শিরোনামঃ
বাংলাদেশে ইএলএফ লুব্রিকেন্টস ও চেরি’র প্রিমিয়াম এসইউভি গাড়ির জাঁকজমক উন্মোচন  ডেমরা প্রেসক্লাবে সাংবাদিক হাবিবুর রহমানে মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল সানসেট কুয়াকাটা হোটেল এন্ড রিসোর্টে "বৈশাখী উৎসব" অনুষ্ঠিত হবে   ঢাকার বুকে যেন নেমে এসেছিল একখণ্ড ফিলিস্তিন বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতি বঞ্চিত অফিসাররা পদোন্নতির জন্য শাটডাউন কর্মসূচি ও ব্লকেড আন্দোলন নিয়ে মাঠে নামছে ময়লার ভাগাড়সহ কোন স্থানেই ময়লা পোড়ানো যাবে না। - পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান  ব্যাংককে মোদি-ড. ইউনুস বৈঠক: হাসিনার প্রত্যাবর্তন ও বিচারের ইঙ্গিত, আঞ্চলিক রাজনীতিতে নতুন মোড়  গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ কামরুল হাসান সোহাগ সম্মানিত নতুন নতুন রোমাঞ্চকর রাইডের সাথে ঈদ উদযাপন করুণ ফ্যান্টাসি কিংডম ও ফয়’স লেকে এস এস সি ২০০৪ ব্যাচের ইফতার অনুষ্ঠিত

জেমস গ্রুপের এমডি শাহাদত কোটি টাকা প্রতারণার মামলায় কারাগারে

#
news image

কোটি টাকার প্রতারণার মামলায় জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)  মো. শাহাদত হোসেনকে (৪৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার চিফ মেট্রোপলিচন ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ভাটারা আমলি আদালত এই আদেশ দেন। আদালতের আদেশের পর শাহাদতকে কারাগারে নেওয়া হয়েছে। তিনি লক্ষীপুর জেলা সদরের ফতেধর্মপুর গ্রামের মো. সামছুল ইসলামের ছেলে।

বাদীর আইনজীবী তামান্না পারভীন জানান, আসামি শাহাদত হোসেন বাদীর সঙ্গে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জামিনের শর্ত লঙ্ঘন করায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহাদত হোসেন বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরীর কাছ থেকে ছয় বছর আগে ভবন নিলেও ভাড়া বাবদ ১ টাকাও পরিশোধ করেনি। ভাড়ার টাকা চাওয়ায় বাদীকে হত্যার হুমকী দেয় আসামি। বাদীর ভবন জোর পুর্বক দখল করে রেখেছেন। এবি ষয়ে জানমালের নিরাপত্তার পাশাপাশি ন্যায়বিচার পেতে মাসুদ চৌধুরী গত বছরের ২২ ডিসেম্বর আদালতে প্রতারণার মামলা করেন।

নিজস্ব প্রতিনিধি

২৮-২-২০২৫ দুপুর ২:৩৮

news image

কোটি টাকার প্রতারণার মামলায় জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)  মো. শাহাদত হোসেনকে (৪৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার চিফ মেট্রোপলিচন ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ভাটারা আমলি আদালত এই আদেশ দেন। আদালতের আদেশের পর শাহাদতকে কারাগারে নেওয়া হয়েছে। তিনি লক্ষীপুর জেলা সদরের ফতেধর্মপুর গ্রামের মো. সামছুল ইসলামের ছেলে।

বাদীর আইনজীবী তামান্না পারভীন জানান, আসামি শাহাদত হোসেন বাদীর সঙ্গে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জামিনের শর্ত লঙ্ঘন করায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহাদত হোসেন বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরীর কাছ থেকে ছয় বছর আগে ভবন নিলেও ভাড়া বাবদ ১ টাকাও পরিশোধ করেনি। ভাড়ার টাকা চাওয়ায় বাদীকে হত্যার হুমকী দেয় আসামি। বাদীর ভবন জোর পুর্বক দখল করে রেখেছেন। এবি ষয়ে জানমালের নিরাপত্তার পাশাপাশি ন্যায়বিচার পেতে মাসুদ চৌধুরী গত বছরের ২২ ডিসেম্বর আদালতে প্রতারণার মামলা করেন।