শিরোনামঃ
কাস্টমসের মারুফের হাতে ‘আলাদিনের চেরাগ ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য আইপিএম এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেন ব্যারিস্টার মোহাম্মদ রুকুনুজ্জামান: ঠাকুরগাঁওয়ের ন্যায়বিচার ও উন্নয়নের নতুন দিগন্তের স্বপ্নদ্রষ্টা আসছে হাবিবুর রহমান বাবু অভিনীত মিউজিক্যাল ফিল্ম: বলবো কাকে দুটো মনের কথা সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে হাবিব হাসনাতের উঠান বৈঠক গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের শিক্ষা : হাবিব হাসনাত কনকর্ড এন্টারটেইনমেন্ট ও কিষোয়ান গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি ইস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু বসুন্ধরা সিটিতে শুরু হলো দুই সপ্তাহব্যাপী “ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট” আর-রাহা হসপিটাল এন্ড ডায়াগনস্টিকস লিঃ-এ নবজাতকদের জন্য ফ্রি ইপিআই সেবা উদ্বোধন

চতুর্থবারের মতো অনলাইন প্রপার্টি ফেয়ারের আয়োজন করছে বিক্রয়

#
news image

দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় আসন্ন সেপ্টেম্বর মাসে চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে অনলাইন প্রপার্টি ফেয়ার। প্রপার্টিগাইড-এর সাথে যৌথভাবে আয়োজিত এই মেলাটি হতে যাচ্ছে বাংলাদেশের অনলাইন রিয়েল এস্টেট খাতের অন্যতম বৃহৎ আয়োজন, যা ঘর খোঁজা ও কেনার অভিজ্ঞতা বদলে দিতে পারে।

বিগত বছরগুলোর সফল আয়োজনের ধারাবাহিকতায় বিক্রয়ের এই ফ্ল্যাগশিপ ইভেন্ট দেশের প্রপার্টি বাজারে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। গত বছরের মেলা পৌঁছেছিল ২২ লক্ষ ব্যবহারকারীর কাছে, এবং ১০ হাজারেরও বেশি আগ্রহী ক্রেতা সরাসরি এতে অংশ নিয়েছিলেন। এতে অনলাইন প্রপার্টি প্ল্যাটফর্মের প্রতি সাধারণ মানুষের আস্থা ও আগ্রহের প্রতিফলন ঘটে।

এবারের মেলায় বিক্রয় যুক্ত হতে যাচ্ছে ২০টিরও বেশি শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি এবং একটি এক্সক্লুসিভ ব্যাংকিং পার্টনারের সঙ্গে, যারা ক্রেতাদের জন্য দেবে বিশেষ হোম লোন সুবিধা।

মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী প্রপার্টি সমাধান প্রতিপাদ্যটি সামনে রেখে এবারের মেলায় থাকবে প্রপার্টির নানাবিধ অপশন, নতুন গড়ে ওঠা এলাকাগুলোয় বাজেট ফ্ল্যাট থেকে শুরু করে শহরের অভিজাত এলাকায় উচ্চমানের অ্যাপার্টমেন্ট পর্যন্ত সবই থাকবে এর অন্তর্ভুক্ত। অংশগ্রহণকারীরা ২০,০০০-এর বেশি প্রপার্টি লিস্টিং থেকে খুঁজে নিতে পারবেন আবাসিক ফ্ল্যাট, বাণিজ্যিক স্পেস ও জমি। এছাড়া মেলায় প্রথমবারের মতো ১০০টিরও বেশি নতুন ও এক্সক্লুসিভ প্রজেক্ট উন্মোচন করা হবে। এই অনলাইন মেলা ব্রাউজ করা যাবে fair.propertyguide.com.bd পোর্টালে।

বিক্রয়ের হেড অব কর্পোরেট সেলস সঞ্জয় বিশ্বাস বলেন, আমরা সব সময় প্রপার্টি কেনা আরও সহজ ও সবার সাধ্যের মধ্যে আনতে কাজ করে যাচ্ছি। এবারের আয়োজনটি বিশেষভাবে মধ্যবিত্তদের কথা ভেবেই সাজানো হয়েছে। এখানে তারা এক প্ল্যাটফর্মেই প্রপার্টি খুঁজতে, তুলনা করতে এবং সহজে ফাইন্যান্স করতে পারবেন। আমরা বিশ্বাস করি, এই মেলা দেশের রিয়েল এস্টেট খাতের অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে।

মেলায় অংশগ্রহণকারীরা পাবেন বিশেষ অফার, ডিসকাউন্ট এবং এক্সপার্ট পরামর্শ, যা তাদের প্রপার্টি খোঁজা থেকে শুরু করে ফাইন্যান্সিং ও কেনা পর্যন্ত প্রতিটি ধাপে সহায়তা করবে।

বিজ্ঞপ্তি

১৪-৭-২০২৫ রাত ৯:৪১

news image

দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় আসন্ন সেপ্টেম্বর মাসে চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে অনলাইন প্রপার্টি ফেয়ার। প্রপার্টিগাইড-এর সাথে যৌথভাবে আয়োজিত এই মেলাটি হতে যাচ্ছে বাংলাদেশের অনলাইন রিয়েল এস্টেট খাতের অন্যতম বৃহৎ আয়োজন, যা ঘর খোঁজা ও কেনার অভিজ্ঞতা বদলে দিতে পারে।

বিগত বছরগুলোর সফল আয়োজনের ধারাবাহিকতায় বিক্রয়ের এই ফ্ল্যাগশিপ ইভেন্ট দেশের প্রপার্টি বাজারে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। গত বছরের মেলা পৌঁছেছিল ২২ লক্ষ ব্যবহারকারীর কাছে, এবং ১০ হাজারেরও বেশি আগ্রহী ক্রেতা সরাসরি এতে অংশ নিয়েছিলেন। এতে অনলাইন প্রপার্টি প্ল্যাটফর্মের প্রতি সাধারণ মানুষের আস্থা ও আগ্রহের প্রতিফলন ঘটে।

এবারের মেলায় বিক্রয় যুক্ত হতে যাচ্ছে ২০টিরও বেশি শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি এবং একটি এক্সক্লুসিভ ব্যাংকিং পার্টনারের সঙ্গে, যারা ক্রেতাদের জন্য দেবে বিশেষ হোম লোন সুবিধা।

মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী প্রপার্টি সমাধান প্রতিপাদ্যটি সামনে রেখে এবারের মেলায় থাকবে প্রপার্টির নানাবিধ অপশন, নতুন গড়ে ওঠা এলাকাগুলোয় বাজেট ফ্ল্যাট থেকে শুরু করে শহরের অভিজাত এলাকায় উচ্চমানের অ্যাপার্টমেন্ট পর্যন্ত সবই থাকবে এর অন্তর্ভুক্ত। অংশগ্রহণকারীরা ২০,০০০-এর বেশি প্রপার্টি লিস্টিং থেকে খুঁজে নিতে পারবেন আবাসিক ফ্ল্যাট, বাণিজ্যিক স্পেস ও জমি। এছাড়া মেলায় প্রথমবারের মতো ১০০টিরও বেশি নতুন ও এক্সক্লুসিভ প্রজেক্ট উন্মোচন করা হবে। এই অনলাইন মেলা ব্রাউজ করা যাবে fair.propertyguide.com.bd পোর্টালে।

বিক্রয়ের হেড অব কর্পোরেট সেলস সঞ্জয় বিশ্বাস বলেন, আমরা সব সময় প্রপার্টি কেনা আরও সহজ ও সবার সাধ্যের মধ্যে আনতে কাজ করে যাচ্ছি। এবারের আয়োজনটি বিশেষভাবে মধ্যবিত্তদের কথা ভেবেই সাজানো হয়েছে। এখানে তারা এক প্ল্যাটফর্মেই প্রপার্টি খুঁজতে, তুলনা করতে এবং সহজে ফাইন্যান্স করতে পারবেন। আমরা বিশ্বাস করি, এই মেলা দেশের রিয়েল এস্টেট খাতের অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে।

মেলায় অংশগ্রহণকারীরা পাবেন বিশেষ অফার, ডিসকাউন্ট এবং এক্সপার্ট পরামর্শ, যা তাদের প্রপার্টি খোঁজা থেকে শুরু করে ফাইন্যান্সিং ও কেনা পর্যন্ত প্রতিটি ধাপে সহায়তা করবে।