শিরোনামঃ
সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে হাবিব হাসনাতের উঠান বৈঠক গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের শিক্ষা : হাবিব হাসনাত কনকর্ড এন্টারটেইনমেন্ট ও কিষোয়ান গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি ইস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু বসুন্ধরা সিটিতে শুরু হলো দুই সপ্তাহব্যাপী “ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট” আর-রাহা হসপিটাল এন্ড ডায়াগনস্টিকস লিঃ-এ নবজাতকদের জন্য ফ্রি ইপিআই সেবা উদ্বোধন জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হলেন নুরুজ্জামান আশিয়ান সিটির প্লট বিক্রি ও বিজ্ঞাপন বন্ধের নির্দেশ বিশ্বের সবচেয়ে পাতলা ৩ডি কার্ভড ডিসপ্লে ফোন নিয়ে আসলো ইনফিনিক্স হট ৬০ সিরিজ পুরান ঢাকা সাংবাদিক ফোরামের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত

মা দিবস প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করলো `প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল

#
news image

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের জনপ্রিয় হেয়ার অয়েল ব্র্যান্ড প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল আন্তর্জাতিক মা দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত ‘মোমেন্টস উইথ মম’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেছে। প্রতিযোগিতার গ্র্যান্ড প্রাইজ বিজয়ী তার মায়ের সাথে একটি বিলাসবহুল রিসোর্টে থাকার সুবর্ণ সুযোগ পাচ্ছেন। এছাড়া, আরও তিনজন বিজয়ী তাদের মায়েদের সাথে সিনেপ্লেক্সে মুভি দেখার সুযোগ পাচ্ছেন।
 
“এই মা দিবসে, আপনার মাকে সেরা উপহারটি দিন - আপনার সময়” এই বার্তাটি নিয়ে প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল   মা দিবস ২০২৪ এর ক্যাম্পেইন চালু হয়। অংশগ্রহণকারীরা তাদের মায়েদের সাথে একত্রে সময় কাটানোর একটি ছবি প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুলের অফিসিয়াল ফেসবুক পেইজে ডিরেক্ট ম্যাসেজে বা কমেন্ট সেকশনে শেয়ার করে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার গ্র্যান্ড প্রাইজ বিজয়ী ঢাকা কল্যাণপুরের সাথী ইসলাম তার মায়ের সাথে একটি বিলাসবহুল রিসোর্টে থাকার সুযোগ পাচ্ছেন। এছাড়া, প্রতিযোগিতার বাকি বিজয়ীরা, ঢাকা বাসাবো’র মরিয়ম সাকিব, মানিকগঞ্জের ইমু রহমান এবং রংপুরের আশরাফি শিমু সিনেপ্লেক্সের ফ্রি মুভি টিকিট পাচ্ছেন।
 
 গ্র্যান্ড প্রাইজ বিজয়ী সাথী ইসলাম বলেন, “প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল আয়োজিত ‘মোমেন্টস উইথ মম’ ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিটি মা তাদের সন্তানদের জন্য সেরা, আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেওয়ায় প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুলকে অসংখ্য ধন্যবাদ।”
 
মুভি টিকেট বিজয়ী আশরাফি শিমু বলেন, “প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুলের মা দিবস ক্যাম্পেইনে বিজয়ী হয়ে আমি অনেক আনন্দিত। আর মা-কে নিয়ে সিনেপ্লেক্সে মুভি দেখতে পারলে সেই আনন্দ তখন দ্বিগুণ হয়ে যাবে। প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুলের জন্য শুভকামনা।”
আরও জানতে ভিজিট করুন প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল  এর অফিসিয়াল ফেইসবুক পেইজ।

বিজ্ঞপ্তি

২৬-১১-২০২৪ দুপুর ৩:৩২

news image

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের জনপ্রিয় হেয়ার অয়েল ব্র্যান্ড প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল আন্তর্জাতিক মা দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত ‘মোমেন্টস উইথ মম’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেছে। প্রতিযোগিতার গ্র্যান্ড প্রাইজ বিজয়ী তার মায়ের সাথে একটি বিলাসবহুল রিসোর্টে থাকার সুবর্ণ সুযোগ পাচ্ছেন। এছাড়া, আরও তিনজন বিজয়ী তাদের মায়েদের সাথে সিনেপ্লেক্সে মুভি দেখার সুযোগ পাচ্ছেন।
 
“এই মা দিবসে, আপনার মাকে সেরা উপহারটি দিন - আপনার সময়” এই বার্তাটি নিয়ে প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল   মা দিবস ২০২৪ এর ক্যাম্পেইন চালু হয়। অংশগ্রহণকারীরা তাদের মায়েদের সাথে একত্রে সময় কাটানোর একটি ছবি প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুলের অফিসিয়াল ফেসবুক পেইজে ডিরেক্ট ম্যাসেজে বা কমেন্ট সেকশনে শেয়ার করে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার গ্র্যান্ড প্রাইজ বিজয়ী ঢাকা কল্যাণপুরের সাথী ইসলাম তার মায়ের সাথে একটি বিলাসবহুল রিসোর্টে থাকার সুযোগ পাচ্ছেন। এছাড়া, প্রতিযোগিতার বাকি বিজয়ীরা, ঢাকা বাসাবো’র মরিয়ম সাকিব, মানিকগঞ্জের ইমু রহমান এবং রংপুরের আশরাফি শিমু সিনেপ্লেক্সের ফ্রি মুভি টিকিট পাচ্ছেন।
 
 গ্র্যান্ড প্রাইজ বিজয়ী সাথী ইসলাম বলেন, “প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল আয়োজিত ‘মোমেন্টস উইথ মম’ ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিটি মা তাদের সন্তানদের জন্য সেরা, আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেওয়ায় প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুলকে অসংখ্য ধন্যবাদ।”
 
মুভি টিকেট বিজয়ী আশরাফি শিমু বলেন, “প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুলের মা দিবস ক্যাম্পেইনে বিজয়ী হয়ে আমি অনেক আনন্দিত। আর মা-কে নিয়ে সিনেপ্লেক্সে মুভি দেখতে পারলে সেই আনন্দ তখন দ্বিগুণ হয়ে যাবে। প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুলের জন্য শুভকামনা।”
আরও জানতে ভিজিট করুন প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল  এর অফিসিয়াল ফেইসবুক পেইজ।