শিরোনামঃ
কাস্টমসের মারুফের হাতে ‘আলাদিনের চেরাগ ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য আইপিএম এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেন ব্যারিস্টার মোহাম্মদ রুকুনুজ্জামান: ঠাকুরগাঁওয়ের ন্যায়বিচার ও উন্নয়নের নতুন দিগন্তের স্বপ্নদ্রষ্টা আসছে হাবিবুর রহমান বাবু অভিনীত মিউজিক্যাল ফিল্ম: বলবো কাকে দুটো মনের কথা সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে হাবিব হাসনাতের উঠান বৈঠক গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের শিক্ষা : হাবিব হাসনাত কনকর্ড এন্টারটেইনমেন্ট ও কিষোয়ান গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি ইস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু বসুন্ধরা সিটিতে শুরু হলো দুই সপ্তাহব্যাপী “ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট” আর-রাহা হসপিটাল এন্ড ডায়াগনস্টিকস লিঃ-এ নবজাতকদের জন্য ফ্রি ইপিআই সেবা উদ্বোধন

রিভো ই-বাইকে হেলমেট-রেইনকোট-ফ্রি সার্ভিস পাচ্ছেন ক্রেতারা

#
news image

বর্ষার মৌসুমে গ্রাহকদের জন্য চমকপ্রদ এক অফার নিয়ে হাজির হয়েছে দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক বাইক ব্র্যান্ড রিভো বাংলাদেশ। ‘রিভো মনসুন অফার’ নামের এই ক্যাম্পেইনে অংশ নিয়ে রিভো ই-বাইক কিনলেই ক্রেতারা পাচ্ছেন বিনামূল্যে একাধিক বিশেষ উপহার ও আকর্ষণীয় ছাড়।

৮ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশের সকল রিভো অনুমোদিত ডিলার শোরুমে এই অফার চালু থাকবে। অফারের আওতায় যেকোন মডেলের রিভো বৈদ্যুতিক বাইক কিনলেই ক্রেতারা পাবেন একটি সার্টিফায়েড হেলমেট, টেকসই ও প্রিমিয়াম মানের রেইনকোট, একটি সিগনেচার রিভো চাবির রিং ও একটি ফ্রি সার্ভিস কুপন। আর এই সবকিছুই ক্রেতারা পাবেন একদম বিনামূল্যে।   

রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, আমাদের গ্রাহকদের ধন্যবাদ জানাতে এবং বর্ষাকালে তাদের সুরক্ষিত যাত্রা নিশ্চিত করতে আমরা এই মনসুন অফার চালু করেছি। আমাদের ইচ্ছা, গ্রাহক যেন বুঝতে পারেন, আমরা সবসময়ই তাদের পাশে আছি।

বিশেষ এই ফ্রি সার্ভিস কুপনের মেয়াদ থাকবে বাইক কেনার ১২ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে যেকোনো যান্ত্রিক সমস্যায় বাইক মালিক একবার ফ্রি সার্ভিস নিতে পারবেন।

ক্যাম্পেইনে ক্রেতারা দেখতে পারবেন রিভোর জনপ্রিয় ও আলোচিত সব মডেল- ই৫২, সি৩২ওয়াই, এ১২এস, এ১০ এবং নতুন এ১১, যেগুলো শহরের জটিল রাস্তায় মসৃণ ও নিরাপদ রাইড নিশ্চিতে ডিজাইন করা হয়েছে।

রিভো ভবিষ্যৎবান্ধব, পরিবেশসচেতন এবং উচ্চমানের পারফরম্যান্সসম্পন্ন স্মার্ট ই-বাইক তৈরি করে যাচ্ছে। সাধারণ যাত্রা থেকে শুরু করে প্রিমিয়াম রাইড—সব শ্রেণির যাত্রীর জন্য সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ ব্র্যান্ডটি।

নিজস্ব প্রতিবেদক

১৪-৭-২০২৫ রাত ১০:১৬

news image

বর্ষার মৌসুমে গ্রাহকদের জন্য চমকপ্রদ এক অফার নিয়ে হাজির হয়েছে দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক বাইক ব্র্যান্ড রিভো বাংলাদেশ। ‘রিভো মনসুন অফার’ নামের এই ক্যাম্পেইনে অংশ নিয়ে রিভো ই-বাইক কিনলেই ক্রেতারা পাচ্ছেন বিনামূল্যে একাধিক বিশেষ উপহার ও আকর্ষণীয় ছাড়।

৮ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশের সকল রিভো অনুমোদিত ডিলার শোরুমে এই অফার চালু থাকবে। অফারের আওতায় যেকোন মডেলের রিভো বৈদ্যুতিক বাইক কিনলেই ক্রেতারা পাবেন একটি সার্টিফায়েড হেলমেট, টেকসই ও প্রিমিয়াম মানের রেইনকোট, একটি সিগনেচার রিভো চাবির রিং ও একটি ফ্রি সার্ভিস কুপন। আর এই সবকিছুই ক্রেতারা পাবেন একদম বিনামূল্যে।   

রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, আমাদের গ্রাহকদের ধন্যবাদ জানাতে এবং বর্ষাকালে তাদের সুরক্ষিত যাত্রা নিশ্চিত করতে আমরা এই মনসুন অফার চালু করেছি। আমাদের ইচ্ছা, গ্রাহক যেন বুঝতে পারেন, আমরা সবসময়ই তাদের পাশে আছি।

বিশেষ এই ফ্রি সার্ভিস কুপনের মেয়াদ থাকবে বাইক কেনার ১২ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে যেকোনো যান্ত্রিক সমস্যায় বাইক মালিক একবার ফ্রি সার্ভিস নিতে পারবেন।

ক্যাম্পেইনে ক্রেতারা দেখতে পারবেন রিভোর জনপ্রিয় ও আলোচিত সব মডেল- ই৫২, সি৩২ওয়াই, এ১২এস, এ১০ এবং নতুন এ১১, যেগুলো শহরের জটিল রাস্তায় মসৃণ ও নিরাপদ রাইড নিশ্চিতে ডিজাইন করা হয়েছে।

রিভো ভবিষ্যৎবান্ধব, পরিবেশসচেতন এবং উচ্চমানের পারফরম্যান্সসম্পন্ন স্মার্ট ই-বাইক তৈরি করে যাচ্ছে। সাধারণ যাত্রা থেকে শুরু করে প্রিমিয়াম রাইড—সব শ্রেণির যাত্রীর জন্য সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ ব্র্যান্ডটি।