক্লাসিক মেম্বারশিপ কার্ড এর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দেশের বিভিন্ন কর্পোরেটের সম্মানিত ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন ডি'মোর হোটেল এন্ড রিসোর্টের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ভ্রমণ শিল্পের বিভিন্ন সেলিব্রিটি এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। সভায় সকলে আশা প্রকাশ করেন যে দেশের ভ্রমণ পিপাসু পর্যটকবৃন্দ ডি'মোর লয়্যালটি ক্লাবের ক্লাসিক মেম্বারশিণ কার্ড ক্রয়ের মাধ্যমে দেশের পর্যটন স্পটসমূহে ভ্রমণের সুযোগ আরো সহজ, নিরাপদ ও আনন্দদায়ক হবে। একই সাথে দেশের পর্যটন শিল্পের বিকাশে অনেক সহায়ক হবে।

শেষে এক আনন্দঘন পরিবেশে ডি'মোর লয়্যালটি ক্লাব ক্লাসিক মেম্বারশিপ কার্ড এর উদ্বোধন করা হয়।

বিজ্ঞপ্তি

২০-১১-২০২৫ বিকাল ৫:১৯

news image

ডি'মোর হোটেল এন্ড রিসোর্ট পর্যটন খাতে বিনোদন জগতে আবাসনে নতুন মাত্রা যুক্ত করতে বাজারে নিয়ে এলো "ডি'মোর লয়্যালটি ক্লাবের ক্লাসিক মেম্বারশিপ কার্ড”। এ মেম্বারশিপ ক্রয়ের মাধ্যমে লয়্যালটি সাবের সদস্য হয়ে আপনি পাবেন হোটেলে ফ্রী থাকাসহ নানান সুযোগ সুবিধা।

মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই কার্ড ক্রয় করে মেম্বারশিপ গ্রহন করলে কক্সবাজারে হোটেল দ্যা কক্স টুডে সহ বিভিন্ন স্থানে ডি'মোরের আওতাধীন হোটেল সমূহ ব্যবহার করে পাবেন সর্বোচ্চ প্রায় তিন লক্ষাধিক টানার সুযোগ সুবিধা। ডি'মোর লয়্যালিটি ক্লাবের মেম্বারগন পাবেন কক্সবাজারের হোটেল দ্যা কক্স টুদে সাং বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পট গুলোতে বিদ্যমান ডি'মোর হোটেল এন্ড রিসেটি এর আওতাধীন (ডি'মোর ঢাকা হোটেল এন্ড রিসোর্ট, ডি'মোর কুয়াকাটা হোটেল এন্ড রিসেটি, ডি'মোর বান্দরবান হোটেল এন্ড রিনেটি, ডি'মোর সাজেক ভ্যালি হোটেল এন্ড রিসেটি, ডি'মোর চট্টগ্রাম হোটেল এন্ড রিসেটি এবং ডি'মোর শ্রীমঙ্গল হোটেল এন্ড রিসোর্ট) সবগুলো হোটেলে ফ্রী আবাসন সুবিদা সং নানা রকম সার্ভিসে বিশেষ ছাড়।

ডি'মোর লয়‍্যাপাট ক্লাবের উদ্বোধন এবং ক্লাসিক মেম্বারশিপ কার্ডের মোড়ক উন্মোচন করেন, ডি'মোর হোটেল এন্ড রিসেটি এবং হোটেল দ্যা কক্স টুডে এর ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং, জনাব মহিউদ্দিন খান খোকন। ডি'মোর লয়্যালটি ক্লাবের ক্লাসিক মেম্বারশিপ কার্ড এর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দেশের বিভিন্ন কর্পোরেটের সম্মানিত ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন ডি'মোর হোটেল এন্ড রিসোর্টের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ভ্রমণ শিল্পের বিভিন্ন সেলিব্রিটি এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। সভায় সকলে আশা প্রকাশ করেন যে দেশের ভ্রমণ পিপাসু পর্যটকবৃন্দ ডি'মোর লয়্যালটি ক্লাবের ক্লাসিক মেম্বারশিণ কার্ড ক্রয়ের মাধ্যমে দেশের পর্যটন স্পটসমূহে ভ্রমণের সুযোগ আরো সহজ, নিরাপদ ও আনন্দদায়ক হবে। একই সাথে দেশের পর্যটন শিল্পের বিকাশে অনেক সহায়ক হবে।

শেষে এক আনন্দঘন পরিবেশে ডি'মোর লয়্যালটি ক্লাব ক্লাসিক মেম্বারশিপ কার্ড এর উদ্বোধন করা হয়।