শিরোনামঃ
কাস্টমসের মারুফের হাতে ‘আলাদিনের চেরাগ ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য আইপিএম এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেন ব্যারিস্টার মোহাম্মদ রুকুনুজ্জামান: ঠাকুরগাঁওয়ের ন্যায়বিচার ও উন্নয়নের নতুন দিগন্তের স্বপ্নদ্রষ্টা আসছে হাবিবুর রহমান বাবু অভিনীত মিউজিক্যাল ফিল্ম: বলবো কাকে দুটো মনের কথা সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে হাবিব হাসনাতের উঠান বৈঠক গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের শিক্ষা : হাবিব হাসনাত কনকর্ড এন্টারটেইনমেন্ট ও কিষোয়ান গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি ইস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু বসুন্ধরা সিটিতে শুরু হলো দুই সপ্তাহব্যাপী “ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট” আর-রাহা হসপিটাল এন্ড ডায়াগনস্টিকস লিঃ-এ নবজাতকদের জন্য ফ্রি ইপিআই সেবা উদ্বোধন

প্রকাশিত হয়েছে প্রবাসী কণ্ঠশিল্পী লিমন চৌধুরীর গাওয়া নতুন রোমান্টিক গান ‘এলোমেলো কথাগুলো 

#
news image

প্রকাশিত হয়েছে প্রবাসী কণ্ঠশিল্পী লিমন চৌধুরীর গাওয়া নতুন রোমান্টিক গান ‘ এলোমেলো কথাগুলো’। গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার সোমেশ্বর অলি, সুর করেছেন ফারুক হোসেন শিমুল, আর সংগীতায়োজন করেছেন এস কে সমীর।

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সম্প্রতি প্রকাশিত গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।  

শিল্পী লিমন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করলেও বাংলা গান ও সংস্কৃতির সঙ্গে তার সম্পর্ক অটুট। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত গান গাওয়ার পাশাপাশি এটি তার দ্বিতীয় মৌলিক গান, যা এস কে সমীরের সংগীতায়োজনে প্রকাশিত হলো। গানটির কথা, সুর এবং সংগীত সবকিছুই একে অনন্য করে তুলেছে বলে মনে করেন তিনি।  

গানের গীতিকার সোমেশ্বর অলি জানান, এস কে সমীরের সঙ্গে এটি তার আরও একটি দারুণ কাজ। তিনি বলেন, সমীর সবসময় মানসম্মত গানের কাজ করে থাকেন, আর লিমন গানটি অনেক যত্ন নিয়ে গেয়েছেন। পাশাপাশি ফারুক হোসেন শিমুলের সুর গানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।  
সুরকার ফারুক হোসেন শিমুল বলেন, ‘এলোমেলো কথাগুলো’ গানটির সুর করার পর থেকে তিনি আশা করছিলেন এটি যোগ্য শিল্পীর কণ্ঠে মানিয়ে যাবে। এস কে সমীরের সংগীতায়োজনে ও লিমনের কণ্ঠে গানটি নিঃসন্দেহে শ্রোতাদের ভালো লাগবে বলে তিনি মনে করেন।  
সংগীত পরিচালক এস কে সমীর জানান, লিমন চৌধুরীর সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ। তিনি বলেন, গানটি প্রথমবার শুনেই লিমন পছন্দ করেন এবং পরবর্তীতে দেশে ফিরে ভয়েস রেকর্ড করেন। মিউজিক ভিডিওর জন্য দায়িত্ব দেওয়া হয় অভিজ্ঞ পরিচালক সৌমিত্র ঘোষ ইমনকে, যিনি গানটির জন্য একটি অসাধারণ ভিডিও নির্মাণ করেছেন। ভিডিওতে অভিনয় করেছেন রুহি ও দুর্জয়, যা গানের আবেগকে আরও গভীর করে তুলেছে।  
গানটি প্রকাশিত হয়েছে এস কে সমীরের নিজস্ব ইউটিউব চ্যানেল সমীর এক্সপ্রেস থেকে।
সংগীতপ্রেমীদের জন্য এটি এক অনন্য রোমান্টিক উপহার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা আশা করছেন, বাংলা গানের শ্রোতারা এই গানটিকে ভালোবাসায় গ্রহণ করবেন এবং ভবিষ্যতে তারা আরও সুন্দর গান উপহার দিতে পারবেন।

নিজস্ব প্রতিনিধি

৪-৩-২০২৫ রাত ১২:৩৯

news image

প্রকাশিত হয়েছে প্রবাসী কণ্ঠশিল্পী লিমন চৌধুরীর গাওয়া নতুন রোমান্টিক গান ‘ এলোমেলো কথাগুলো’। গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার সোমেশ্বর অলি, সুর করেছেন ফারুক হোসেন শিমুল, আর সংগীতায়োজন করেছেন এস কে সমীর।

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সম্প্রতি প্রকাশিত গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।  

শিল্পী লিমন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করলেও বাংলা গান ও সংস্কৃতির সঙ্গে তার সম্পর্ক অটুট। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত গান গাওয়ার পাশাপাশি এটি তার দ্বিতীয় মৌলিক গান, যা এস কে সমীরের সংগীতায়োজনে প্রকাশিত হলো। গানটির কথা, সুর এবং সংগীত সবকিছুই একে অনন্য করে তুলেছে বলে মনে করেন তিনি।  

গানের গীতিকার সোমেশ্বর অলি জানান, এস কে সমীরের সঙ্গে এটি তার আরও একটি দারুণ কাজ। তিনি বলেন, সমীর সবসময় মানসম্মত গানের কাজ করে থাকেন, আর লিমন গানটি অনেক যত্ন নিয়ে গেয়েছেন। পাশাপাশি ফারুক হোসেন শিমুলের সুর গানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।  
সুরকার ফারুক হোসেন শিমুল বলেন, ‘এলোমেলো কথাগুলো’ গানটির সুর করার পর থেকে তিনি আশা করছিলেন এটি যোগ্য শিল্পীর কণ্ঠে মানিয়ে যাবে। এস কে সমীরের সংগীতায়োজনে ও লিমনের কণ্ঠে গানটি নিঃসন্দেহে শ্রোতাদের ভালো লাগবে বলে তিনি মনে করেন।  
সংগীত পরিচালক এস কে সমীর জানান, লিমন চৌধুরীর সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ। তিনি বলেন, গানটি প্রথমবার শুনেই লিমন পছন্দ করেন এবং পরবর্তীতে দেশে ফিরে ভয়েস রেকর্ড করেন। মিউজিক ভিডিওর জন্য দায়িত্ব দেওয়া হয় অভিজ্ঞ পরিচালক সৌমিত্র ঘোষ ইমনকে, যিনি গানটির জন্য একটি অসাধারণ ভিডিও নির্মাণ করেছেন। ভিডিওতে অভিনয় করেছেন রুহি ও দুর্জয়, যা গানের আবেগকে আরও গভীর করে তুলেছে।  
গানটি প্রকাশিত হয়েছে এস কে সমীরের নিজস্ব ইউটিউব চ্যানেল সমীর এক্সপ্রেস থেকে।
সংগীতপ্রেমীদের জন্য এটি এক অনন্য রোমান্টিক উপহার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা আশা করছেন, বাংলা গানের শ্রোতারা এই গানটিকে ভালোবাসায় গ্রহণ করবেন এবং ভবিষ্যতে তারা আরও সুন্দর গান উপহার দিতে পারবেন।