শিরোনামঃ
শব্দদূষণকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।  - পরিবেশ সচিব  ধানমন্ডি ল কলেজে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামে কমিটি ঘোষণা ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ ওয়ালটনের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা ভিত্তিহীন স্বচ্ছ জলবায়ু অর্থায়নের আহ্বান জানিয়ে তহবিল ঝুঁকি ও প্রবেশাধিকার বাধার বিষয়ে সতর্ক করলেন পরিবেশ উপদেষ্ট ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে "প্লাস্টিকমুক্ত জিরো-ওয়েস্ট ক্যাম্পাস" উদ্বোধন করলেন পরিবেশ উপদেষ্টা বিআরটিএ'র যুগোপযোগী সিদ্ধান্ত: সিএনজি ও ফোর হুইলার চালকদের কল্যাণে বিতর্কিত আইন বাতিল রহিম আল-হুসাইনি আগা খান পঞ্চম-এর অভিষেক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনে সভাপতি সালেকীন, সম্পাদক মেজবাহ

সাজগোজ-এর নতুন ‘ওয়েডিং ফেস্টিভ্যাল’ ক্যাম্পেইন শুরু

#
news image

বাংলাদেশের শীর্ষস্থানীয় পার্সোনাল কেয়ার ও বিউটি রিটেইলার প্রতিষ্ঠান সাজগোজ-এর নতুন ‘ওয়েডিং ফেস্টিভ্যাল’ ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ২০ জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্পেইনে নববধূদের জন্য এক্সক্লুসিভ ডিল ও গিফটস থাকবে, যা বিয়ের আমেজকে আরও জাঁকজমক করে তুলবে।

বিয়ের ব্যস্ত সময়কে ঝামেলামুক্ত ও সুন্দর করে তুলতে সাজগোজ দিচ্ছে ব্রাইডাল মেকআপ ও ওয়েডিং গিফট বান্ডেলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়! লাক্সারিয়াস লিপস্টিক, ভাইব্রেন্ট আইশ্যাডো প্যালেট, স্কিনকেয়ার প্রোডাক্টসহ বিভিন্ন প্রোডাক্ট কিনলে এই বিশেষ অফার পাওয়া যাবে। এছাড়া, ক্যাম্পেইনের প্রথম দিনে ৩হাজার টাকার বেশি কেনাকাটা করলে থাকবে একটি ফ্রি লিপস্টিক জেতার সুযোগ।

এ প্রসঙ্গে, সাজগোজ-এর সিওও সিনথিয়া শারমিন ইসলাম বলেন,“বিয়ে মানেই ভালোবাসা ও জীবন পরিবর্তনের উদযাপন। আর কাস্টমারদের এই বিশেষ মুহূর্তগুলোর অংশ হতে পেরে আমরা আনন্দিত। সেই সাথে আমাদের ‘ওয়েডিং ফেস্টিভ্যাল’ ক্যাম্পেইনে আমরা অথেন্টিক, হাই-কোয়ালিটির প্রোডাক্ট এবং বিভিন্ন এক্সক্লুসিভ অফারস দিচ্ছি, যাতে করে প্রতিটি নববধূর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে আর সব অতিথিরা যেন উদযাপনের আমেজ উপভোগ করতে পারে।”

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন সাজগোজ-এর ওয়েবসাইট অথবা নিকটবর্তী যেকোন আউটলেট। এক্সক্লুসিভ আপডেট ও ওয়েডিং বিউটি টিপস পেতে সাজগোজ-এর সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন।

বিজ্ঞপ্তি

১৪-১-২০২৫ রাত ৯:১৬

news image

বাংলাদেশের শীর্ষস্থানীয় পার্সোনাল কেয়ার ও বিউটি রিটেইলার প্রতিষ্ঠান সাজগোজ-এর নতুন ‘ওয়েডিং ফেস্টিভ্যাল’ ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ২০ জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্পেইনে নববধূদের জন্য এক্সক্লুসিভ ডিল ও গিফটস থাকবে, যা বিয়ের আমেজকে আরও জাঁকজমক করে তুলবে।

বিয়ের ব্যস্ত সময়কে ঝামেলামুক্ত ও সুন্দর করে তুলতে সাজগোজ দিচ্ছে ব্রাইডাল মেকআপ ও ওয়েডিং গিফট বান্ডেলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়! লাক্সারিয়াস লিপস্টিক, ভাইব্রেন্ট আইশ্যাডো প্যালেট, স্কিনকেয়ার প্রোডাক্টসহ বিভিন্ন প্রোডাক্ট কিনলে এই বিশেষ অফার পাওয়া যাবে। এছাড়া, ক্যাম্পেইনের প্রথম দিনে ৩হাজার টাকার বেশি কেনাকাটা করলে থাকবে একটি ফ্রি লিপস্টিক জেতার সুযোগ।

এ প্রসঙ্গে, সাজগোজ-এর সিওও সিনথিয়া শারমিন ইসলাম বলেন,“বিয়ে মানেই ভালোবাসা ও জীবন পরিবর্তনের উদযাপন। আর কাস্টমারদের এই বিশেষ মুহূর্তগুলোর অংশ হতে পেরে আমরা আনন্দিত। সেই সাথে আমাদের ‘ওয়েডিং ফেস্টিভ্যাল’ ক্যাম্পেইনে আমরা অথেন্টিক, হাই-কোয়ালিটির প্রোডাক্ট এবং বিভিন্ন এক্সক্লুসিভ অফারস দিচ্ছি, যাতে করে প্রতিটি নববধূর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে আর সব অতিথিরা যেন উদযাপনের আমেজ উপভোগ করতে পারে।”

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন সাজগোজ-এর ওয়েবসাইট অথবা নিকটবর্তী যেকোন আউটলেট। এক্সক্লুসিভ আপডেট ও ওয়েডিং বিউটি টিপস পেতে সাজগোজ-এর সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন।