শিরোনামঃ
নগরবাসীকে নিরাপদ রাখা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মূল দায়িত্ব: ’মিট দ্যা প্রেস’ এ ডিএমপি কমিশনার বাংলাদেশের ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল কক্সটুডের ১৩ তম বর্ষপূর্তি এভারকেয়ার হসপিটাল ঢাকার আয়োজনে হাটু প্রতিস্থাপন সার্জারি বিষয়ক রোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ড্যাপের বিধিমালা সংশোধন চান ঢাকা শহরের ভূমি-মালিকরা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও যুবদল নেতা সহ  দুই নেতার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভাগিনা মোখলেস এর চায়না লেস জব্দ ঢাকা কাস্টম শুল্ক বিভাগ কর্তৃক ৮ ট্রলি চায়না লেস জব্দ ৩৩তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন এক-এগারোর মতো টার্গেটে ব্যবসায়ীরা! এমডির আশ্বাসে ঘরে ফিরলেন ১০ম গ্রেডের কর্মকর্তারা

মা দিবস প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করলো `প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল

#
news image

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের জনপ্রিয় হেয়ার অয়েল ব্র্যান্ড প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল আন্তর্জাতিক মা দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত ‘মোমেন্টস উইথ মম’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেছে। প্রতিযোগিতার গ্র্যান্ড প্রাইজ বিজয়ী তার মায়ের সাথে একটি বিলাসবহুল রিসোর্টে থাকার সুবর্ণ সুযোগ পাচ্ছেন। এছাড়া, আরও তিনজন বিজয়ী তাদের মায়েদের সাথে সিনেপ্লেক্সে মুভি দেখার সুযোগ পাচ্ছেন।
 
“এই মা দিবসে, আপনার মাকে সেরা উপহারটি দিন - আপনার সময়” এই বার্তাটি নিয়ে প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল   মা দিবস ২০২৪ এর ক্যাম্পেইন চালু হয়। অংশগ্রহণকারীরা তাদের মায়েদের সাথে একত্রে সময় কাটানোর একটি ছবি প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুলের অফিসিয়াল ফেসবুক পেইজে ডিরেক্ট ম্যাসেজে বা কমেন্ট সেকশনে শেয়ার করে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার গ্র্যান্ড প্রাইজ বিজয়ী ঢাকা কল্যাণপুরের সাথী ইসলাম তার মায়ের সাথে একটি বিলাসবহুল রিসোর্টে থাকার সুযোগ পাচ্ছেন। এছাড়া, প্রতিযোগিতার বাকি বিজয়ীরা, ঢাকা বাসাবো’র মরিয়ম সাকিব, মানিকগঞ্জের ইমু রহমান এবং রংপুরের আশরাফি শিমু সিনেপ্লেক্সের ফ্রি মুভি টিকিট পাচ্ছেন।
 
 গ্র্যান্ড প্রাইজ বিজয়ী সাথী ইসলাম বলেন, “প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল আয়োজিত ‘মোমেন্টস উইথ মম’ ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিটি মা তাদের সন্তানদের জন্য সেরা, আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেওয়ায় প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুলকে অসংখ্য ধন্যবাদ।”
 
মুভি টিকেট বিজয়ী আশরাফি শিমু বলেন, “প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুলের মা দিবস ক্যাম্পেইনে বিজয়ী হয়ে আমি অনেক আনন্দিত। আর মা-কে নিয়ে সিনেপ্লেক্সে মুভি দেখতে পারলে সেই আনন্দ তখন দ্বিগুণ হয়ে যাবে। প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুলের জন্য শুভকামনা।”
আরও জানতে ভিজিট করুন প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল  এর অফিসিয়াল ফেইসবুক পেইজ।

বিজ্ঞপ্তি

২৬-১১-২০২৪ দুপুর ৩:৩২

news image

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের জনপ্রিয় হেয়ার অয়েল ব্র্যান্ড প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল আন্তর্জাতিক মা দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত ‘মোমেন্টস উইথ মম’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেছে। প্রতিযোগিতার গ্র্যান্ড প্রাইজ বিজয়ী তার মায়ের সাথে একটি বিলাসবহুল রিসোর্টে থাকার সুবর্ণ সুযোগ পাচ্ছেন। এছাড়া, আরও তিনজন বিজয়ী তাদের মায়েদের সাথে সিনেপ্লেক্সে মুভি দেখার সুযোগ পাচ্ছেন।
 
“এই মা দিবসে, আপনার মাকে সেরা উপহারটি দিন - আপনার সময়” এই বার্তাটি নিয়ে প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল   মা দিবস ২০২৪ এর ক্যাম্পেইন চালু হয়। অংশগ্রহণকারীরা তাদের মায়েদের সাথে একত্রে সময় কাটানোর একটি ছবি প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুলের অফিসিয়াল ফেসবুক পেইজে ডিরেক্ট ম্যাসেজে বা কমেন্ট সেকশনে শেয়ার করে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার গ্র্যান্ড প্রাইজ বিজয়ী ঢাকা কল্যাণপুরের সাথী ইসলাম তার মায়ের সাথে একটি বিলাসবহুল রিসোর্টে থাকার সুযোগ পাচ্ছেন। এছাড়া, প্রতিযোগিতার বাকি বিজয়ীরা, ঢাকা বাসাবো’র মরিয়ম সাকিব, মানিকগঞ্জের ইমু রহমান এবং রংপুরের আশরাফি শিমু সিনেপ্লেক্সের ফ্রি মুভি টিকিট পাচ্ছেন।
 
 গ্র্যান্ড প্রাইজ বিজয়ী সাথী ইসলাম বলেন, “প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল আয়োজিত ‘মোমেন্টস উইথ মম’ ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিটি মা তাদের সন্তানদের জন্য সেরা, আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেওয়ায় প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুলকে অসংখ্য ধন্যবাদ।”
 
মুভি টিকেট বিজয়ী আশরাফি শিমু বলেন, “প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুলের মা দিবস ক্যাম্পেইনে বিজয়ী হয়ে আমি অনেক আনন্দিত। আর মা-কে নিয়ে সিনেপ্লেক্সে মুভি দেখতে পারলে সেই আনন্দ তখন দ্বিগুণ হয়ে যাবে। প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুলের জন্য শুভকামনা।”
আরও জানতে ভিজিট করুন প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল  এর অফিসিয়াল ফেইসবুক পেইজ।